ETV Bharat / bharat

MGNREGA প্রকল্পে চাহিদা অনুসারে বরাদ্দ হবে : সীতারমন - Ministry of Finance

সাধারণ বাজেটে MGNREGA প্রকল্পে আর্থিক বরাদ্দ কমানো নিয়ে অর্থমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "বরাদ্দ অর্থের কতটা ব্যবহার হচ্ছে সেই অনুযায়ী বরাদ পালটানো হবে ৷"

Nirmala Sitaraman
নির্মলা সীতারমন
author img

By

Published : Feb 16, 2020, 10:02 PM IST

হায়দরাবাদ, 16 ফেব্রুয়ারি : MGNREGA প্রকল্পে চাহিদা অনুসারে কাজ হয় ৷ চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে প্রকল্পের বণ্টনেও পরিবর্তন হবে ৷ আজ এই কথাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷

চলতি অর্থবর্ষের সাধারণ বাজেটে MGNREGA প্রকল্পে আর্থিক বরাদ্দ কম হওয়া নিয়ে ETV ভারতের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী জানান, "2019-এর বাজেট প্রস্তাবনার তুলনায় 2020 সালের প্রস্তাবনায় কোনও প্রকল্পেই আর্থিক বরাদ্দ কমানো হয়নি ৷ চাহিদা অনুসারে MGNREGA প্রকল্পে আর্থিক বরাদ্দ হয় ৷ চাহিদা বাড়লে সেই অনুযায়ী কাজ করা হবে ৷" তিনি আরও বলেন, "বরাদ্দ অর্থের কতটা ব্যবহার হচ্ছে সেই অনুযায়ী বরাদ বাড়ানো হবে ৷"

2019-20 আর্থিক বছরের বাজেট অনুসারে, MGNREGA প্রকল্পে মোট বরাদ্দ ছিল 71 হাজার কোটি টাকা এবং 2020-21 অর্থবর্ষের জন্য সাড়ে 61 হাজার কোটি টাকা বরাদ্দ হওয়ার কথা ৷ অর্থাৎ, 2020-21 অর্থবর্ষের জন্য সাড়ে আট হাজার কোটি টাকা কম বরাদ্দ করা হয়েছে ৷

NREGA প্রকল্পের উপর নির্ভর করে দেশের গ্রামাঞ্চলের প্রায় 13 কোটি পরিবারের পেট চলে ৷ এই বিষয়ের উপর অর্থমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি অর্থমন্ত্রকের ব্যয়সচিব টি ভি সোমনাথনকে বিস্তারিত তথ্য জানানোর জন্য বলেন ৷

টি ভি সোমনাথন জানিয়েছেন, "2019-20 অর্থবর্ষে গ্রামোন্নয়ন মন্ত্রকের জন্য মোট 1 লাখ 17 হাজার 647 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল ৷ 2020-21 অর্থবর্ষের জন্য এই বরাদ্দ হয়েছে 1 লাখ 20 হাজার 147 কোটি ৷ যার মধ্যে শুধু NREGA প্রকল্পেই 2019-20 অর্থবর্ষে দেওয়া হয়েছিল 60 হাজার কোটি টাকা ৷ এবছর তা সাড়ে 61 হাজার কোটি টাকা করার প্রস্তাব গ্রহণ করা হয়েছে ৷"

হায়দরাবাদ, 16 ফেব্রুয়ারি : MGNREGA প্রকল্পে চাহিদা অনুসারে কাজ হয় ৷ চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে প্রকল্পের বণ্টনেও পরিবর্তন হবে ৷ আজ এই কথাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷

চলতি অর্থবর্ষের সাধারণ বাজেটে MGNREGA প্রকল্পে আর্থিক বরাদ্দ কম হওয়া নিয়ে ETV ভারতের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী জানান, "2019-এর বাজেট প্রস্তাবনার তুলনায় 2020 সালের প্রস্তাবনায় কোনও প্রকল্পেই আর্থিক বরাদ্দ কমানো হয়নি ৷ চাহিদা অনুসারে MGNREGA প্রকল্পে আর্থিক বরাদ্দ হয় ৷ চাহিদা বাড়লে সেই অনুযায়ী কাজ করা হবে ৷" তিনি আরও বলেন, "বরাদ্দ অর্থের কতটা ব্যবহার হচ্ছে সেই অনুযায়ী বরাদ বাড়ানো হবে ৷"

2019-20 আর্থিক বছরের বাজেট অনুসারে, MGNREGA প্রকল্পে মোট বরাদ্দ ছিল 71 হাজার কোটি টাকা এবং 2020-21 অর্থবর্ষের জন্য সাড়ে 61 হাজার কোটি টাকা বরাদ্দ হওয়ার কথা ৷ অর্থাৎ, 2020-21 অর্থবর্ষের জন্য সাড়ে আট হাজার কোটি টাকা কম বরাদ্দ করা হয়েছে ৷

NREGA প্রকল্পের উপর নির্ভর করে দেশের গ্রামাঞ্চলের প্রায় 13 কোটি পরিবারের পেট চলে ৷ এই বিষয়ের উপর অর্থমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি অর্থমন্ত্রকের ব্যয়সচিব টি ভি সোমনাথনকে বিস্তারিত তথ্য জানানোর জন্য বলেন ৷

টি ভি সোমনাথন জানিয়েছেন, "2019-20 অর্থবর্ষে গ্রামোন্নয়ন মন্ত্রকের জন্য মোট 1 লাখ 17 হাজার 647 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল ৷ 2020-21 অর্থবর্ষের জন্য এই বরাদ্দ হয়েছে 1 লাখ 20 হাজার 147 কোটি ৷ যার মধ্যে শুধু NREGA প্রকল্পেই 2019-20 অর্থবর্ষে দেওয়া হয়েছিল 60 হাজার কোটি টাকা ৷ এবছর তা সাড়ে 61 হাজার কোটি টাকা করার প্রস্তাব গ্রহণ করা হয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.