ETV Bharat / bharat

আরও শ্রমিক স্পেশাল ট্রেন চালাতে রেলকে সহযোগিতা করুন, মুখ্যসচিবদের চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের - লকডাউন

শ্রমিকদের বাড়ি ফেরাতে ট্রেনের সংখ্যা বাড়াতে হবে । তাই এই বিষয়ে রেলকে সাহায্য করার আবেদন জানিয়ে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবকে চিঠি পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রক ।

Shramik Train
শ্রমিক ট্রেন
author img

By

Published : May 11, 2020, 1:36 PM IST

দিল্লি, 11 মে : বিভিন্ন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের বাড়ি ফেরাতে ট্রেনের সংখ্যা বাড়াতে হবে । তাই এই বিষয়ে ভারতীয় রেলের সঙ্গে সাহায্য করার আবেদন জানিয়ে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবকে চিঠি পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রক ।

গতকাল মন্ত্রী পরিষদ সচিবের সভাপতিত্বে ভিডিয়ো কনফারেন্সে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয় । সেখানে ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের বাড়ি ফেরাতে বাস ও ট্রেনের ব্যবস্থার বিষয়টি পর্যালোচনা করা হয় । পাশাপাশি শ্রমিকদের সড়কপথে বা রেলপথে হেঁটে বাড়ি পৌঁছানোর বিষয়টিও গুরুত্ব সহকারে আলোচনা করা হয় । এরই পরিপ্রেক্ষিতে আজ সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবকে চিঠি পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক । চিঠিতে গতকালের বৈঠকে আলোচিত বিষয়গুলি ফের একবার মনে করিয়ে দেওয়া হয় । একইসঙ্গে যাতে কোনও শ্রমিক সড়কপথে বা রেলপথ দিয়ে হেঁটে বাড়ি পৌঁছানোর চেষ্টা না করেন সেবিষয়টিও সমস্ত রাজ্য সরকারকে নিশ্চিত করতে বলা হয় । চিঠিতে বলা হয়, "যদি কোনও শ্রমিককে রাস্তায় বা রেলপথে হাঁটতে দেখা যায় তাহলে তাঁদের যথাযথভাবে পরামর্শ দিয়ে কাছাকাছি আশ্রয়স্থানে নিয়ে গিয়ে রাখতে হবে । পাশাাপাশি যতদিন না পর্যন্ত তাঁদের বাড়ি পৌঁছে দিতে শ্রমিক ট্রেনের ব্যবস্থা হচ্ছে ততদিন খাবার, জল-সহ সমস্তরকমের সুবিধা প্রদান করতে হবে ।"

ভারতীয় রেলের তরফে 1 মে থেকে এখনও পর্যন্ত শ্রমিকদের জন্য 366 টি বিশেষ ট্রেন চালানো হয়েছে । প্রায় চার লাখ শ্রমিককে 278 টি ট্রেন তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে । এই ট্রেনগুলির মধ্যে 127টি ট্রেন উত্তরপ্রদেশ, 87টি বিহার, 24টি মধ্যপ্রদেশ, 20টি ওড়িশা, 16টি ঝাড়খণ্ড, চারটি রাজস্থান, তিনটি মহারাষ্ট্র, তেলাঙ্গানা ও পশ্চিমবঙ্গে দু'টি করে এবং অন্ধ্রপ্রদেশ ও হিমাচল প্রদেশে একটি করে ট্রেন রওনা দিয়েছে । এখনও এই শ্রমিক স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়াতে চাইছে ভারতীয় রেল । সেকথারই উল্লেখ করে চিঠিতে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারকে ভারতীয় রেলের সঙ্গে সহযোগিতা করতে বলা হয় । চিঠিতে বলা হয়, "বিভিন্ন জায়গায় আটকে থাকা শ্রমিকদের দ্রুত তাঁদের গন্তব্যে পৌঁছে দিতে ভারতীয় রেলকে আরও বেশি সংখ্যায় ট্রেন চালানোর ক্ষেত্রে সহযোগিতা করতে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারকে অনুরোধ করা হচ্ছে ।"

শ্রমিক স্পেশাল ট্রেনগুলিকে কোনওরকম বাধা ছাড়া প্রবেশের অনুমতি দেওয়ার জন্য চিঠিতে আবেদন করা হয় । পাশাপাশি রাজ্যে ফেরার পর নির্দিষ্ট গন্তব্যে তাঁদের পৌঁছে দিতে সবরকমের সুযোগ-সুবিধার ব্যবস্থা করার জন্যও আবেদন করা হয় চিঠিতে ।

ভারতীয় রেলের তরফে শ্রমিকদের জন্য যে বিশেষ ট্রেনগুলি চালানো হচ্ছে তাতে 24 টি কোচ রয়েছে । প্রত্যেকটি কোচে 72 টি করে বসার জায়গা রয়েছে । কিন্তু সামাজিক দূরত্বের বিষয়টি মাথায় রেখে প্রত্যেকটি কোচে 52 জন করে বসার অনুমতি দেওয়া হয়েছে । এই পরিষেবার জন্য রেলওয়ের তরফে কত টাকা খরচ হয়েছে তা এখনও স্পষ্টভাবে ঘোষণা করা হয়নি । তবে, জানা যাচ্ছে প্রতিটি ট্রেন পরিষেবায় প্রায় 80 লাখ টাকা খরচ হচ্ছে ভারতীয় রেলের ।

