দিল্লি, 2 নভেম্বর : সমাজবাদী পার্টির প্রার্থীকে হারাতে উত্তরপ্রদেশে নির্বাচনে প্রয়োজনে BJP-কে সমর্থন করবেন । এমনই মন্তব্য করেছিলেন BSP প্রধান মায়াবতী । পরে তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হলে নিজের মন্তব্যের সাফাই দেন তিনি । বলেন, প্রয়োজনে রাজনীতি থেকে অবসর নেবেন । কিন্তু, BJP-কে সমর্থন করবেন না ।
গতকাল মায়াবতী বলেছিলেন, সমাজবাদী পার্টিকে হারাতে তিনি যে কোনও দলকে সমর্থন করতে রাজি আছেন । দলিত বিরুদ্ধ কাজের জন্য এই সিদ্ধান্ত বলে মায়াবতী স্পষ্ট করেন । আজ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে BSP প্রধান বলেন, “কংগ্রেস এবং SP আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করতে চাইছে । মুসলিম ভোট যাতে BSP-র ঝুলিতে না পড়ে তার জন্য তারা এই ধরনের কাজ করছে ।” তবে BSP-র একটি ভিডিয়ো দেখিয়ে BJP প্রচার চালাচ্ছে । সেটাও তিনি মেনে নিতে পারেননি । তিনি আরও দাবি করেন, "BSP- BJP'র সময় উত্তরপ্রদেশে কখনও সাম্প্রদায়িক সংঘর্ষ বাঁধেনি । কিন্তু কংগ্রেস-সমাজবাদী পার্টির সময় এই ধরনের ঘটনা ঘটেছে ।