জম্মু , 29 অগাস্ট : জম্মুর পাঁচটি জেলায় মোবাইল ফোন নেটওয়ার্ক পরিষেবা চালু হল ৷ বুধবার রাত থেকে দোদা, কিশত্ওয়ার, রামবান, রাজৌরি, পুঞ্চ জেলায় পরিষেবা চালু হয়েছে ৷
370 ধারা প্রত্যাহারের পর নিরাপত্তার কারণে 5 অগাস্ট থেকে নেটওয়ার্ক পরিষেবা বন্ধ করা হয়েছিল ওই জেলাগুলিতে ৷
মোবাইল ফোন এবং ইন্টারনেট পরিষেবা নিয়ে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্য পাল মালিক বলেন, "সন্ত্রাস ছড়াতে আতঙ্কবাদীরা মোবাইল ও ইন্টারনেট পরিষেবাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ৷
আমাদের কাছে জীবন খুব গুরুত্বপূর্ণ ৷ বিধি-নিষেধের কারণ সাধারণ মানুষের বোঝা উচিত ৷ "