ETV Bharat / bharat

অসম রাইফেলসের উপর জঙ্গি হামলা, শহিদ জওয়ান - অসম রাইফেলের উপর জঙ্গি হামলা

সেনা গোয়েন্দা সূত্রে খবর, ULFA-র পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন উপদল ও NSCN(খাপলাং) ক্যাডারের জঙ্গিরা জড়িত এই হামলার পিছনে ।

Militant attack, assam rifle
Militant attack, assam rifle
author img

By

Published : Oct 4, 2020, 8:58 PM IST

গুয়াহাটি, 4 অক্টোবর : অসম রাইফেলসের জওয়ানদের উপর জঙ্গি হামলা । অরুণাচল প্রদেশের মায়ানমার সীমান্ত লাগোয়া চ্যাংল্যাং জেলার টেংমো গ্রামে জওয়ানদের উপর অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা । ঘটনায় শহিদ এক অসম রাইফেলসের জওয়ান । জখম আরও এক ।

চ্যাংল্যাংয়ের পুলিশ প্রধান বলেন, "রবিবার সকালে ঘটনাটি ঘটে । জঙ্গিদের ঠেকাতে পালটা গুলি চালান জওয়ানরা । এক জওয়ান শহিদ হয়েছেন । আরও একজন জখম হয়েছেন । জঙ্গিদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি চলছে । "

সেনা গোয়েন্দা সূত্রে খবর, ULFA-র পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন উপদল ও NSCN(খাপলাং) ক্যাডারের জঙ্গিরা জড়িত এই হামলার পিছনে । জঙ্গিরা ঘাপটি মেরে জওয়ানদের জলের ট্যাঙ্ক আসার অপেক্ষা করছিল । জওয়ানদের গাড়ি ঘটনাস্থানে পৌঁছাতেই তাঁদের লক্ষ্য করে গ্রেনেড, গুলি ছোড়া হয় বলে জানিয়েছেন সেনা গোয়েন্দা বিভাগের আধিকারিকরা ।

গুয়াহাটি, 4 অক্টোবর : অসম রাইফেলসের জওয়ানদের উপর জঙ্গি হামলা । অরুণাচল প্রদেশের মায়ানমার সীমান্ত লাগোয়া চ্যাংল্যাং জেলার টেংমো গ্রামে জওয়ানদের উপর অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা । ঘটনায় শহিদ এক অসম রাইফেলসের জওয়ান । জখম আরও এক ।

চ্যাংল্যাংয়ের পুলিশ প্রধান বলেন, "রবিবার সকালে ঘটনাটি ঘটে । জঙ্গিদের ঠেকাতে পালটা গুলি চালান জওয়ানরা । এক জওয়ান শহিদ হয়েছেন । আরও একজন জখম হয়েছেন । জঙ্গিদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি চলছে । "

সেনা গোয়েন্দা সূত্রে খবর, ULFA-র পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন উপদল ও NSCN(খাপলাং) ক্যাডারের জঙ্গিরা জড়িত এই হামলার পিছনে । জঙ্গিরা ঘাপটি মেরে জওয়ানদের জলের ট্যাঙ্ক আসার অপেক্ষা করছিল । জওয়ানদের গাড়ি ঘটনাস্থানে পৌঁছাতেই তাঁদের লক্ষ্য করে গ্রেনেড, গুলি ছোড়া হয় বলে জানিয়েছেন সেনা গোয়েন্দা বিভাগের আধিকারিকরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.