শ্রীনগর, 9মে : উপত্যকায় ফের চালু হল মোবাইল ফোন পরিষেবা । গতরাত থেকে স্বাভাবিক হয় পরিষেবা। হিজ়বুল প্রধান রিয়াজ় নাইকুকে এনকাউন্টারে নিকেশের পর মোবাইল পরিষেবা বন্ধ করা হয়েছিল । তিনদিন এই পরিষেবা বন্ধ ছিল ।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনও কাশ্মীরে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে । পরিস্থিতির উন্নতি করতেই পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কিন্তু মোবাইল ফোন পরিষেবা চালু করা হল ।
প্রসঙ্গত, BSNL পোস্টপেড এবং 2 জি মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু ছিল উপত্যকায় । বন্ধ করা হয়েছিল মোবাইল পরিষেবাও ।
6 মে অবন্তীপোরায় সেনা-জঙ্গি সংঘর্ষে নিকেশ হয় হিজ়বুল প্রধান রিয়াজ় নাইকু । খবর পেয়ে ভারতীয় নিরাপত্তাবাহিনী ও কাশ্মীর পুলিশ যৌথভাবে অভিযান চালিয়েছিল পুলওয়ামার বেইগপোরা গ্রামে । ওই অভিযানেই নিকেশ হয় এই জঙ্গিনেতা ।