ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে ফের পথ দুর্ঘটনা, বাস উলটে আহত পশ্চিমবঙ্গের 15 শ্রমিক - পরিযায়ী শ্রমিক

উত্তরপ্রদেশে ফের শ্রমিকবাহী একটি বাস পথ দুর্ঘটনার মুখে পড়ে । বাসটি উত্তরপ্রদেশের নবাবগঞ্জের কাছে উলটে যায় । ঘটনায় আহত হন পশ্চিমবঙ্গের 15 জন শ্রমিক ।

Uttar Pradesh
উত্তরপ্রদেশে
author img

By

Published : May 23, 2020, 8:57 AM IST

প্রয়াগরাজ(উত্তরপ্রদেশ), 23 মে : উত্তরপ্রদেশে একের পর এক পথ দুর্ঘটনার কবলে পড়ছে শ্রমিকবাহী গাড়ি । গতরাতেও শ্রমিকবাহী একটি বাস পথ দুর্ঘটনার মুখে পড়ে । বাসটি উত্তরপ্রদেশের নবাবগঞ্জের কাছে উলটে যায় । ঘটনায় আহত হন পশ্চিমবঙ্গের 15 জন শ্রমিক ।

বাসটিতে 30 জন শ্রমিক ছিলেন । তাঁরা রাজস্থান থেকে পশ্চিমবঙ্গে ফিরছিলেন । মাঝপথে উত্তরপ্রদেশের নবাবগঞ্জে বাসটি উলটে যায় । আহতদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে । বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসাধীন চলছে ।

উত্তরপ্রদেশের অউরিয়ায় 26 জন শ্রমিকের মৃত্যুর পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দিয়েছিলেন, কোনও শ্রমিক যাতে হেঁটে বা লরিতে করে নিজেদের রাজ্যের উদ্দেশে রওনা না দেন তা নিশ্চিত করতে । পাশাপাশি তাঁদের জন্য বাসের ব্যবস্থা করতে বলেছিলেন । কিন্তু তারপরেও উত্তরপ্রদেশে একের পর এক পথ দুর্ঘটনার শিকার হচ্ছেন শ্রমিকরা ।

প্রয়াগরাজ(উত্তরপ্রদেশ), 23 মে : উত্তরপ্রদেশে একের পর এক পথ দুর্ঘটনার কবলে পড়ছে শ্রমিকবাহী গাড়ি । গতরাতেও শ্রমিকবাহী একটি বাস পথ দুর্ঘটনার মুখে পড়ে । বাসটি উত্তরপ্রদেশের নবাবগঞ্জের কাছে উলটে যায় । ঘটনায় আহত হন পশ্চিমবঙ্গের 15 জন শ্রমিক ।

বাসটিতে 30 জন শ্রমিক ছিলেন । তাঁরা রাজস্থান থেকে পশ্চিমবঙ্গে ফিরছিলেন । মাঝপথে উত্তরপ্রদেশের নবাবগঞ্জে বাসটি উলটে যায় । আহতদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে । বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসাধীন চলছে ।

উত্তরপ্রদেশের অউরিয়ায় 26 জন শ্রমিকের মৃত্যুর পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দিয়েছিলেন, কোনও শ্রমিক যাতে হেঁটে বা লরিতে করে নিজেদের রাজ্যের উদ্দেশে রওনা না দেন তা নিশ্চিত করতে । পাশাপাশি তাঁদের জন্য বাসের ব্যবস্থা করতে বলেছিলেন । কিন্তু তারপরেও উত্তরপ্রদেশে একের পর এক পথ দুর্ঘটনার শিকার হচ্ছেন শ্রমিকরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.