শ্রীনগর, 30 ডিসেম্বর : শ্রীনগরে পুলিশ-জঙ্গি গুলির লড়াই । পুলিশের গুলিতে নিকেশ তিন জঙ্গি । শ্রীনগরের লাওয়ায়পোরা অঞ্চলে গতকাল থেকে অভিযান চালায় পুলিশ ।
আরও পড়ুন : আল কায়দা জঙ্গি সন্দেহে আটক , ভুল বুঝে ছেড়ে দিল এনআইএ
চলতি বছরে এই নিয়ে লাওয়ায়পোরা অঞ্চলে দ্বিতীয়বার পুলিশ-জঙ্গি গুলির লড়াই হল । শ্রীনগরে এই নিয়ে 10 বার । পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, গতকাল সন্ধেয় দ্বিতীয় রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা এলাকায় অভিযান চালাচ্ছিলেন । তাঁদের সঙ্গে ছিল জম্মু-কাশ্মীর এবং সিআরপিএফের বিশেষ দল । প্রাথমিকভাবে দুই জঙ্গির লুকিয়ে থাকার খবর পায় নিরাপত্তাবাহিনী ।