ETV Bharat / bharat

হায়দরাবাদ থেকে হেঁটে বাড়ি ফেরার পথে মৃত্য়ু রাজ্যের শ্রমিকের - migrant worker returning to bengal from hyderabad on foot

হুগলির পশ্চিমপাড়ায় বাড়ি হায়ার মহম্মদের । হায়দরাবাদে রাজমিস্ত্রির কাজ করতেন। দিন পাঁচেক আগে বাড়ির উদ্দেশে রওনা দেন । আর আজ ওড়িশার বালাসোর জেলার সোরো এলাকায় মৃত্যু হয় তাঁর ।

ছবি
ছবি
author img

By

Published : May 29, 2020, 11:01 PM IST

বালাসোর, 29 মে : হেঁটে হায়দরাবাদ থেকে পশ্চিমবঙ্গে ফিরছিলেন এক পরিযায়ী শ্রমিক । কিন্তু পথেই মৃত্যু হল তাঁর । প্রায় পাঁচদিন ধরে হাঁটতে হাঁটতে ওড়িশার বালাসোর জেলার সোরো এলাকায় রাস্তাতেই আজ লুটিয়ে পড়েন তিনি । পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় । হায়ার মহম্মদ নামে বছর ষাটের ওই শ্রমিক হায়দরাবাদে রাজমিস্ত্রির কাজ করতেন ।

হুগলির পশ্চিমপাড়ায় বাড়ি হায়ার মহম্মদের । লকডাউনের জেরে মার্চ মাসেই কাজ হারিয়েছিলেন । কিছু টাকা দিয়ে ক'দিন চালিয়ে নেন কোনওমতে । লকডাউন ওঠার অপেক্ষায় ছিলেন । কিন্তু দফায় দফায় লকডাউনের মেয়াদ বাড়তে থাকে । শেষে আর ধৈর্য ধরতে পারেননি । ভাইপোকে নিয়ে হেঁটেই বাড়ির পথে রওনা দেন ।

টাকা ফুরিয়ে যাওয়ায় রাস্তায় পর্যাপ্ত খাবারও নিতে পারেননি । দিন পাঁচেক আগে হায়দরাবাদ থেকে যাত্রা শুরু করেন । সোরায় পৌঁছান গতকাল রাতে । সোরোর বেরান্দায় 16 নম্বর জাতীয় সড়কের পাশে একটি দোকানে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা । সকালে দেখা যায়, হায়ার অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন । পরে তাঁর ভাইপো পুলিশে খবর দেন । তড়িঘড়ি ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । হায়ারের ভাইপোকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করছে ওড়িশা পুলিশ।

বালাসোর, 29 মে : হেঁটে হায়দরাবাদ থেকে পশ্চিমবঙ্গে ফিরছিলেন এক পরিযায়ী শ্রমিক । কিন্তু পথেই মৃত্যু হল তাঁর । প্রায় পাঁচদিন ধরে হাঁটতে হাঁটতে ওড়িশার বালাসোর জেলার সোরো এলাকায় রাস্তাতেই আজ লুটিয়ে পড়েন তিনি । পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় । হায়ার মহম্মদ নামে বছর ষাটের ওই শ্রমিক হায়দরাবাদে রাজমিস্ত্রির কাজ করতেন ।

হুগলির পশ্চিমপাড়ায় বাড়ি হায়ার মহম্মদের । লকডাউনের জেরে মার্চ মাসেই কাজ হারিয়েছিলেন । কিছু টাকা দিয়ে ক'দিন চালিয়ে নেন কোনওমতে । লকডাউন ওঠার অপেক্ষায় ছিলেন । কিন্তু দফায় দফায় লকডাউনের মেয়াদ বাড়তে থাকে । শেষে আর ধৈর্য ধরতে পারেননি । ভাইপোকে নিয়ে হেঁটেই বাড়ির পথে রওনা দেন ।

টাকা ফুরিয়ে যাওয়ায় রাস্তায় পর্যাপ্ত খাবারও নিতে পারেননি । দিন পাঁচেক আগে হায়দরাবাদ থেকে যাত্রা শুরু করেন । সোরায় পৌঁছান গতকাল রাতে । সোরোর বেরান্দায় 16 নম্বর জাতীয় সড়কের পাশে একটি দোকানে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা । সকালে দেখা যায়, হায়ার অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন । পরে তাঁর ভাইপো পুলিশে খবর দেন । তড়িঘড়ি ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । হায়ারের ভাইপোকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করছে ওড়িশা পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.