ETV Bharat / bharat

দক্ষ শ্রমিকের অভাব, মালদার 5 জনকে ম্যাঙ্গালুরু নিয়ে যাওয়া হল বিমানে - labour crunch due to lockdown

লকডাউনে কর্মীসংকট। কদর বাড়ছে বাংলার দক্ষ শ্রমিকদের । মালদা থেকে শ্রমিকদের উড়িয়ে নিয়ে গেলেন ম্যাঙ্গালুরুর বিল্ডার ।

Labour Crisis
Labour Crisis
author img

By

Published : Jul 6, 2020, 6:59 PM IST

ম্যাঙ্গালুরু, 6 জুলাই : লকডাউনের জেরে কর্মীসংকট । বাংলার দক্ষ শ্রমিকদের বিমানে করে উড়িয়ে নিয়ে গেলেন ম্যাঙ্গালুরুর বিল্ডার ।

কোরোনার জেরে লকডাউন শুরু হওয়ার পর নিজেদের এলাকায় ফিরে গিয়েছিলেন নির্মাণ শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকরা । এখন আনলক পর্বে নির্মাণ কাজ শুরুর অনুমতি মিললেও মিলছে না দক্ষ কারিগর । এই পরিস্থিতিতে ডাক পড়ল মালদার কয়েকজন শ্রমিকের । ইতিমধ্যেই পাঁচজনকে বিমানে চড়িয়ে ম্যাঙ্গালুরু নিয়ে যাওয়া হয়েছে ৷

নির্মাণ ব্যবসায়ী নবীন কারডোজা ETV ভারতকে জানিয়েছেন, পশ্চিমবঙ্গ থেকে আসা শ্রমিকরা আপাতত কোয়ারানটিনে রয়েছেন । আরও পাঁচজনকে নিয়ে আসা হচ্ছে । ট্রেন বন্ধ । সড়কপথে কর্মীদের আনতে গেলে অন্তত চার রাজ্যের অনুমতির প্রয়োজন ছিল । তাই খরচ বেশি হলেও শ্রমিকদের বিমানে নিয়ে আসার সিদ্ধান্ত । এক একটি টিকিটের দাম পড়ছে সাড়ে সাত হাজার টাকা ।

ম্যাঙ্গালুরু, 6 জুলাই : লকডাউনের জেরে কর্মীসংকট । বাংলার দক্ষ শ্রমিকদের বিমানে করে উড়িয়ে নিয়ে গেলেন ম্যাঙ্গালুরুর বিল্ডার ।

কোরোনার জেরে লকডাউন শুরু হওয়ার পর নিজেদের এলাকায় ফিরে গিয়েছিলেন নির্মাণ শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকরা । এখন আনলক পর্বে নির্মাণ কাজ শুরুর অনুমতি মিললেও মিলছে না দক্ষ কারিগর । এই পরিস্থিতিতে ডাক পড়ল মালদার কয়েকজন শ্রমিকের । ইতিমধ্যেই পাঁচজনকে বিমানে চড়িয়ে ম্যাঙ্গালুরু নিয়ে যাওয়া হয়েছে ৷

নির্মাণ ব্যবসায়ী নবীন কারডোজা ETV ভারতকে জানিয়েছেন, পশ্চিমবঙ্গ থেকে আসা শ্রমিকরা আপাতত কোয়ারানটিনে রয়েছেন । আরও পাঁচজনকে নিয়ে আসা হচ্ছে । ট্রেন বন্ধ । সড়কপথে কর্মীদের আনতে গেলে অন্তত চার রাজ্যের অনুমতির প্রয়োজন ছিল । তাই খরচ বেশি হলেও শ্রমিকদের বিমানে নিয়ে আসার সিদ্ধান্ত । এক একটি টিকিটের দাম পড়ছে সাড়ে সাত হাজার টাকা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.