ETV Bharat / bharat

সতর্কতামূলক ব্যবস্থা, আটক মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লা - jammu and jkashmir

আটক করা হল জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাকে । তাঁদের নিকটবর্তী সরকারি গেস্ট হাউজ়ে নিয়ে যাওয়া হয়েছে ।

মেহবুবা মুফতি, ওমর আবদুল্লা
author img

By

Published : Aug 5, 2019, 9:15 PM IST

Updated : Aug 5, 2019, 11:35 PM IST

শ্রীনগর, 5 অগাস্ট : জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পরেই আটক করা হল জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাকে । তাঁদের নিকটবর্তী সরকারি গেস্ট হাউজ়ে নিয়ে যাওয়া হয়েছে । গতরাতেই টুইট করে মেহবুবা মুফতি ও রাজ্যের অপর প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা দাবি করেন যে তাঁদের গৃহবন্দী করে রাখা হয়েছে । আজ শ্রীনগরের ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের নির্দেশনামায় লেখা যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁদের আটক করা হয়েছে । এছাড়া সজ্জাদ লোনকেও আটক করা হয়েছে বলে খবর ।

আরও পড়ুন : জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার 370 ধারা

গতকাল দিল্লিতে দিনভর দফায় দফায় বৈঠক করতে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৷ আর রাত বাড়তেই একাধিক পদক্ষেপ করে জম্মু ও কাশ্মীর প্রশাসন ৷ শ্রীনগর জেলায় ও জম্মুতে 144 ধারা জারি করা হয় ৷ বেশ কিছু এলাকায় মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : ভারতীয় গণতন্ত্রের কালো দিন, এই সিদ্ধান্ত অসাংবিধানিক ; টুইট মেহবুবার

গতরাতে জম্মুর ডেপুটি কমিশনার সুষমা চৌহান জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব স্কুল, কলেজ, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে ৷ মধ্যরাত থেকেই শ্রীনগর জেলায় অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করে রাজ্য প্রশাসন ৷ নিষেধাজ্ঞা চাপানো হয়েছে যে কোনও ধরনের সমাবেশ ও মিছিলের উপর ৷

আজ রাজ্যসভায় 370 ধারা প্রত্যাহারের রাষ্ট্রপতির নির্দেশনামা পড়ে শোনানোর কিছুক্ষণের মধ্যেই টুইট করে আজকের দিনকে 'গণতন্ত্রের কালো দিন' অভিহিত করেন মেহবুবা মুফতি । তিনি লেখেন, "370 ধারা বিলোপ অসাংবিধানিক ও বেআইনি ৷ রাজ্যের মানুষকে ভয় দেখিয়ে জম্মু-কাশ্মীর দখল করতে চায় কেন্দ্র ৷"

শ্রীনগর, 5 অগাস্ট : জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পরেই আটক করা হল জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাকে । তাঁদের নিকটবর্তী সরকারি গেস্ট হাউজ়ে নিয়ে যাওয়া হয়েছে । গতরাতেই টুইট করে মেহবুবা মুফতি ও রাজ্যের অপর প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা দাবি করেন যে তাঁদের গৃহবন্দী করে রাখা হয়েছে । আজ শ্রীনগরের ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের নির্দেশনামায় লেখা যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁদের আটক করা হয়েছে । এছাড়া সজ্জাদ লোনকেও আটক করা হয়েছে বলে খবর ।

আরও পড়ুন : জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার 370 ধারা

গতকাল দিল্লিতে দিনভর দফায় দফায় বৈঠক করতে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৷ আর রাত বাড়তেই একাধিক পদক্ষেপ করে জম্মু ও কাশ্মীর প্রশাসন ৷ শ্রীনগর জেলায় ও জম্মুতে 144 ধারা জারি করা হয় ৷ বেশ কিছু এলাকায় মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : ভারতীয় গণতন্ত্রের কালো দিন, এই সিদ্ধান্ত অসাংবিধানিক ; টুইট মেহবুবার

গতরাতে জম্মুর ডেপুটি কমিশনার সুষমা চৌহান জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব স্কুল, কলেজ, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে ৷ মধ্যরাত থেকেই শ্রীনগর জেলায় অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করে রাজ্য প্রশাসন ৷ নিষেধাজ্ঞা চাপানো হয়েছে যে কোনও ধরনের সমাবেশ ও মিছিলের উপর ৷

আজ রাজ্যসভায় 370 ধারা প্রত্যাহারের রাষ্ট্রপতির নির্দেশনামা পড়ে শোনানোর কিছুক্ষণের মধ্যেই টুইট করে আজকের দিনকে 'গণতন্ত্রের কালো দিন' অভিহিত করেন মেহবুবা মুফতি । তিনি লেখেন, "370 ধারা বিলোপ অসাংবিধানিক ও বেআইনি ৷ রাজ্যের মানুষকে ভয় দেখিয়ে জম্মু-কাশ্মীর দখল করতে চায় কেন্দ্র ৷"

New Delhi, Aug 05 (ANI): Bharatiya Janata Party's Member of Parliament from Ladakh, Jamyang Tsering Namgyal, welcomed the scrapping of Article 370 and Ladakh getting a UT status in the Rajya Sabha by Home Minister Amit Shah on Monday. "I welcome the Bill on behalf of everyone in Ladakh. People there wanted the region to be a Union Territory. People in Ladakh wanted that the region be freed from the dominance and discrimination of Kashmir, that is happening today," said Jamyang Tsering Namgyal outside the Parliament. BJP MP Jamyang Tsering Namgyal also slammed the regional parties of Jammu and Kashmir and said that they are just running their family business.
Last Updated : Aug 5, 2019, 11:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.