ETV Bharat / bharat

দিল্লি বিমানবন্দরে কার্তুজসহ গ্রেপ্তার ব্যক্তি - দিল্লি

আজ বিমানবন্দরে চেকিংয়ের সময় ধর্মেন্দ্রর ব্যাগ থেকে কার্তুজগুলো উদ্ধার হয় । ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করা হয় ।

Delhi
Delhi
author img

By

Published : Sep 28, 2020, 6:28 PM IST

দিল্লি, 28 সেপ্টেম্বর : হাত ব্যাগে কার্তুজ নিয়ে যাওয়ার চেষ্টা । বিমানবন্দরে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল CISF । ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনা । জানা গিয়েছে, ধৃতের নাম ধর্মেন্দ্র সিং । দিল্লি থেকে মুম্বই যাচ্ছিল সে ।

আজ বিমানবন্দরে চেকিংয়ের সময় ধর্মেন্দ্রর ব্যাগ থেকে কার্তুজগুলো উদ্ধার হয় । ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করা হয় । এরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে । IGI এয়ারপোর্টের ডেপুটি পুলিশ কমিশনার রাজীব রঞ্জন জানান, " ধর্মেন্দ্র সিং জেরায় বলে যে এই কার্তুজগুলো তার নয় । এগুলো তার বন্ধু প্রফুলের । এগুলো ভুলবশত তার ব্যাগ ছিল বলে জানায় সে ।" জানা গিয়েছে, ধর্মেন্দ্র সিং একটি বেসরকারি সংস্থায় কাজ করে । ধর্মেন্দ্র ও প্রফুলের বাড়ি নয়ডা এলাকায় । তবে, ঠিক কী কারণে কার্তুজগুলো নিয়ে যাচ্ছিল সে, এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি ।

উল্লেখ্য, চলতি বছরে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে মোট 52টি এই ধরনের ঘটনা ঘটেছে ।

দিল্লি, 28 সেপ্টেম্বর : হাত ব্যাগে কার্তুজ নিয়ে যাওয়ার চেষ্টা । বিমানবন্দরে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল CISF । ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনা । জানা গিয়েছে, ধৃতের নাম ধর্মেন্দ্র সিং । দিল্লি থেকে মুম্বই যাচ্ছিল সে ।

আজ বিমানবন্দরে চেকিংয়ের সময় ধর্মেন্দ্রর ব্যাগ থেকে কার্তুজগুলো উদ্ধার হয় । ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করা হয় । এরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে । IGI এয়ারপোর্টের ডেপুটি পুলিশ কমিশনার রাজীব রঞ্জন জানান, " ধর্মেন্দ্র সিং জেরায় বলে যে এই কার্তুজগুলো তার নয় । এগুলো তার বন্ধু প্রফুলের । এগুলো ভুলবশত তার ব্যাগ ছিল বলে জানায় সে ।" জানা গিয়েছে, ধর্মেন্দ্র সিং একটি বেসরকারি সংস্থায় কাজ করে । ধর্মেন্দ্র ও প্রফুলের বাড়ি নয়ডা এলাকায় । তবে, ঠিক কী কারণে কার্তুজগুলো নিয়ে যাচ্ছিল সে, এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি ।

উল্লেখ্য, চলতি বছরে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে মোট 52টি এই ধরনের ঘটনা ঘটেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.