দিল্লি, 1 ফেব্রুয়ারি: দিল্লি পুলিশের সুরক্ষা বাড়াতে আসছে নয়া অস্ত্র আর বর্ম৷ পরিস্থিতি মোকাবিলা এবং হামলাকারীদের সামলাতে এবার থেকে ডান্ডা থাকবে উর্দিধারীদের হাতেও৷ দিল্লি পুলিশের সূত্র মারফত একটি ছবি প্রকাশ্য়ে এসেছে৷ তাতে দেখা যাচ্ছে, রাজধানীর রাজপথের ধারেই সারি বেঁধে দাঁড়িয়ে রয়েছেন পুলিশকর্মীরা৷ উঁচিয়ে রেখেছেন লোহার রড৷ হাতের বেশ খানিকটা অংশ ঢাকা রয়েছে ধাতুর তৈরি বর্মে৷
সম্প্রতি সিঙ্ঘু সীমানায় আন্দোলনরত কৃষক ও গুন্ডাদের ঝামেলার মাঝে পড়ে যান এক পুলিশকর্মী৷ তরোয়ালের ঘায়ে গুরুতর আহত হন তিনি৷ এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই দিল্লি পুলিশের হাতে লাঠির বদলে লোহার রড তুলে দেওয়া হয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের৷ তবে এ নিয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে পুলিশের তরফে কোনও ঘোষণা করা হয়নি৷
আরও খবর: গাজ়িপুরে আরও বাড়ানো হল নিরাপত্তা
এদিকে, দিল্লির সীমানায় এখনও বন্ধ ইন্টরনেট পরিষেবা৷ আগেই দিল্লি-হরিয়ানার সিঙ্ঘু ও টিকরি সীমানা এবং দিল্লি-উত্তরপ্রদেশের গাজিপুর সীমানায় দু’দিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার৷ সেই সিদ্ধান্ত আরও দু’দিনের জন্য বর্ধিত করার নির্দেশ দিল কেন্দ্র৷ দিল্লি পুলিশের আবেদন মেনেই এই পদক্ষেপ বলে দাবি৷ সূত্রের খবর, দিল্লির সীমানা ও লাগোয়া এলাকাগুলিতে আইন-শৃঙ্খলা বজায় রাখতেই এই প্রস্তাব দিয়েছিল দিল্লি পুলিশ৷ সেই অনুযায়ী, 31 জানুয়ারি রাত 11টার বদলে 2 ফেব্রুয়ারি রাত 11টা পর্যন্ত দিল্লির সীমানায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