ETV Bharat / bharat

পাকিস্তানে কারতারপুর সাহিব গুরুদ্বারে যেতে রাজি হয়েছেন মনমোহন : অমরিন্দর - মনমোহন সিং

পাকিস্তানে কারতারপুর সাহিব গুরুদ্বারে যেতে রাজি হয়েছেন মনমোহন সিং ৷ জানালেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ৷

অমরিন্দর
author img

By

Published : Oct 3, 2019, 6:02 PM IST

দিল্লি, 3 অক্টোবর : গুরু নানকের জন্মদিনে পাকিস্তানের কারতারপুর সাহিব গুরুদ্বারে যেতে রাজি হয়েছেন মনমোহন সিং ৷ আজ একথা জানান পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ৷ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ তাঁরা "রাজ্য সরকারের আমন্ত্রণ" গ্রহণ করেছেন বলে জানান পঞ্জাবের মুখ্যমন্ত্রী ৷

আজ সকালে দিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ৷ সাক্ষাতের পর অমরিন্দর জানান, তাঁর আমন্ত্রণে রাজি হয়েছেন মনমোহন ৷ পরে সে কথা টুইট করেও জানান অমরিন্দরের মিডিয়া উপদেষ্টা রবীন ঠুকরাল ৷ তিনি লেখেন, "শ্রী কারতারপুর গুরুদ্বারের প্রথম জাঠায় অংশ নেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷ সুলতানপুরের লোধিতে মূল অনুষ্ঠানেও যাবেন তিনি ৷"

Ramnath Kovind
রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক

এদিকে এক সরকারি মুখপাত্র জানান, অনুষ্ঠানের যাবতীয় তথ্য প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে জানানো হয়েছে ৷ তাঁদের সুবিধামতো দুটি অনুষ্ঠানেই উপস্থিত থাকার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী ৷ পরে একটি বিবৃতি জারি করে বলা হয়, "গুরুনানক সাহিবের জন্মভিটেতে যাওয়ার জন্য বিশেষ সর্বদল জাঠাকে রাজনৈতিক ছাড়পত্র দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷"

উল্লেখ্য, গত সপ্তাহেই পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানিয়েছিলেন, কারতারপুর করিডরের উদ্বোধনী অনু্ষ্ঠান মনমোহনকে আমন্ত্রণ জানানো হবে ৷ যদিও তাঁর অফিসের তরফে জানানো হয়, পাকিস্তানের তরফে এরকম যে কোনও আমন্ত্রণ ফিরিয়ে দেওয়া হবে ৷

Narendra Modi
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের

দিল্লি, 3 অক্টোবর : গুরু নানকের জন্মদিনে পাকিস্তানের কারতারপুর সাহিব গুরুদ্বারে যেতে রাজি হয়েছেন মনমোহন সিং ৷ আজ একথা জানান পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ৷ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ তাঁরা "রাজ্য সরকারের আমন্ত্রণ" গ্রহণ করেছেন বলে জানান পঞ্জাবের মুখ্যমন্ত্রী ৷

আজ সকালে দিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ৷ সাক্ষাতের পর অমরিন্দর জানান, তাঁর আমন্ত্রণে রাজি হয়েছেন মনমোহন ৷ পরে সে কথা টুইট করেও জানান অমরিন্দরের মিডিয়া উপদেষ্টা রবীন ঠুকরাল ৷ তিনি লেখেন, "শ্রী কারতারপুর গুরুদ্বারের প্রথম জাঠায় অংশ নেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷ সুলতানপুরের লোধিতে মূল অনুষ্ঠানেও যাবেন তিনি ৷"

Ramnath Kovind
রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক

এদিকে এক সরকারি মুখপাত্র জানান, অনুষ্ঠানের যাবতীয় তথ্য প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে জানানো হয়েছে ৷ তাঁদের সুবিধামতো দুটি অনুষ্ঠানেই উপস্থিত থাকার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী ৷ পরে একটি বিবৃতি জারি করে বলা হয়, "গুরুনানক সাহিবের জন্মভিটেতে যাওয়ার জন্য বিশেষ সর্বদল জাঠাকে রাজনৈতিক ছাড়পত্র দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷"

উল্লেখ্য, গত সপ্তাহেই পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানিয়েছিলেন, কারতারপুর করিডরের উদ্বোধনী অনু্ষ্ঠান মনমোহনকে আমন্ত্রণ জানানো হবে ৷ যদিও তাঁর অফিসের তরফে জানানো হয়, পাকিস্তানের তরফে এরকম যে কোনও আমন্ত্রণ ফিরিয়ে দেওয়া হবে ৷

Narendra Modi
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের
Tokyo (Japan), Oct 03 (ANI): The Tokyo International Forum hosted a test event for para-powerlifting as part of preparations for 2020 Olympic and Paralympic Games. The spotters wore Panasonic's Power Assist Suit to assist with loading weights, and spotting the competitors to enhance safety and precision. Eri Yamamoto won the gold medal in powerlifting. The Japanese Para Powerlifting Federation and Panasonic have worked on adjusting the Power Assist Suit to fit the needs of the tournament. The Power Assist suit decreases the burden of the spotters and help tournaments to run smoothly. This advanced technology will definitely attracts lots of attention at the Tokyo 2020 Paralympic Games and spread worldwide.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.