ETV Bharat / bharat

NRC-তে নেই বিধায়ক, প্রাক্তন সরকারি আধিকারিকের নাম - assam

অসমের বিধানসভায় দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল AIUDF-র (অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট) বিধায়ক অনন্ত কুমার মালোর নাম তালিকায় নেই । তা ছাড়া বিমল চৌধুরি নামে এক অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা আধিকারিকের নাম নেই তালিকায় ।

অনন্ত কুমার মালো
author img

By

Published : Aug 31, 2019, 4:53 PM IST

গুয়াহাটি, 31 অগাস্ট : আজ অসমে প্রকাশিত হয়েছে জাতীয় নাগরিকপঞ্জি । চূড়ান্ত তালিকা প্রকাশ হতেই দেখা যায় 19 লাখ আবেনদকারীদের নাম বাদ পড়েছে । তাঁদের মধ্যে রয়েছেন অসমের বিধায়কও । অসমের বিধানসভায় দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল AIUDF-র (অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট) বিধায়ক অনন্ত কুমার মালোর নাম তালিকায় নেই । তা ছাড়া অসমের প্রাক্তন বিধায়ক মৌলানা আতাউর রহমান মাঝারের নামও চৃড়ান্ত তালিকায় নেই ।

অসমের দলগাঁওয়ের বিধায়ক ইলিয়াস আলির পরিবারের চারজনের নামও বাদ পড়েছে নাগরিকপঞ্জি থেকে । এই চার সদস্যের মধ্যে ইলিয়াস আলির মেয়েও রয়েছে ।

শুধু বিধায়ক বা তাঁদের পরিবার নয়, তালিকা থেকে নাম বাদ পড়েছে সরকারি কর্মীদেরও । বিমল চৌধুরি নামে এক অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা আধিকারিকের নাম নেই তালিকায় । বাদ পড়েছে প্রাক্তন সেনা আধিকারিক মহম্মদ সানাউল্লার নামও ।

এই বিষয়ে মহম্মদ সানাউল্লা বলেন, "খসড়া তালিকাতেও আমার নাম ছিল না । আমার মামলাটি সুপ্রিম কোর্টের বিচারাধীন । দেশের বিচার ব্যবস্থার উপর আমার পূর্ণ আস্থা আছে । আমার বিশ্বাস আমি ন্যায় পাব ।"

গুয়াহাটি, 31 অগাস্ট : আজ অসমে প্রকাশিত হয়েছে জাতীয় নাগরিকপঞ্জি । চূড়ান্ত তালিকা প্রকাশ হতেই দেখা যায় 19 লাখ আবেনদকারীদের নাম বাদ পড়েছে । তাঁদের মধ্যে রয়েছেন অসমের বিধায়কও । অসমের বিধানসভায় দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল AIUDF-র (অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট) বিধায়ক অনন্ত কুমার মালোর নাম তালিকায় নেই । তা ছাড়া অসমের প্রাক্তন বিধায়ক মৌলানা আতাউর রহমান মাঝারের নামও চৃড়ান্ত তালিকায় নেই ।

অসমের দলগাঁওয়ের বিধায়ক ইলিয়াস আলির পরিবারের চারজনের নামও বাদ পড়েছে নাগরিকপঞ্জি থেকে । এই চার সদস্যের মধ্যে ইলিয়াস আলির মেয়েও রয়েছে ।

শুধু বিধায়ক বা তাঁদের পরিবার নয়, তালিকা থেকে নাম বাদ পড়েছে সরকারি কর্মীদেরও । বিমল চৌধুরি নামে এক অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা আধিকারিকের নাম নেই তালিকায় । বাদ পড়েছে প্রাক্তন সেনা আধিকারিক মহম্মদ সানাউল্লার নামও ।

এই বিষয়ে মহম্মদ সানাউল্লা বলেন, "খসড়া তালিকাতেও আমার নাম ছিল না । আমার মামলাটি সুপ্রিম কোর্টের বিচারাধীন । দেশের বিচার ব্যবস্থার উপর আমার পূর্ণ আস্থা আছে । আমার বিশ্বাস আমি ন্যায় পাব ।"

New Delhi, Aug 31 (ANI): Google's Threat Analysis Group (TAG) discovered that a collection of malicious websites allowed hacking of the iPhones using the zero-day vulnerability for over at least two years. In its official blog, Google said that the hacked sites were being used to attack against the visitors. TAG was able to collect five unique iPhone exploit chains, affecting every version from iOS 10 through to the latest iOS 12. By simply visiting the hacked site, it was enough for the exploit server to attack the device and install a monitoring implant. The bug was reported earlier this year and Apple had fixed the issues in the iOS 12.1.4 release.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.