ETV Bharat / bharat

কিশোরীকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে - উত্তরপ্রদেশ

উত্তরপ্রদেশের বাহরাইচ জেলায় 17 বছরের কিশোরীর গলার নলি কেটে খুন করল বাবা । ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

man-kills-17-year-old-daughter-over-affair-in-up-police
man-kills-17-year-old-daughter-over-affair-in-up-police
author img

By

Published : Jun 30, 2020, 4:57 PM IST

বাহরাইচ, 30 জুন : মেয়েকে খুনে অভিযুক্ত বাবা ৷ উত্তরপ্রদেশেরে বাহরাইচ জেলার ঘটনা । সোমবার অভিযুক্ত সুভাষ নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ । জানা গিয়েছে, মেয়ের গলার নলি কেটে খুন করে সুভাষ ।

বেশ কিছুদিন আগে ওই কিশোরীর বিয়ে দেয় তাঁর বাড়ির লোকেরা। বিয়ের পরও সে বাবার কাছেই থাকত। অভিযোগ, বিয়ের পর গ্রামেরই এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। এরপরেই ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে সুভাষ। গত 20 জুন POCSO আইনে থানায় FIR দায়ের করে ওই ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে গত 23 তারিখ ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযোগ এরপর থেকেই মেয়েকে বয়ান দেওয়ার জন্য চাপ দিতে থাকে সুভাষ । কিন্তু মেয়ে রাজি না হওয়ায় গলার নলি কেটে খুন করে ওই ব্যক্তি। অভিযোগের ভিত্তিতেই সোমবার সুভাষকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে সুভাষ। পাল্টা তার দাবি ওই যুবক ও তার পরিবারের লোকেরাই তার মেয়েকে খুন করেছে।

পুলিশ সুপার বিপিন মিশ্র বলেন, ওই মেয়েটির বাল্যবিবাহ হয়েছিল কি না সেবিষয় খতিয়ে দেখা হচ্ছে।

বাহরাইচ, 30 জুন : মেয়েকে খুনে অভিযুক্ত বাবা ৷ উত্তরপ্রদেশেরে বাহরাইচ জেলার ঘটনা । সোমবার অভিযুক্ত সুভাষ নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ । জানা গিয়েছে, মেয়ের গলার নলি কেটে খুন করে সুভাষ ।

বেশ কিছুদিন আগে ওই কিশোরীর বিয়ে দেয় তাঁর বাড়ির লোকেরা। বিয়ের পরও সে বাবার কাছেই থাকত। অভিযোগ, বিয়ের পর গ্রামেরই এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। এরপরেই ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে সুভাষ। গত 20 জুন POCSO আইনে থানায় FIR দায়ের করে ওই ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে গত 23 তারিখ ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযোগ এরপর থেকেই মেয়েকে বয়ান দেওয়ার জন্য চাপ দিতে থাকে সুভাষ । কিন্তু মেয়ে রাজি না হওয়ায় গলার নলি কেটে খুন করে ওই ব্যক্তি। অভিযোগের ভিত্তিতেই সোমবার সুভাষকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে সুভাষ। পাল্টা তার দাবি ওই যুবক ও তার পরিবারের লোকেরাই তার মেয়েকে খুন করেছে।

পুলিশ সুপার বিপিন মিশ্র বলেন, ওই মেয়েটির বাল্যবিবাহ হয়েছিল কি না সেবিষয় খতিয়ে দেখা হচ্ছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.