ETV Bharat / bharat

AIIMS-এ মানবদেহে কোরোনা ভ্যাকসিনের ট্রায়াল - corona virus

আজ দুপুর দেড়টায় দিল্লির এক যুবকের দেহে কোভ্যাকসিনের প্রথম ডোজ় দেওয়া হয় । আপাতত তাঁর মধ্যে এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি ।

ভ্যাকসিনের ট্রায়াল
ভ্যাকসিনের ট্রায়াল
author img

By

Published : Jul 24, 2020, 9:44 PM IST

Updated : Jul 24, 2020, 10:50 PM IST

দিল্লি, 24 জুলাই : মানবদেহে দেশের তৈরি কোরোনা ভ্যাকসিনের প্রথম পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হল । আজ দিল্লির AIIMS-এ এক যুবকের শরীরে কোভ্যাকসিনের প্রথম ডোজ় দেওয়া হয় ।

এবিষয়ে AIIMS-র সেন্টার ফর কমিউনিটি মেডিসিনের অধ্যাপক ও এই গবেষণার প্রধান দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সঞ্জয় রায় জানান, আজ দুপুর দেড়টার সময় ইন্ট্রামাসকুলার ইঞ্জেকশনের মাধ্যমে দিল্লির ওই বাসিন্দার দেহে ০.৫ মিলিগ্রাম কোভ্যাকসিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয় । তারপর দু'ঘণ্টা পর্যন্ত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয় ৷ তখনই তাঁর মধ্যে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি । আপাতত সাতদিন পর্যবেক্ষণে রাখা হবে ওই যুবককে ।

তিনি আরও জানান, প্রথম পর্যায়ের পরীক্ষার জন্য গত শনিবার থেকে এখনও পর্যন্ত 3,500 জনের বেশি নাম নথিভুক্ত হয়েছে । যার মধ্যে থেকে 22 জনকে বাছা হয়েছে । দু'দিন আগে সেই নির্বাচন প্রক্রিয়ায় দিল্লির এই যুবকের নামও ছিল । তাঁর শারীরিক পরীক্ষা করা হয় । সমস্ত কিছুই স্বাভাবিক । পাশাপাশি কোনও কোমর্বিটিজ়ের লক্ষণও ছিল না তাঁর মধ্যে । তাই আজ তাঁকে ভ্যাকসিনের প্রথম ডোজ় দেওয়া হয় ।

AIIMS-র তরফে জানানো হয়েছে, তালিকায় আরও কয়েকজন রয়েছেন । তাদের শারীরিক পরীক্ষার রিপোর্ট আসার পর কোভ্যাকসিন দেওয়া হবে ।

প্রথম ও দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার জন্য ICMR-র তরফে মোট 12টি পরীক্ষাকেন্দ্রকে নির্বাচন করা হয়েছে । এর মধ্যে দিল্লি AIIMS-ও একটি । প্রথম পর্যায়ে 375 জনের শরীরে এই ভ্যাকসিনের পরীক্ষা করা হবে । এক্ষেত্রে যাঁদের পরীক্ষা হবে, তাঁদের বয়স সীমা হবে 18-55 বছর । পাশাপাশি তাঁদের দেহে যাতে কোমর্বিটিজ়ের লক্ষ্ণণও না থাকে, সেই বিষয়টিও সুনিশ্চিত করতে হবে । দ্বিতীয় পর্যায়ে প্রায় 750 জনের শরীরে ভ্যাকসিনের ট্রায়াল হওয়ার কথা রয়েছে । এক্ষেত্রে বয়সসীমা 12-65 বছর ।

দিল্লি, 24 জুলাই : মানবদেহে দেশের তৈরি কোরোনা ভ্যাকসিনের প্রথম পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হল । আজ দিল্লির AIIMS-এ এক যুবকের শরীরে কোভ্যাকসিনের প্রথম ডোজ় দেওয়া হয় ।

এবিষয়ে AIIMS-র সেন্টার ফর কমিউনিটি মেডিসিনের অধ্যাপক ও এই গবেষণার প্রধান দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সঞ্জয় রায় জানান, আজ দুপুর দেড়টার সময় ইন্ট্রামাসকুলার ইঞ্জেকশনের মাধ্যমে দিল্লির ওই বাসিন্দার দেহে ০.৫ মিলিগ্রাম কোভ্যাকসিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয় । তারপর দু'ঘণ্টা পর্যন্ত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয় ৷ তখনই তাঁর মধ্যে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি । আপাতত সাতদিন পর্যবেক্ষণে রাখা হবে ওই যুবককে ।

তিনি আরও জানান, প্রথম পর্যায়ের পরীক্ষার জন্য গত শনিবার থেকে এখনও পর্যন্ত 3,500 জনের বেশি নাম নথিভুক্ত হয়েছে । যার মধ্যে থেকে 22 জনকে বাছা হয়েছে । দু'দিন আগে সেই নির্বাচন প্রক্রিয়ায় দিল্লির এই যুবকের নামও ছিল । তাঁর শারীরিক পরীক্ষা করা হয় । সমস্ত কিছুই স্বাভাবিক । পাশাপাশি কোনও কোমর্বিটিজ়ের লক্ষণও ছিল না তাঁর মধ্যে । তাই আজ তাঁকে ভ্যাকসিনের প্রথম ডোজ় দেওয়া হয় ।

AIIMS-র তরফে জানানো হয়েছে, তালিকায় আরও কয়েকজন রয়েছেন । তাদের শারীরিক পরীক্ষার রিপোর্ট আসার পর কোভ্যাকসিন দেওয়া হবে ।

প্রথম ও দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার জন্য ICMR-র তরফে মোট 12টি পরীক্ষাকেন্দ্রকে নির্বাচন করা হয়েছে । এর মধ্যে দিল্লি AIIMS-ও একটি । প্রথম পর্যায়ে 375 জনের শরীরে এই ভ্যাকসিনের পরীক্ষা করা হবে । এক্ষেত্রে যাঁদের পরীক্ষা হবে, তাঁদের বয়স সীমা হবে 18-55 বছর । পাশাপাশি তাঁদের দেহে যাতে কোমর্বিটিজ়ের লক্ষ্ণণও না থাকে, সেই বিষয়টিও সুনিশ্চিত করতে হবে । দ্বিতীয় পর্যায়ে প্রায় 750 জনের শরীরে ভ্যাকসিনের ট্রায়াল হওয়ার কথা রয়েছে । এক্ষেত্রে বয়সসীমা 12-65 বছর ।

Last Updated : Jul 24, 2020, 10:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.