ETV Bharat / bharat

মঙ্গলযানের ক্যামেরায় লাল গ্রহের বৃহত্তম চাঁদ ফোবোসের ছবি - mars orbiter mission

1877 সালে অ্যামেরিকার এক বিজ্ঞানী ফোবোসের আবিষ্কার করে । ISRO-র বিজ্ঞানীদের কথায়, এটি মঙ্গলের সবচেয়ে কাছে অবস্থিত ।

ফোবোসের ছবি
ফোবোসের ছবি
author img

By

Published : Jul 4, 2020, 4:46 PM IST

Updated : Jul 5, 2020, 12:11 PM IST

বেঙ্গালুরু, 4 জুলাই : ISRO (ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশন )-র ক্যামেরায় ধরা পড়ল মঙ্গল গ্রহের বৃহত্তম চাঁদ ফোবোসের ছবি । মঙ্গলের অন্য উপগ্রহের তুলনায় অনেক বড় এই উপগ্রহটি । সবচেয়ে কাছেও অবস্থিত এটি ।

ISRO-র তরফে জানানো হয়েছে, 1 জুলাই MOM(মাস অরবিটার মিশন)-এ লাগানো ক্যামেরা MCC (মার্স কালার ক্যামেরা) ফোবোসের ছবি তোলে । সেই সময় MOM মঙ্গল গ্রহ থেকে 7,200 কিলোমিটার এবং ফোবোসের থেকে 4,200 কিলোমিটার দূরে ছিল । ছবিটি প্রকাশের পর ISRO- তরফে জানানো হয়েছে, এটির রেজ়োলিউশন 210 m । এবং এই ফোবোস কারবোনাসিয়াস কনড্রাইটিস দিয়ো তৈরি ।

ISRO-র বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ছবিতে ফোবোসের মধ্যে গভীর খাদ এবং পাহাড় স্পষ্টভাবে দেখা যাচ্ছে । ফোবোসের সবচেয়ে বড় খাদটির নাম হল স্টিকনে (Stickney)। স্টিকনে ছাড়াও স্কলোভস্কি, রোশে এবং গ্রিলড্রিগ নামে আরও কয়েকটি খাদও রয়েছে । 2014 সালের 24 সেপ্টেম্বর ভারত সফলভাবে মঙ্গলের কক্ষপথে মার্স অরবিটার মিশনকে স্থাপন করে । প্রথমে ছ'মাসের জন্য নির্দিষ্ট ছিল এই মঙ্গলযান মিশন । পরে ISRO জানায়, এর মধ্যে যা জ্বালানি আছে, তাতে বেশ কয়েক বছর নিজের কাজ করতে পারবে মঙ্গলযান । দিন কয়েক আগে সেখানেই ধরা পড়ল ফোবোসের ছবি ।

1877 সালে অ্যামেরিকার মহাকাশবিজ্ঞানী অ্যাসাফ হল ফোবোসের আবিষ্কার করেন । এর আয়তন 11 কিলোমিটার । গ্রিক দেবতা ফোবোসের নামেই এর নামকরণ করা হয়েছে । মঙ্গল গ্রহকে একবার প্রদক্ষিণ করতে ফোবোসের সময় লাগে মাত্র 7 ঘণ্টা 39 মিনিট ।

বেঙ্গালুরু, 4 জুলাই : ISRO (ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশন )-র ক্যামেরায় ধরা পড়ল মঙ্গল গ্রহের বৃহত্তম চাঁদ ফোবোসের ছবি । মঙ্গলের অন্য উপগ্রহের তুলনায় অনেক বড় এই উপগ্রহটি । সবচেয়ে কাছেও অবস্থিত এটি ।

ISRO-র তরফে জানানো হয়েছে, 1 জুলাই MOM(মাস অরবিটার মিশন)-এ লাগানো ক্যামেরা MCC (মার্স কালার ক্যামেরা) ফোবোসের ছবি তোলে । সেই সময় MOM মঙ্গল গ্রহ থেকে 7,200 কিলোমিটার এবং ফোবোসের থেকে 4,200 কিলোমিটার দূরে ছিল । ছবিটি প্রকাশের পর ISRO- তরফে জানানো হয়েছে, এটির রেজ়োলিউশন 210 m । এবং এই ফোবোস কারবোনাসিয়াস কনড্রাইটিস দিয়ো তৈরি ।

ISRO-র বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ছবিতে ফোবোসের মধ্যে গভীর খাদ এবং পাহাড় স্পষ্টভাবে দেখা যাচ্ছে । ফোবোসের সবচেয়ে বড় খাদটির নাম হল স্টিকনে (Stickney)। স্টিকনে ছাড়াও স্কলোভস্কি, রোশে এবং গ্রিলড্রিগ নামে আরও কয়েকটি খাদও রয়েছে । 2014 সালের 24 সেপ্টেম্বর ভারত সফলভাবে মঙ্গলের কক্ষপথে মার্স অরবিটার মিশনকে স্থাপন করে । প্রথমে ছ'মাসের জন্য নির্দিষ্ট ছিল এই মঙ্গলযান মিশন । পরে ISRO জানায়, এর মধ্যে যা জ্বালানি আছে, তাতে বেশ কয়েক বছর নিজের কাজ করতে পারবে মঙ্গলযান । দিন কয়েক আগে সেখানেই ধরা পড়ল ফোবোসের ছবি ।

1877 সালে অ্যামেরিকার মহাকাশবিজ্ঞানী অ্যাসাফ হল ফোবোসের আবিষ্কার করেন । এর আয়তন 11 কিলোমিটার । গ্রিক দেবতা ফোবোসের নামেই এর নামকরণ করা হয়েছে । মঙ্গল গ্রহকে একবার প্রদক্ষিণ করতে ফোবোসের সময় লাগে মাত্র 7 ঘণ্টা 39 মিনিট ।

Last Updated : Jul 5, 2020, 12:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.