পটনা, 23 জুলাই : কোরোনা পরিস্থিতিতে বিহার প্রশাসনের উদাসীনতার আরও একটি ঘটনা প্রকাশ্যে এল । কোরোনা আক্রান্ত বাবার মৃতদেহ আগলে 11 ঘণ্টা অপেক্ষা করতে হল পরিবারকে । বিহারের পটনার ঘটনা ।
চিকিৎসকের পরামর্শে 50 বছর বয়েসী কোরোনা আক্রান্ত ওই রোগীর চিকিৎসা চলছিল বাড়িতেই । আজ সকালেই তিনি মারা যান । এরপরই পরিবারের তরফে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বার বার ফোন করা হয় মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য । কিন্তু অভিযোগ, কোনও মেডিকেল টিম পাঠানো হয়নি । প্রায় 11 ঘণ্টা বাড়িতেই পড়েছিল মৃতদেহ । পরে অ্যাম্বুলেন্স এলেও আসেনি কোনও মেডিকেল টিম । পরিবারের আরও অভিযোগ এমনকী অ্যাম্বুলেন্স চালকের গায়ে ছিল না কোনও PPE কিট ।
শেষে ওই ব্যক্তির দুই ছেলে নিজেরাই PPE কিটের ব্যবস্থা করেন । নিজেরাই বাবার মৃতদেহ অ্যাম্বুলেন্সে তোলেন । বলেন, "আমরা আধিকারিকদের ফোন করে করে হাঁপিয়ে গেছিলাম । কিন্তু কেউ আমাদের কোনও সাহায্য করতে এগিয়ে আসেনি । অনেক ঘণ্টা পেরিয়ে যাওয়ায় মৃতদেহ থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে দিয়েছিল । আমাদের বাড়িও জীবাণুমুক্ত করা হয়নি ।