ETV Bharat / bharat

কোরোনা : স্বাস্থ্যমন্ত্রকের তরফে আয়ুষ নির্মিত রক্ষাকবচ

আয়ুষ মন্ত্রক, স্বাস্থ্য ও CSIR এই তিন সংস্থা মিলে যারা ঝুঁকি নিয়ে কোরোনার সাথে লড়ছেন তাঁদের আজ থেকে আয়ুষ নির্মিত ওষুধ অশ্বগন্ধা, যষ্টিমধু, গুডুচি পিপ্পলি ও আয়ুষ-64 প্রদান করা হবে ৷

Ministry of Health provides Ayush medicines to health workers
স্বাস্থ্যমন্ত্রকের তরফে আয়ুষ নির্মিত রক্ষাকবচ প্রদান
author img

By

Published : May 7, 2020, 9:14 PM IST

দিল্লি, 7 মে : দেশের স্বাস্থ্যকর্মীসহ একাংশ মানুষদের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত কোরোনা ভাইরাসের মুখোমুখি হতে হয় ৷ তাঁদের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আজ থেকে আয়ুষ নির্মিত ওষুধ দেওয়া হবে বলে ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ৷

তিনি জানান, ভারত এই মুহূর্তে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ৷ কোরোনা মোকাবিলায় আয়ুষ মন্ত্রক, স্বাস্থ্য ও CSIR এই তিন সংস্থা মিলে এক ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছে ৷ যারা ঝুঁকি নিয়ে কোরোনার সাথে লড়ছেন তাঁদের আজ থেকে আয়ুষ নির্মিত ওষুধ প্রদান করা হবে ৷ অশ্বগন্ধা, যষ্টিমধু, গুডুচি পিপ্পলি ও আয়ুষ-64 ওষুধে তাঁদের প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী ৷

পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গ, ওড়িশা ও উত্তরপ্রদেশের স্বাস্থ্য দপ্তর আধিকারিকদের সাথে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কোরোনা বিষয়ে পর্যালোচনা করেন ৷ অন্যদিকে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ(ICMR) জানান, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখনও পর্যন্ত 13,57,413টি কোরোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৷

দিল্লি, 7 মে : দেশের স্বাস্থ্যকর্মীসহ একাংশ মানুষদের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত কোরোনা ভাইরাসের মুখোমুখি হতে হয় ৷ তাঁদের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আজ থেকে আয়ুষ নির্মিত ওষুধ দেওয়া হবে বলে ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ৷

তিনি জানান, ভারত এই মুহূর্তে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ৷ কোরোনা মোকাবিলায় আয়ুষ মন্ত্রক, স্বাস্থ্য ও CSIR এই তিন সংস্থা মিলে এক ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছে ৷ যারা ঝুঁকি নিয়ে কোরোনার সাথে লড়ছেন তাঁদের আজ থেকে আয়ুষ নির্মিত ওষুধ প্রদান করা হবে ৷ অশ্বগন্ধা, যষ্টিমধু, গুডুচি পিপ্পলি ও আয়ুষ-64 ওষুধে তাঁদের প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী ৷

পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গ, ওড়িশা ও উত্তরপ্রদেশের স্বাস্থ্য দপ্তর আধিকারিকদের সাথে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কোরোনা বিষয়ে পর্যালোচনা করেন ৷ অন্যদিকে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ(ICMR) জানান, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখনও পর্যন্ত 13,57,413টি কোরোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.