ETV Bharat / bharat

ট্রেনে চাই 'ফ্রি-খাবার', নিজেই ফেলতেন টিকটিকি ! - free food

রেলের খাবারে পোকামাকড় জাতীয় কিছু পড়লে টাকা মকুব করে দেওয়া হয় । আর সেই সুযোগটাই নিতেন সুরেন্দ্র পাল । খাবারে টিকটিকি পড়ে গেছে বলে টাকা মকুব করিয়েছিলেন বহুবার ।

সুরেন্দ্র পাল
author img

By

Published : Jul 24, 2019, 9:42 PM IST

জব্বলপুর, 24 জুলাই : ফ্রি-তে খাবার খেতে যাত্রী নিজেই রেলের দেওয়া খাবারে ফেলতেন টিকটিকি ৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই রেল আধিকারিকরা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করে । অভিযুক্ত সেই বৃদ্ধ জানান, তাঁর মানসিক পরিস্থিতি ঠিক নেই ৷ ভুল করেছেন বলেও স্বীকার করেন ৷ অনুরোধ করেন, তাঁকে যেন ছেড়ে দেওয়া হয় ৷ দাবি করেন, তাঁর বাবাও রেলে একজন সিনিয়র DCM ছিলেন ৷ পাশাপাশি জানান, তিনি ব্লাড ক্যানসারে আক্রান্ত ।

রেলের খাবারে পোকামাকড় জাতীয় কিছু পড়লে টাকা মকুব করে দেওয়া হয় । আর সেই সুযোগটাই নিতেন সুরেন্দ্র পাল । খাবারে টিকটিকি পড়ে গেছে বলে চিৎকার-চেঁচামেচি করে টাকা মকুব করিয়েছিলেন বহুবার । কিছুদিন আগে জব্বলপুর এবং গুন্টকাল স্টেশনে একই ঘটনা ঘটায় সন্দেহ হয় রেলের ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজারের । তারপরেই তদন্তে জানা যায় আসল বিষয়টি ।

এই বিষয়ে জব্বলপুরের সিনিয়র DCM বসন্ত কুমার শর্মা বলেন, "14 জুলাই এক ব্যক্তি জব্বলপুর স্টেশনে সিঙারাতে টিকটিকি পেয়েছিলেন বলে দাবি করেন ৷ এরপর অন্য একটি স্টেশনে তিনি জানান, তাঁর বিরিয়ানিতেও টিকটিকি ৷ বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন ৷"

আধিকারিকরা অবশ্য শুধুমাত্র সচেতন করে ওই ব্যক্তিকে ছেড়ে দেন । সুরেন্দ্র পালকে বলা হয়, তাঁর এই ধরনের প্রতারণা করা উচিত হয়নি ৷ তবে শেষ পর্যন্ত ওই ব্যক্তির সত্যিই মানসিক সমস্যা বা ব্লাড ক্যানসার রয়েছে কি না তা জানা যায়নি ৷

জব্বলপুর, 24 জুলাই : ফ্রি-তে খাবার খেতে যাত্রী নিজেই রেলের দেওয়া খাবারে ফেলতেন টিকটিকি ৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই রেল আধিকারিকরা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করে । অভিযুক্ত সেই বৃদ্ধ জানান, তাঁর মানসিক পরিস্থিতি ঠিক নেই ৷ ভুল করেছেন বলেও স্বীকার করেন ৷ অনুরোধ করেন, তাঁকে যেন ছেড়ে দেওয়া হয় ৷ দাবি করেন, তাঁর বাবাও রেলে একজন সিনিয়র DCM ছিলেন ৷ পাশাপাশি জানান, তিনি ব্লাড ক্যানসারে আক্রান্ত ।

রেলের খাবারে পোকামাকড় জাতীয় কিছু পড়লে টাকা মকুব করে দেওয়া হয় । আর সেই সুযোগটাই নিতেন সুরেন্দ্র পাল । খাবারে টিকটিকি পড়ে গেছে বলে চিৎকার-চেঁচামেচি করে টাকা মকুব করিয়েছিলেন বহুবার । কিছুদিন আগে জব্বলপুর এবং গুন্টকাল স্টেশনে একই ঘটনা ঘটায় সন্দেহ হয় রেলের ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজারের । তারপরেই তদন্তে জানা যায় আসল বিষয়টি ।

এই বিষয়ে জব্বলপুরের সিনিয়র DCM বসন্ত কুমার শর্মা বলেন, "14 জুলাই এক ব্যক্তি জব্বলপুর স্টেশনে সিঙারাতে টিকটিকি পেয়েছিলেন বলে দাবি করেন ৷ এরপর অন্য একটি স্টেশনে তিনি জানান, তাঁর বিরিয়ানিতেও টিকটিকি ৷ বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন ৷"

আধিকারিকরা অবশ্য শুধুমাত্র সচেতন করে ওই ব্যক্তিকে ছেড়ে দেন । সুরেন্দ্র পালকে বলা হয়, তাঁর এই ধরনের প্রতারণা করা উচিত হয়নি ৷ তবে শেষ পর্যন্ত ওই ব্যক্তির সত্যিই মানসিক সমস্যা বা ব্লাড ক্যানসার রয়েছে কি না তা জানা যায়নি ৷


New Delhi, July 24 (ANI): Delhi Chief Minister Arvind Kejriwal on Wednesday said that he accepts all the conditions of Center on unauthorized colonies. He will not rest until the work is done. While speaking to ANI, he said, "We accept all conditions of Centre, at this moment we have only one aim, to ensure proper roads and registries in 'kutcha' colonies. I will not rest till this is done. I am happy that Centre decided to authorize 'kutcha' colonies."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.