ETV Bharat / bharat

পকেটে কোরোনা পজ়েটিভ রিপোর্ট, দিল্লি থেকে গুয়াহাটি হয়ে কলকাতায় ফিরলেন যুবক - guahati

বর্তমানে দিল্লি থেকে কলকাতায় বিমান চলাচল স্থগিত রয়েছে ৷ সেই কারণে পকেটে কোরোনা পজ়েটিভ রিপোর্ট নিয়ে প্রথমে গুয়াহাটিগামী একটি বিমানে পরে বিকেল ৫ টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছান এক যুবক ৷ ৷

ছবি
ছবি
author img

By

Published : Jul 17, 2020, 1:07 PM IST

Updated : Jul 18, 2020, 1:40 PM IST

গুয়াহাটি, 17 জুলাই : পকেটে রয়েছে কোরোনা পজ়েটিভ রিপোর্ট ৷ সেই নিয়ে সোজা দিল্লি থেকে গুয়াহাটি হয়ে বিমানে করে কলকাতায় এলেন বছর 34 এক যুবক ৷

ঘটনাটি 14 জুলাইয়ের ৷ পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বাসিন্দা ওই যুবক ৷ যেহেতু দিল্লি থেকে বর্তমানে কলকাতায় বিমান চলাচাল স্থগিত রয়েছে, সেই কারণে তিনি দিল্লি থেকে প্রথমে গুয়াহাটিগামী একটি বিমানে ওঠেন৷ এরপর সেখান থেকে বিকেল ৫ টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছান ৷

কিন্তু সেখানে পৌঁছানোর পর ওই যুবক বিমানবন্দর ছেড়ে যেতে অস্বীকার করেন ৷ আধিকারিকদের তিনি জানান তাঁর কাশি হয়েছে ৷ তাঁকে যেন কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয় ৷ অভিযোগ এরপরও বিমানবন্দরের আধিকারিকরা তাঁর কথা শুনতে চাননি ৷ একাধিকবার অনুরোধের পরও লাভ না হওয়ায় তিনি পকেট থেকে কোরোনা পজ়েটিভ রিপোর্ট বের করে কর্তৃপক্ষকে বলেন, " এই দেখুন আমার কোরোনা পজ়িটিভ রিপোর্ট "

এরপর চমকে ওঠেন সকলে ৷ তৎক্ষনাত ওই যুবককে রাজারহাটের চিত্তরঞ্জন ন্যাশানাল ইনস্টিটিউটে পাঠানোর ব্যবস্থা করা হয় ৷ ঘটনার পর দিল্লি এবং গুয়াহাটি বিমানবন্দর কর্তৃপক্ষের উপরে একাধিক প্রশ্ন উঠেছে ৷ কীভাবে একজন কোরোনায় আক্রান্ত রোগী বিমানে চড়ে কলকতায় চলে এল ! অব্যবস্থার অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে ৷ যদিও বিমানবন্দরের আধিকারিকদের দাবি ওই ব্যক্তির কোরোনার উপসর্গ ছিল না ৷ তাঁর শরীরের তাপমাত্রা পরীক্ষা করলে তাও স্বাভাবিক আসে ৷ "

ওই দিন নবান্নের এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, কলকাতায় কোরোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে এটা যেমন সত্যি পাশাপাশি এই সংখ্যাটায় শুধু কলকাতার বাসিন্দারাই অন্তর্ভুক্ত নয় ৷ বাইরে অনেকেই কোরোনা নিয়ে বিমানে চেপে আসছেন ৷ সেই সংখ্যাগুলিও ধরতে হবে ৷ এরপরই এমন ঘটনার সাক্ষী থাকল শহর কলকাতা ৷

গুয়াহাটি, 17 জুলাই : পকেটে রয়েছে কোরোনা পজ়েটিভ রিপোর্ট ৷ সেই নিয়ে সোজা দিল্লি থেকে গুয়াহাটি হয়ে বিমানে করে কলকাতায় এলেন বছর 34 এক যুবক ৷

ঘটনাটি 14 জুলাইয়ের ৷ পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বাসিন্দা ওই যুবক ৷ যেহেতু দিল্লি থেকে বর্তমানে কলকাতায় বিমান চলাচাল স্থগিত রয়েছে, সেই কারণে তিনি দিল্লি থেকে প্রথমে গুয়াহাটিগামী একটি বিমানে ওঠেন৷ এরপর সেখান থেকে বিকেল ৫ টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছান ৷

কিন্তু সেখানে পৌঁছানোর পর ওই যুবক বিমানবন্দর ছেড়ে যেতে অস্বীকার করেন ৷ আধিকারিকদের তিনি জানান তাঁর কাশি হয়েছে ৷ তাঁকে যেন কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয় ৷ অভিযোগ এরপরও বিমানবন্দরের আধিকারিকরা তাঁর কথা শুনতে চাননি ৷ একাধিকবার অনুরোধের পরও লাভ না হওয়ায় তিনি পকেট থেকে কোরোনা পজ়েটিভ রিপোর্ট বের করে কর্তৃপক্ষকে বলেন, " এই দেখুন আমার কোরোনা পজ়িটিভ রিপোর্ট "

এরপর চমকে ওঠেন সকলে ৷ তৎক্ষনাত ওই যুবককে রাজারহাটের চিত্তরঞ্জন ন্যাশানাল ইনস্টিটিউটে পাঠানোর ব্যবস্থা করা হয় ৷ ঘটনার পর দিল্লি এবং গুয়াহাটি বিমানবন্দর কর্তৃপক্ষের উপরে একাধিক প্রশ্ন উঠেছে ৷ কীভাবে একজন কোরোনায় আক্রান্ত রোগী বিমানে চড়ে কলকতায় চলে এল ! অব্যবস্থার অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে ৷ যদিও বিমানবন্দরের আধিকারিকদের দাবি ওই ব্যক্তির কোরোনার উপসর্গ ছিল না ৷ তাঁর শরীরের তাপমাত্রা পরীক্ষা করলে তাও স্বাভাবিক আসে ৷ "

ওই দিন নবান্নের এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, কলকাতায় কোরোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে এটা যেমন সত্যি পাশাপাশি এই সংখ্যাটায় শুধু কলকাতার বাসিন্দারাই অন্তর্ভুক্ত নয় ৷ বাইরে অনেকেই কোরোনা নিয়ে বিমানে চেপে আসছেন ৷ সেই সংখ্যাগুলিও ধরতে হবে ৷ এরপরই এমন ঘটনার সাক্ষী থাকল শহর কলকাতা ৷

Last Updated : Jul 18, 2020, 1:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.