ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে চিতার হামলায় মৃত্যু নাবালিকার

উত্তরপ্রদেশের বাহরাইচ জেলায় চিতার আক্রমণে প্রাণ হারাল আট বছরের মেয়ে ৷ ঘটনাস্থানে মৃত্যু হয় তার ৷ ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে স্থানীয় হাসপাতালে৷

leopard
leopard
author img

By

Published : Jun 9, 2020, 6:04 PM IST

বাহরাইচ (উত্তরপ্রদেশ), 9 জুন : উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার ধোবিয়ানপুরে মঙ্গলবার চিতার হামলায় প্রাণ হারাল আট বছরের মেয়ে৷ জানা গিয়েছে, কতরনিয়াঘাট বন্যজীব অভয়ারণ্যের কাছেই ওই নাবালিকার বাড়ি ৷ ডিভিশনাল বন আধিকারিক জি পি সিং জানান, "সোমবার রাতে বাড়ির বাইরে বসে ছিল ওই নাবালিকা ৷ তখনি তার উপর হামলা করে চিতাটি ৷"

তিনি জানান, "চিতাটি ওই নাবালিকাকে টেনে জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল ৷ সেই সময় গ্রামবাসীরা একত্রিত হয়ে চিৎকার করতে শুরু করে ৷ গ্রামবাসীদের চিৎকারে ওই নাবালিকাকে ছেড়ে জঙ্গলে পালিয়ে যায় চিতাটি ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় ওই নাবালিকার ৷ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷"

সেই সঙ্গে সন্ধ্যায় এদিক ওদিক যাতে না যান তার জন্য গ্রামবাসীদের সচেতন করা হয়েছে বন বিভাগের তরফে ৷ পাশাপাশি চিতাটিকেও আটক করা হয়েছে ৷

বাহরাইচ (উত্তরপ্রদেশ), 9 জুন : উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার ধোবিয়ানপুরে মঙ্গলবার চিতার হামলায় প্রাণ হারাল আট বছরের মেয়ে৷ জানা গিয়েছে, কতরনিয়াঘাট বন্যজীব অভয়ারণ্যের কাছেই ওই নাবালিকার বাড়ি ৷ ডিভিশনাল বন আধিকারিক জি পি সিং জানান, "সোমবার রাতে বাড়ির বাইরে বসে ছিল ওই নাবালিকা ৷ তখনি তার উপর হামলা করে চিতাটি ৷"

তিনি জানান, "চিতাটি ওই নাবালিকাকে টেনে জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল ৷ সেই সময় গ্রামবাসীরা একত্রিত হয়ে চিৎকার করতে শুরু করে ৷ গ্রামবাসীদের চিৎকারে ওই নাবালিকাকে ছেড়ে জঙ্গলে পালিয়ে যায় চিতাটি ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় ওই নাবালিকার ৷ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷"

সেই সঙ্গে সন্ধ্যায় এদিক ওদিক যাতে না যান তার জন্য গ্রামবাসীদের সচেতন করা হয়েছে বন বিভাগের তরফে ৷ পাশাপাশি চিতাটিকেও আটক করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.