ETV Bharat / bharat

1 সেপ্টেম্বর থেকে চালু হতে পারে মেট্রো পরিষেবা - মেট্রো রেল পরিষেবা

পরিস্থিতি বিচার করে 1 সেপ্টেম্বর থেকে চালু করা হতে পারে মেট্রো রেল পরিষেবা । তবে স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান আগের মতোই বন্ধ থাকবে ।

ছবি
ছবি
author img

By

Published : Aug 24, 2020, 6:24 PM IST

Updated : Aug 24, 2020, 8:16 PM IST

দিল্লি, 24 অগাস্ট : 1 সেপ্টেম্বর থেকে চালু করা হতে পারে মেট্রো রেল পরিষেবা । তবে স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান আগের মতোই বন্ধ থাকবে । স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে একথা জানা গেছে ।

আরও কিছু ক্ষেত্রে শিথিল হচ্ছে নিয়ম । এতদিন পর্যন্ত বন্ধ ছিল বারগুলি । তবে আনলকের চতুর্থ পর্যায়ে বারগুলিকে খোলার অনুমতি দেওয়া হতে পারে বলে জানা গেছে । তবে বারে বসে মদ্যপান করা যাবে না । শুধুমাত্র বারগুলির বাইরের কাউন্টার থেকে মদ বিক্রি করার অনুমতি দেওয়া হতে পারে বলে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর ।

কোরোনা পরিস্থিতি মোকাবিলায় মার্চ মাস থেকে বন্ধ রয়েছে মেট্রো রেল পরিষেবা । এবার আনলকের চতুর্থ পর্যায়ে মেট্রো রেল পরিষেবা পুনরায় চালু হওয়ার সবুজ সংকেত মিলতে পারে বলে খবর । স্বরাষ্ট্রমন্ত্রকের ওই সূত্র আরও জানিয়েছে, মেট্রো পরিষেবা চালু করার বিষয়ে কী কী সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ।

সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রের কাছে আবেদন করেছিলেন, দিল্লিতে ধাপে ধাপে মেট্রো পরিষেবা চালু করার জন্য । কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিলেন, "রাজধানীর কোরোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে চলে এসেছে । পরীক্ষামূলকভাবে দিল্লির মেট্রো পরিষেবা ধাপে ধাপে চালু করা যেতে পারে ।"

এর আগে আনলকের তৃতীয় পর্যায়ে নাইট কারফিউ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র । জিম ও যোগ প্রশিক্ষণকেন্দ্রগুলিও খুলে গেছিল 5 অগাস্ট থেকে । এবার আনলকের চতুর্থ পর্যায়ে মেট্রো রেল পরিষেবা চালুর করার পথে হাঁটতে চলেছে কেন্দ্র ।

দিল্লি, 24 অগাস্ট : 1 সেপ্টেম্বর থেকে চালু করা হতে পারে মেট্রো রেল পরিষেবা । তবে স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান আগের মতোই বন্ধ থাকবে । স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে একথা জানা গেছে ।

আরও কিছু ক্ষেত্রে শিথিল হচ্ছে নিয়ম । এতদিন পর্যন্ত বন্ধ ছিল বারগুলি । তবে আনলকের চতুর্থ পর্যায়ে বারগুলিকে খোলার অনুমতি দেওয়া হতে পারে বলে জানা গেছে । তবে বারে বসে মদ্যপান করা যাবে না । শুধুমাত্র বারগুলির বাইরের কাউন্টার থেকে মদ বিক্রি করার অনুমতি দেওয়া হতে পারে বলে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর ।

কোরোনা পরিস্থিতি মোকাবিলায় মার্চ মাস থেকে বন্ধ রয়েছে মেট্রো রেল পরিষেবা । এবার আনলকের চতুর্থ পর্যায়ে মেট্রো রেল পরিষেবা পুনরায় চালু হওয়ার সবুজ সংকেত মিলতে পারে বলে খবর । স্বরাষ্ট্রমন্ত্রকের ওই সূত্র আরও জানিয়েছে, মেট্রো পরিষেবা চালু করার বিষয়ে কী কী সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ।

সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রের কাছে আবেদন করেছিলেন, দিল্লিতে ধাপে ধাপে মেট্রো পরিষেবা চালু করার জন্য । কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিলেন, "রাজধানীর কোরোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে চলে এসেছে । পরীক্ষামূলকভাবে দিল্লির মেট্রো পরিষেবা ধাপে ধাপে চালু করা যেতে পারে ।"

এর আগে আনলকের তৃতীয় পর্যায়ে নাইট কারফিউ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র । জিম ও যোগ প্রশিক্ষণকেন্দ্রগুলিও খুলে গেছিল 5 অগাস্ট থেকে । এবার আনলকের চতুর্থ পর্যায়ে মেট্রো রেল পরিষেবা চালুর করার পথে হাঁটতে চলেছে কেন্দ্র ।

Last Updated : Aug 24, 2020, 8:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.