কটক, 2 জুন : আবারও সামনে এল পরিযায়ী শ্রমিকদের করুণ ছবি । দেখা গেল সাইকেলে চড়ে এক দম্পতি সহ মোট 3 জন পরিযায়ী শ্রমিক সাইকেলে বাড়ির উদ্দেশে ফিরছেন । বিষয়টি কয়েকজন সমাজকর্মীর নজরে আসতেই তাঁরা ওই শ্রমিকদের জন্য গাড়ির ব্যবস্থা দেন ।
চন্দন জানা , তাঁর স্ত্রী ও বন্ধু তপন জানা কর্নাটকের বেঙ্গালুরুতে কাজের জন্য থাকতেন । তাঁদের বাড়ি ওড়িশার ভদ্রক জেলার বাসুদেবপুরে । কোরোনার জন্য দেশজুড়ে চলছিল লকডাউন । যার জেরে কাজ হারান তাঁরা । দীর্ঘ 2 মাসেরও বেশি সময় ধরে বন্ধ হয়ে যায় তাঁদের রোজগার । ফলে লকডাউন চলাকালীন চরম আর্থিক সমস্যার মধ্যে পড়েন তাঁরা । এদিকে, লকডাউনের কারণে যানবাহন না চলায় কর্নাটকে আটকে পড়েন তাঁরা । কিন্তু বেঙ্গালুরু থেকে ভদ্রকের দূরত্ব অনেকটাই । তাই সাইকেলের মাধ্যমে রওনা হওয়ার কথা পরিকল্পনা করেন তাঁরা তিন জন । এদিকে সাইকেল কেনারও পর্যাপ্ত অর্থ ছিল না চন্দন বাবুর কাছে । এরপর তাঁর স্ত্রী নিজের মঙ্গলসূত্রটি বিক্রি করে সাইকেল কেনার অর্থ জোগাড় করেতে পরামর্শ দেন তাঁকে । প্রথমে রাজি না হলেও পরে চন্দনবাবুকে হার মানতেই হয় দারিদ্রের কাছে । স্ত্রী-র নেকলেস বিক্রি করে জোগাড় হয় 15 হাজার টাকা । সেই টাকার বিনিময়ে সাইকেল কেনেন তিনি ।
চন্দনবাবু জানান, " আর্থিক সংকটের সময় আমার স্ত্রী নিজের মঙ্গলসূত্র বেচে দিয়ে সাইকেল কেনার কথা বলে । এরপর 10 হাজার টাকা দিয়ে দু'টি সাইকেল কিনে আমরা তিনজন বেঙ্গালুরু থেকে ভদ্রকের জন্য যাত্রা শুরু করি । " ওই সকল সমাজকর্মীরা তাঁদের 3 জনের জন্য খাদ্যসামগ্রী ও পানীয় জলে দিয়ে গাড়ির ব্যবস্থা করে দিয়ে বাড়ি পাঠান ।