ETV Bharat / bharat

স্ত্রী ও ছেলেকে খুন করে থানায় আত্মসমর্পণ - Sri Ganganagar

রাজস্থানের শ্রীগঙ্গানগর এলাকায় স্ত্রী ও ছেলেকে খুনের দায়ে গ্রেপ্তার 50 বছর বয়সী এক ব্যক্তি। ঘটনার পরেই থানায় আত্মসমর্পণ করে অভিযুক্ত ওই ব্যক্তি।

man-kills-wife-son-with-iron-rod-in-rajasthan-later-surrenders-to-police
man-kills-wife-son-with-iron-rod-in-rajasthan-later-surrenders-to-police
author img

By

Published : Jun 8, 2020, 5:14 PM IST

শ্রীগঙ্গানগর, 8 জুন: স্ত্রী ও ছেলেকে খুনের দায়ে গ্রেপ্তার এক 50 বছর বয়সী ব্যক্তি। রাজস্থানের শ্রীগঙ্গানগর এলাকার ঘটনা। ধৃতের নাম শাতনম সিং। ঘটনার পরেই অভিযুক্ত ব্যক্তি থানায় আত্মসমর্পণ করে।

জানা গিয়েছে, রবিবার রাতে অভিযুক্তের স্ত্রী ভেরপাল কৌর ও 20 বছরের ছেলে বলবিন্দর ঘুমোচ্ছিলেন। ঘুমের মধ্যে আচমকাই তাঁদের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে শাতনাম। ঘটনাস্থানেই মৃত্যু হয় দুজনের। পুরো ঘটনাটি তার বড় ছেলে রাজভিন্দর দেখে ফেলায় তাঁকেও খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে পারিবারিক বিবাদের কারণেই এমন করেছেন শাতনম।

ধৃতের বড় ছেলে রাজভিন্দর জানান, “মা ও ভাই একসঙ্গে বিছানায় শুয়ে ছিল। আমার কোনও ধারণাই ছিল না যে তাঁদের ওপর এভাবে হামলা চালাতে পারে। আর্তনাদ শুনে ছুটে গিয়ে দেখি দুজনের মাথায় গুরুতর আঘাত করেছে বাবা। এরপরেই ঘটনাস্থান থেকে পালিয়ে যান তিনি।”

স্বীকারোক্তির ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত শাতনমকে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

শ্রীগঙ্গানগর, 8 জুন: স্ত্রী ও ছেলেকে খুনের দায়ে গ্রেপ্তার এক 50 বছর বয়সী ব্যক্তি। রাজস্থানের শ্রীগঙ্গানগর এলাকার ঘটনা। ধৃতের নাম শাতনম সিং। ঘটনার পরেই অভিযুক্ত ব্যক্তি থানায় আত্মসমর্পণ করে।

জানা গিয়েছে, রবিবার রাতে অভিযুক্তের স্ত্রী ভেরপাল কৌর ও 20 বছরের ছেলে বলবিন্দর ঘুমোচ্ছিলেন। ঘুমের মধ্যে আচমকাই তাঁদের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে শাতনাম। ঘটনাস্থানেই মৃত্যু হয় দুজনের। পুরো ঘটনাটি তার বড় ছেলে রাজভিন্দর দেখে ফেলায় তাঁকেও খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে পারিবারিক বিবাদের কারণেই এমন করেছেন শাতনম।

ধৃতের বড় ছেলে রাজভিন্দর জানান, “মা ও ভাই একসঙ্গে বিছানায় শুয়ে ছিল। আমার কোনও ধারণাই ছিল না যে তাঁদের ওপর এভাবে হামলা চালাতে পারে। আর্তনাদ শুনে ছুটে গিয়ে দেখি দুজনের মাথায় গুরুতর আঘাত করেছে বাবা। এরপরেই ঘটনাস্থান থেকে পালিয়ে যান তিনি।”

স্বীকারোক্তির ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত শাতনমকে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.