ETV Bharat / bharat

মাথায় বন্দুক ঠেকিয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, কাঠগড়ায় পুলিশকর্মীসহ 7

author img

By

Published : Sep 7, 2020, 8:42 AM IST

অভিযোগ, দু'মাস আগে ভুবনেশ্বরে 7 জন মিলে ওই নাবালিকাকে ধর্ষণ করে। অভিযুক্ত 7 জনের মধ্যে একজন পুলিশকর্মী ৷

A minor girl allegedly raped by seven people in Odisha during the lockdown period
ওড়িশায় নাবালিকাকে গণধর্ষণ, অভিযুক্ত এক পুলিশকর্মীসহ 7

ভুবনেশ্বর, 7 সেপ্টেম্বর : ওড়িশায় এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল ৷ মাথায় বন্দুক ঠেকিয়ে ওই নাবালিকাকে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। গোটা লকডাউন-পর্বে ওই নাবালিকাকে ধর্ষণ করে 7 ব্যক্তি ৷ এমনই অভিযোগ জানিয়েছেন নির্যাতিতার মা ৷ ওড়িশা পুলিশের ডেপুটি কমিশনার উমাশংকর দাস বলেন, "ওই নির্যাতিতার মা 30 অগাস্ট মহিলা থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করেন ৷ মহিলার অভিযোগ, তাঁর মেয়েকে গত মার্চ ও এপ্রিল মাসে লাগাতার ধর্ষণ করা হয়েছে ৷ এই অভিযোগের ভিত্তিতে IPC ও POCSO আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ "

ওই নাবালিকা ওড়িশার ইনফোসিটি থানা এলাকার বাসিন্দা ৷ অভিযোগ, মাস দু'য়েক আগে ভুবনেশ্বরে 7 জন মিলে ওই নাবালিকাকে ধর্ষণ করে ৷ অভিযুক্তদের মধ্যে একজন পুলিশকর্মী ৷ ওই পুলিশকর্মী লকডাউনের ডিউটির জন্য ওই এলাকায় মোতায়েন ছিল ৷ নাবালিকাকে একা পেয়ে তার মাথায় বন্দুক ঠেকিয়ে একটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাকে গণধর্ষণ করা হয়। বাইরে কিছু বললে তার প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় ৷ অভিযুক্তদের হুমকির ভয়ে মেয়েটি কিছু না বললেও অবসাদে ভুগতে থাকে ৷ তার অবস্থা দেখে ঘটনার আঁচ পান পরিবারের লোকেরা ৷ এরপর মেয়েটি পরিবারের লোককে সব কথা খুলে বলে ৷ নির্যাতিতার বাবা ঘটনায় অভিযোগ জানাতে ইনফোসিটি থানায় যায় ৷ সেখান থেকে বিষয়টি মহিলা থানায় পাঠানো হয় ৷

ওড়িশা পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে ৷ DCP উমাশংকর দাস জানিয়েছেন, অভিযুক্তদের ধরতে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে ৷ ইনভেস্টিগেটিং ইনটিগ্রেটিভ ইউনিটস ফর ক্রাইম এগেনস্ট উইমেনের (IUCAW) আওতায় মহিলা থানার ইন্সপেক্টর ইন চার্জ ঘটনার তদন্ত করছেন ৷ ইতিমধ্যেই অভিযুক্তদের খোঁজে কয়েক জায়গায় হানা দিয়েছে পুলিশ ৷ যদিও অভিযুক্তরা এখনও অধরা ৷

ভুবনেশ্বর, 7 সেপ্টেম্বর : ওড়িশায় এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল ৷ মাথায় বন্দুক ঠেকিয়ে ওই নাবালিকাকে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। গোটা লকডাউন-পর্বে ওই নাবালিকাকে ধর্ষণ করে 7 ব্যক্তি ৷ এমনই অভিযোগ জানিয়েছেন নির্যাতিতার মা ৷ ওড়িশা পুলিশের ডেপুটি কমিশনার উমাশংকর দাস বলেন, "ওই নির্যাতিতার মা 30 অগাস্ট মহিলা থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করেন ৷ মহিলার অভিযোগ, তাঁর মেয়েকে গত মার্চ ও এপ্রিল মাসে লাগাতার ধর্ষণ করা হয়েছে ৷ এই অভিযোগের ভিত্তিতে IPC ও POCSO আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ "

ওই নাবালিকা ওড়িশার ইনফোসিটি থানা এলাকার বাসিন্দা ৷ অভিযোগ, মাস দু'য়েক আগে ভুবনেশ্বরে 7 জন মিলে ওই নাবালিকাকে ধর্ষণ করে ৷ অভিযুক্তদের মধ্যে একজন পুলিশকর্মী ৷ ওই পুলিশকর্মী লকডাউনের ডিউটির জন্য ওই এলাকায় মোতায়েন ছিল ৷ নাবালিকাকে একা পেয়ে তার মাথায় বন্দুক ঠেকিয়ে একটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাকে গণধর্ষণ করা হয়। বাইরে কিছু বললে তার প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় ৷ অভিযুক্তদের হুমকির ভয়ে মেয়েটি কিছু না বললেও অবসাদে ভুগতে থাকে ৷ তার অবস্থা দেখে ঘটনার আঁচ পান পরিবারের লোকেরা ৷ এরপর মেয়েটি পরিবারের লোককে সব কথা খুলে বলে ৷ নির্যাতিতার বাবা ঘটনায় অভিযোগ জানাতে ইনফোসিটি থানায় যায় ৷ সেখান থেকে বিষয়টি মহিলা থানায় পাঠানো হয় ৷

ওড়িশা পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে ৷ DCP উমাশংকর দাস জানিয়েছেন, অভিযুক্তদের ধরতে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে ৷ ইনভেস্টিগেটিং ইনটিগ্রেটিভ ইউনিটস ফর ক্রাইম এগেনস্ট উইমেনের (IUCAW) আওতায় মহিলা থানার ইন্সপেক্টর ইন চার্জ ঘটনার তদন্ত করছেন ৷ ইতিমধ্যেই অভিযুক্তদের খোঁজে কয়েক জায়গায় হানা দিয়েছে পুলিশ ৷ যদিও অভিযুক্তরা এখনও অধরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.