ETV Bharat / bharat

নগ্ন ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার হুমকি, প্রতারণার শিকার যুবক - Bengaluru man naked video

এক মাস ধরে কেরালার এক যুবতির সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলতেন বেঙ্গালুরুর যুবক ৷ ক্রমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে ৷ পরে নগ্ন ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁর কাছে টাকা চাওয়া বলে অভিযোগ ।

Bengaluru man naked video
বেঙ্গালুরু ভিডিয়ো
author img

By

Published : Jul 16, 2020, 11:58 AM IST

বেঙ্গালুরু, 16 জুলাই : নগ্ন ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠল । তবে কোনও মহিলা নয়, এবার এই প্রতারণার অভিযোগটি করেছেন বেঙ্গালুরুর এক যুবক । নগ্ন ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁর কাছ থেকে 50 হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগ ৷ থানায় অভিযোগ দায়ের করেছেন ওই যুবক ৷

এক মাস আগে বেঙ্গালুরুর ওই যুবকের সঙ্গে কেরালার এক যুবতির হোয়াটসঅ্যাপে পরিচয় হয় । ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে ৷ ওই যুবতি একটি কল সেন্টারে কাজ করে বলে তাঁকে জানায় ৷ যুবকের ‘সাহসী’ মনোভাবের জন্য তাঁকে পছন্দ করার কথাও জানায় সে ৷ এরই মাঝে ওই যুবক যাঁর সঙ্গে থাকেন তিনি কোরোনা সংক্রমণের জেরে বাড়ি চলে যাওয়ায় তাঁদের মধ্যে ঘন ঘন কথা হতে থাকে । ভিডিয়ো চ্যাটও করেন তাঁরা । আর গত সপ্তাহে চ্যাট করার সময় ওই যুবতি তাঁকে ভিডিয়ো কলে নগ্ন হতে বলেন ৷ প্রথমে রাজি না হলে যুবতি তাঁকে বলে, সে-ও নগ্ন হবে ৷ এরপর ওই যুবক ভিডিয়ো কলে নগ্ন হন ৷ কিছুক্ষণের মধ্যে ফোন কেটে যায় ৷

এরপর বার বার ওই যুবতির সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেন তিনি ৷ কিন্তু প্রতিবারই ফোন সুইচড অফ বলছিল ৷ এরই মাঝে রবিবার একটি অপিরিচিত নম্বর থেকে যুবককে কেউ ফোন করে ৷ তাঁর নগ্ন ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ৷ ভিডিয়ো ডিলিট করার জন্য দাবি করা হয় 50 হাজার টাকা । শেষ পর্যন্ত 20 হাজার টাকা অনলাইনে দিতে রাজি হন তিনি ৷ অভিযোগ, সোমবার ফের তাঁকে ফোন করে আরও টাকা দাবি করা হয়। এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই যুবক ৷

বেঙ্গালুরু, 16 জুলাই : নগ্ন ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠল । তবে কোনও মহিলা নয়, এবার এই প্রতারণার অভিযোগটি করেছেন বেঙ্গালুরুর এক যুবক । নগ্ন ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁর কাছ থেকে 50 হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগ ৷ থানায় অভিযোগ দায়ের করেছেন ওই যুবক ৷

এক মাস আগে বেঙ্গালুরুর ওই যুবকের সঙ্গে কেরালার এক যুবতির হোয়াটসঅ্যাপে পরিচয় হয় । ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে ৷ ওই যুবতি একটি কল সেন্টারে কাজ করে বলে তাঁকে জানায় ৷ যুবকের ‘সাহসী’ মনোভাবের জন্য তাঁকে পছন্দ করার কথাও জানায় সে ৷ এরই মাঝে ওই যুবক যাঁর সঙ্গে থাকেন তিনি কোরোনা সংক্রমণের জেরে বাড়ি চলে যাওয়ায় তাঁদের মধ্যে ঘন ঘন কথা হতে থাকে । ভিডিয়ো চ্যাটও করেন তাঁরা । আর গত সপ্তাহে চ্যাট করার সময় ওই যুবতি তাঁকে ভিডিয়ো কলে নগ্ন হতে বলেন ৷ প্রথমে রাজি না হলে যুবতি তাঁকে বলে, সে-ও নগ্ন হবে ৷ এরপর ওই যুবক ভিডিয়ো কলে নগ্ন হন ৷ কিছুক্ষণের মধ্যে ফোন কেটে যায় ৷

এরপর বার বার ওই যুবতির সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেন তিনি ৷ কিন্তু প্রতিবারই ফোন সুইচড অফ বলছিল ৷ এরই মাঝে রবিবার একটি অপিরিচিত নম্বর থেকে যুবককে কেউ ফোন করে ৷ তাঁর নগ্ন ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ৷ ভিডিয়ো ডিলিট করার জন্য দাবি করা হয় 50 হাজার টাকা । শেষ পর্যন্ত 20 হাজার টাকা অনলাইনে দিতে রাজি হন তিনি ৷ অভিযোগ, সোমবার ফের তাঁকে ফোন করে আরও টাকা দাবি করা হয়। এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই যুবক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.