শ্রীনগর, 5 অগাস্ট : জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পরেই আটক করা হল জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাকে । তাঁদের নিকটবর্তী সরকারি গেস্ট হাউজ়ে নিয়ে যাওয়া হয়েছে । গতরাতেই টুইট করে মেহবুবা মুফতি ও রাজ্যের অপর প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা দাবি করেন যে তাঁদের গৃহবন্দী করে রাখা হয়েছে । আজ শ্রীনগরের ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের নির্দেশনামায় লেখা যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁদের আটক করা হয়েছে । এছাড়া সজ্জাদ লোনকেও আটক করা হয়েছে বলে খবর ।
আরও পড়ুন : জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার 370 ধারা
গতকাল দিল্লিতে দিনভর দফায় দফায় বৈঠক করতে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৷ আর রাত বাড়তেই একাধিক পদক্ষেপ করে জম্মু ও কাশ্মীর প্রশাসন ৷ শ্রীনগর জেলায় ও জম্মুতে 144 ধারা জারি করা হয় ৷ বেশ কিছু এলাকায় মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন : ভারতীয় গণতন্ত্রের কালো দিন, এই সিদ্ধান্ত অসাংবিধানিক ; টুইট মেহবুবার
গতরাতে জম্মুর ডেপুটি কমিশনার সুষমা চৌহান জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব স্কুল, কলেজ, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে ৷ মধ্যরাত থেকেই শ্রীনগর জেলায় অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করে রাজ্য প্রশাসন ৷ নিষেধাজ্ঞা চাপানো হয়েছে যে কোনও ধরনের সমাবেশ ও মিছিলের উপর ৷
আজ রাজ্যসভায় 370 ধারা প্রত্যাহারের রাষ্ট্রপতির নির্দেশনামা পড়ে শোনানোর কিছুক্ষণের মধ্যেই টুইট করে আজকের দিনকে 'গণতন্ত্রের কালো দিন' অভিহিত করেন মেহবুবা মুফতি । তিনি লেখেন, "370 ধারা বিলোপ অসাংবিধানিক ও বেআইনি ৷ রাজ্যের মানুষকে ভয় দেখিয়ে জম্মু-কাশ্মীর দখল করতে চায় কেন্দ্র ৷"