ETV Bharat / bharat

বিয়ের প্রস্তাব খারিজ, প্রেমিকার বাবা-মা'কে কুপিয়ে খুনের অভিযোগ - সুলতানপুর খুন ২

প্রেমিকার বাড়ি গিয়ে বিয়ের প্রস্তাব দেন যুবক । কিন্তু, প্রেমিকার বাবা-মা প্রস্তাব খারিজ করে দেওয়ায় দু'জনকে মারার ছক কষে বলে অভিযোগ ।

Representational Image
ছবিটি প্রতীকী
author img

By

Published : May 26, 2020, 4:14 PM IST

সুলতানপুর (উত্তরপ্রদেশ), 26 মে : বিয়ের প্রস্তাব খারিজ করায় প্রেমিকার বাবা-মা'কে কুপিয়ে খুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে । উত্তরপ্রদশেরে সুলতানপুর জেলার ঘটনা । ঘটনার পর থেকে পলাতক সে । তার খোঁজ শুরু করেছে পুলিশ ।

দু'বছর ধরে সুলতানপুরের সালারপুর গ্রামের এক যুবতির সঙ্গে সম্পর্ক রয়েছে ওই যুবকের । বিষয়টি জানার পর থেকেই তা মেনে নেয়নি যুবতির পরিবার । এই সম্পর্কে তাঁদের আপত্তি ছিল ।

একদিন ওই যুবক সালারপুরে যুবতির বাড়ি যায় এবং তার বাবা-মায়ের কাছে তাঁদের মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় । কিন্তু, সেই প্রস্তাব খারিজ করে দেয় তারা । এরপরই দু'জনকে খুনের ছক কষে বলে জানা গেছে ।

সেই অনুযায়ী গতরাতে যুবতির বাড়ি ঢুকে তার বাবা-মা'কে কুপিয়ে খুন করে বলে অভিযোগ । তারপর এলাকা ছাড়ে । খবর পেয়ে পুলিশ এসে দেহ দু'টি উদ্ধার করে নিয়ে যায় । একটি মামলা দায়ের করে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

সুলতানপুর (উত্তরপ্রদেশ), 26 মে : বিয়ের প্রস্তাব খারিজ করায় প্রেমিকার বাবা-মা'কে কুপিয়ে খুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে । উত্তরপ্রদশেরে সুলতানপুর জেলার ঘটনা । ঘটনার পর থেকে পলাতক সে । তার খোঁজ শুরু করেছে পুলিশ ।

দু'বছর ধরে সুলতানপুরের সালারপুর গ্রামের এক যুবতির সঙ্গে সম্পর্ক রয়েছে ওই যুবকের । বিষয়টি জানার পর থেকেই তা মেনে নেয়নি যুবতির পরিবার । এই সম্পর্কে তাঁদের আপত্তি ছিল ।

একদিন ওই যুবক সালারপুরে যুবতির বাড়ি যায় এবং তার বাবা-মায়ের কাছে তাঁদের মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় । কিন্তু, সেই প্রস্তাব খারিজ করে দেয় তারা । এরপরই দু'জনকে খুনের ছক কষে বলে জানা গেছে ।

সেই অনুযায়ী গতরাতে যুবতির বাড়ি ঢুকে তার বাবা-মা'কে কুপিয়ে খুন করে বলে অভিযোগ । তারপর এলাকা ছাড়ে । খবর পেয়ে পুলিশ এসে দেহ দু'টি উদ্ধার করে নিয়ে যায় । একটি মামলা দায়ের করে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.