দিল্লি, 2 এপ্রিল : জনগণের ইচ্ছেকে মর্যাদা দিতে মূর্তিগুলি তৈরি করা হয়েছিল। আজ সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় জানিয়েছেন BSP (বহুজন সমাজবাদী পার্টি) সুপ্রিমো মায়াবতী। সরকারি কোষাগারের টাকা শিক্ষাখাতে না স্বাস্থ্যখাতে খরচ করা হবে তা ঠিক করে দেওয়ার এক্তিয়ার সুপ্রিম কোর্টের নেই। আজ হলফনামায় একথাও উল্লেখ করেছেন মায়াবতী।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন লখনউ এবং নয়ডায় একাধিক পার্কে জনগণের ট্যাক্সের টাকায় নিজের ও নিজের মেন্টরের মূর্তি বসিয়েছিলেন মায়াবতী। সেইসঙ্গে দলীয় প্রতীক হাতির মূর্তিও বসিয়েছিলেন। সরকারি কোষাগারের টাকায় এইভাবে নিজের বা দলীয় প্রতীকের মূর্তি বানানো যায় না। মায়বতী সরকারের বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক আইনজীবী। সেই মামলার শুনানি চলাকালীন গত ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়েছিলেন, মূর্তি তৈরি করতে মোট যে পরিমাণ টাকা খরচ হয়েছে তার সবটাই রাজ্য সরকারের কোষাগারে ফেরত দিতে হবে মায়াবতী ও তাঁর দলকে। তবে এই বিষয়ে চূড়ান্ত রায় দানের আগে কোর্টের তরফে একবার এই বিষয়ে মায়াবতীর বক্তব্য জানতে চাওয়া হয়েছিল।
এই অভিযোগের উত্তরে মায়াবতী জানান, রাজ্য বিধানসভায় একজন দলিত মহিলাকে সম্মান প্রদর্শন করার উদ্দেশ্যে তাঁর মূর্তি তৈরি হয়েছে। কী করে তিনি বিধানসভার এই ইচ্ছের বিরোধিতা করতে পারেন। নিজের সাফাই দিয়ে তিনি আরও বলেন, "উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন মূর্তির জন্য রাজ্য বাজেটে অর্থ বরাদ্দ করা হয়েছিল।" তিনি অভিযোগ করেন, শুধু দলিত নেতাদের মূর্তি নিয়েই প্রশ্নচিহ্ন ওঠে। কিন্তু কংগ্রেস বা BJP-র ক্ষেত্রে সরকারি টাকায় মূর্তি তৈরি নিয়ে কেউ কিছু বলেন না। উদাহরণ হিসাবে তিনি ইন্দিরা গান্ধি, রাজীব গান্ধি, সর্দার বল্লভভাই, শিবাজি, NTR রামা রাও এবং জয়ললিতার নাম উল্লেখ করেন।