ETV Bharat / bharat

জম্মুর পাঁচ জেলায় চালু মোবাইল নেটওয়ার্ক - জম্মু

বুধবার রাত থেকে জম্মুর পাঁচটি জেলায় মোবাইল ফোন নেটওয়ার্ক পরিষেবা পুনরায় চালু হয়েছে ৷ 370 ধারা প্রত্যাহারের জন্য নিরাপত্তার কারণে গত 5 অগাস্ট নেটওয়ার্ক পরিষেবা বন্ধ করা হয়েছিল ৷ রাজ্যপাল সত্য পাল মালিকের মতে বিধি-নিষেধের কারণ সাধারণ মানুষের বোঝা উচিত ৷ মানুষকে ভুল পথে চালনা করার জন্য আতঙ্কবাদী ও পাকিস্তানিরা এইগুলি ব্যবহার করেন ৷

কাশ্মীর
author img

By

Published : Aug 29, 2019, 1:05 PM IST


জম্মু , 29 অগাস্ট : জম্মুর পাঁচটি জেলায় মোবাইল ফোন নেটওয়ার্ক পরিষেবা চালু হল ৷ বুধবার রাত থেকে দোদা, কিশত্ওয়ার, রামবান, রাজৌরি, পুঞ্চ জেলায় পরিষেবা চালু হয়েছে ৷

370 ধারা প্রত্যাহারের পর নিরাপত্তার কারণে 5 অগাস্ট থেকে নেটওয়ার্ক পরিষেবা বন্ধ করা হয়েছিল ওই জেলাগুলিতে ৷

মোবাইল ফোন এবং ইন্টারনেট পরিষেবা নিয়ে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্য পাল মালিক বলেন, "সন্ত্রাস ছড়াতে আতঙ্কবাদীরা মোবাইল ও ইন্টারনেট পরিষেবাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ৷
আমাদের কাছে জীবন খুব গুরুত্বপূর্ণ ৷ বিধি-নিষেধের কারণ সাধারণ মানুষের বোঝা উচিত ৷ "


জম্মু , 29 অগাস্ট : জম্মুর পাঁচটি জেলায় মোবাইল ফোন নেটওয়ার্ক পরিষেবা চালু হল ৷ বুধবার রাত থেকে দোদা, কিশত্ওয়ার, রামবান, রাজৌরি, পুঞ্চ জেলায় পরিষেবা চালু হয়েছে ৷

370 ধারা প্রত্যাহারের পর নিরাপত্তার কারণে 5 অগাস্ট থেকে নেটওয়ার্ক পরিষেবা বন্ধ করা হয়েছিল ওই জেলাগুলিতে ৷

মোবাইল ফোন এবং ইন্টারনেট পরিষেবা নিয়ে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্য পাল মালিক বলেন, "সন্ত্রাস ছড়াতে আতঙ্কবাদীরা মোবাইল ও ইন্টারনেট পরিষেবাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ৷
আমাদের কাছে জীবন খুব গুরুত্বপূর্ণ ৷ বিধি-নিষেধের কারণ সাধারণ মানুষের বোঝা উচিত ৷ "

New Delhi, Aug 29 (ANI): Communist Party of India (Marxist) general secretary Sitaram Yechury left for Srinagar from Delhi Airport on August 29. Supreme Court gave Yechury the permission to visit Jammu and Kashmir on August 28. He will meet his party leader Yousuf Tarigami in Srinagar. While speaking to ANI, he said, "I am going to meet my party leader Yousuf Tarigami."

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.