ETV Bharat / bharat

মাসুদ নিয়ে ভারতের উদ্বেগ বুঝি, সমস্যা মিটবে; বললেন চিনা রাষ্ট্রদূত

মাসুদকে সমস্যার শিগগিরই সমাধান হবে। জানালেন চিনের রাষ্ট্রদূত লুও ঝাওহুই

author img

By

Published : Mar 17, 2019, 8:36 PM IST

মাসুদ আজ়হার

দিল্লি, ১৭ মার্চ : মাসুদ আজ়হার নিয়ে ভারতের উদ্বেগ চিন বোঝে। এই সমস্যার শিগগিরই সমাধান হবে। জানালেন চিনের রাষ্ট্রদূত লুও ঝাওহুই(Luo Zhaohui)। জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজ়হারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার জন্য একাধিকবার রাষ্ট্রসংঘে দাবি জানিয়েছিল ভারত। কিন্তু, প্রতিবারই চিন ভেটো দিয়ে তা আটকে দিয়েছে।

চিনের রাষ্ট্রদূত বলেন, "আমাদের বিশ্বাস করুন। মাসুদ আজ়হারের বিষয়টি মিটে যাবে। পদ্ধতিগত কারণে ভারতের প্রস্তাবটি স্থগিত করা হয়েছে। তবে চিন ভারতের এই উদ্বেগ বোঝে। আশা করা যায় সমস্যা মিটে যাবে।"

২৬ ফেব্রুয়ারি, পুলওয়ামায় CRPF কনভয়ে আত্মঘাতী হামলা চালায় জইশ জঙ্গি। হামলার দায় স্বীকার করে জইশ-ই-মহম্মদ। হামলার মূলচক্রী হিসেবে নাম উঠে আসে জইশ প্রধান মাসুদ আজ়হারের। মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করার জন্য রাষ্ট্রসংঘে একাধিকবার প্রস্তাব তোলে ভারত। কিন্তু, প্রতিবারই তা চিনের বাধায় আটকে যায়। তবে পুলওয়ামায় হামলার পর মাসুদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ফ্রান্স।

দিল্লি, ১৭ মার্চ : মাসুদ আজ়হার নিয়ে ভারতের উদ্বেগ চিন বোঝে। এই সমস্যার শিগগিরই সমাধান হবে। জানালেন চিনের রাষ্ট্রদূত লুও ঝাওহুই(Luo Zhaohui)। জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজ়হারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার জন্য একাধিকবার রাষ্ট্রসংঘে দাবি জানিয়েছিল ভারত। কিন্তু, প্রতিবারই চিন ভেটো দিয়ে তা আটকে দিয়েছে।

চিনের রাষ্ট্রদূত বলেন, "আমাদের বিশ্বাস করুন। মাসুদ আজ়হারের বিষয়টি মিটে যাবে। পদ্ধতিগত কারণে ভারতের প্রস্তাবটি স্থগিত করা হয়েছে। তবে চিন ভারতের এই উদ্বেগ বোঝে। আশা করা যায় সমস্যা মিটে যাবে।"

২৬ ফেব্রুয়ারি, পুলওয়ামায় CRPF কনভয়ে আত্মঘাতী হামলা চালায় জইশ জঙ্গি। হামলার দায় স্বীকার করে জইশ-ই-মহম্মদ। হামলার মূলচক্রী হিসেবে নাম উঠে আসে জইশ প্রধান মাসুদ আজ়হারের। মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করার জন্য রাষ্ট্রসংঘে একাধিকবার প্রস্তাব তোলে ভারত। কিন্তু, প্রতিবারই তা চিনের বাধায় আটকে যায়। তবে পুলওয়ামায় হামলার পর মাসুদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ফ্রান্স।


Gurugram, Mar 16 (ANI): While talking to ANI, Indian wicket-keeper batsman Rishabh Pant on his comparison with MS Dhoni said, "I'm not thinking about it too much because as a player, I want to learn from him. He is a legend and I don't want people to compare. I'm close to him also, I talk to him about everything and how I improve my game on and off the field".

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.