ETV Bharat / bharat

শ্রীনগরে জঙ্গি-নিরাপত্তারক্ষী বাহিনীর সংঘর্ষ - শ্রীনগর

শ্রীনগর শহরের পান্থা চক এলাকায় নাকা চেকিংয়ের সময় নিরপত্তারক্ষী বাহিনীর উপর গুলি চালায় জঙ্গিরা৷

Militant-security forces clash
শ্রীনগর
author img

By

Published : Aug 30, 2020, 6:37 AM IST

শ্রীনগর, 30 অগাস্ট: গভীর রাতে শ্রীনগরে জঙ্গি-নিরাপত্তারক্ষী বাহিনীর মধ্যে সংঘর্ষ৷ নাকা চেকিংয়ের সময় পুলিশ ও CRPF কর্মীদের উপর গুলি চালাল জঙ্গিরা৷ শ্রীনগর শহরের পান্থা চক এলাকায় এই ঘটনা ঘটেছে৷

শনিবার পান্থা চকে একটি যৌথ তল্লাশি অভিযান চালায় পুলিশ ও CRPF৷ তল্লাশির সময় গোটা এলাকা ঘিরে ফেলা হয়৷ সেই সময় আচমকাই নিরাপত্তারক্ষী বাহিনীর উপর গুলি চালায় জঙ্গিরা৷

কাশ্মীর জোনের পুলিশ জানিয়েছে, গভীর রাতে শুরু হওয়া জঙ্গি-নিরাপত্তারক্ষী বাহিনীর মধ্যে সংঘর্ষ অব্যাহত৷

শ্রীনগর, 30 অগাস্ট: গভীর রাতে শ্রীনগরে জঙ্গি-নিরাপত্তারক্ষী বাহিনীর মধ্যে সংঘর্ষ৷ নাকা চেকিংয়ের সময় পুলিশ ও CRPF কর্মীদের উপর গুলি চালাল জঙ্গিরা৷ শ্রীনগর শহরের পান্থা চক এলাকায় এই ঘটনা ঘটেছে৷

শনিবার পান্থা চকে একটি যৌথ তল্লাশি অভিযান চালায় পুলিশ ও CRPF৷ তল্লাশির সময় গোটা এলাকা ঘিরে ফেলা হয়৷ সেই সময় আচমকাই নিরাপত্তারক্ষী বাহিনীর উপর গুলি চালায় জঙ্গিরা৷

কাশ্মীর জোনের পুলিশ জানিয়েছে, গভীর রাতে শুরু হওয়া জঙ্গি-নিরাপত্তারক্ষী বাহিনীর মধ্যে সংঘর্ষ অব্যাহত৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.