দিল্লি, 11 মে : বিভিন্ন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের বাড়ি ফেরাতে ট্রেনের সংখ্যা বাড়াতে হবে । তাই এই বিষয়ে ভারতীয় রেলের সঙ্গে সাহায্য করার আবেদন জানিয়ে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবকে চিঠি পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রক ।

গতকাল মন্ত্রী পরিষদ সচিবের সভাপতিত্বে ভিডিয়ো কনফারেন্সে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয় । সেখানে ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের বাড়ি ফেরাতে বাস ও ট্রেনের ব্যবস্থার বিষয়টি পর্যালোচনা করা হয় । পাশাপাশি শ্রমিকদের সড়কপথে বা রেলপথে হেঁটে বাড়ি পৌঁছানোর বিষয়টিও গুরুত্ব সহকারে আলোচনা করা হয় । এরই পরিপ্রেক্ষিতে আজ সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবকে চিঠি পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক । চিঠিতে গতকালের বৈঠকে আলোচিত বিষয়গুলি ফের একবার মনে করিয়ে দেওয়া হয় । একইসঙ্গে যাতে কোনও শ্রমিক সড়কপথে বা রেলপথ দিয়ে হেঁটে বাড়ি পৌঁছানোর চেষ্টা না করেন সেবিষয়টিও সমস্ত রাজ্য সরকারকে নিশ্চিত করতে বলা হয় । চিঠিতে বলা হয়, "যদি কোনও শ্রমিককে রাস্তায় বা রেলপথে হাঁটতে দেখা যায় তাহলে তাঁদের যথাযথভাবে পরামর্শ দিয়ে কাছাকাছি আশ্রয়স্থানে নিয়ে গিয়ে রাখতে হবে । পাশাাপাশি যতদিন না পর্যন্ত তাঁদের বাড়ি পৌঁছে দিতে শ্রমিক ট্রেনের ব্যবস্থা হচ্ছে ততদিন খাবার, জল-সহ সমস্তরকমের সুবিধা প্রদান করতে হবে ।"

ভারতীয় রেলের তরফে 1 মে থেকে এখনও পর্যন্ত শ্রমিকদের জন্য 366 টি বিশেষ ট্রেন চালানো হয়েছে । প্রায় চার লাখ শ্রমিককে 278 টি ট্রেন তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে । এই ট্রেনগুলির মধ্যে 127টি ট্রেন উত্তরপ্রদেশ, 87টি বিহার, 24টি মধ্যপ্রদেশ, 20টি ওড়িশা, 16টি ঝাড়খণ্ড, চারটি রাজস্থান, তিনটি মহারাষ্ট্র, তেলাঙ্গানা ও পশ্চিমবঙ্গে দু'টি করে এবং অন্ধ্রপ্রদেশ ও হিমাচল প্রদেশে একটি করে ট্রেন রওনা দিয়েছে । এখনও এই শ্রমিক স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়াতে চাইছে ভারতীয় রেল । সেকথারই উল্লেখ করে চিঠিতে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারকে ভারতীয় রেলের সঙ্গে সহযোগিতা করতে বলা হয় । চিঠিতে বলা হয়, "বিভিন্ন জায়গায় আটকে থাকা শ্রমিকদের দ্রুত তাঁদের গন্তব্যে পৌঁছে দিতে ভারতীয় রেলকে আরও বেশি সংখ্যায় ট্রেন চালানোর ক্ষেত্রে সহযোগিতা করতে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারকে অনুরোধ করা হচ্ছে ।"

শ্রমিক স্পেশাল ট্রেনগুলিকে কোনওরকম বাধা ছাড়া প্রবেশের অনুমতি দেওয়ার জন্য চিঠিতে আবেদন করা হয় । পাশাপাশি রাজ্যে ফেরার পর নির্দিষ্ট গন্তব্যে তাঁদের পৌঁছে দিতে সবরকমের সুযোগ-সুবিধার ব্যবস্থা করার জন্যও আবেদন করা হয় চিঠিতে ।

ভারতীয় রেলের তরফে শ্রমিকদের জন্য যে বিশেষ ট্রেনগুলি চালানো হচ্ছে তাতে 24 টি কোচ রয়েছে । প্রত্যেকটি কোচে 72 টি করে বসার জায়গা রয়েছে । কিন্তু সামাজিক দূরত্বের বিষয়টি মাথায় রেখে প্রত্যেকটি কোচে 52 জন করে বসার অনুমতি দেওয়া হয়েছে । এই পরিষেবার জন্য রেলওয়ের তরফে কত টাকা খরচ হয়েছে তা এখনও স্পষ্টভাবে ঘোষণা করা হয়নি । তবে, জানা যাচ্ছে প্রতিটি ট্রেন পরিষেবায় প্রায় 80 লাখ টাকা খরচ হচ্ছে ভারতীয় রেলের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.