ETV Bharat / bharat

মুখ্যমন্ত্রী রাজ্যের কোরোনা পরিস্থিতি গোপন করছেন :বাবুল

" মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেভাবে কোরোনা পরিস্থিতি পরিচালনা করছেন ৷ তা অত্যন্ত লজ্জাজনক ৷ তিনি কেন্দ্রের কাছে কোরোনার মোকাবিলায় সাহায্য চাইছেন ৷ তবে তিনি কোরোনার জেরে পশ্চিমবঙ্গের পরিস্থিতি সম্পর্কে মিথ্যা কথা বলেছেন ৷ " বললেন বাবুল সুপ্রিয় ৷

author img

By

Published : Apr 26, 2020, 9:52 PM IST

Mamata Banerjee wants to hide actual coronavirus situation in the state: BJP leader Babul Supriyo
মুখ্যমন্ত্রী রাজ্যের কোরোনা পরিস্থিতি লোকাচ্ছেন , বললেন বাবুল সুপ্রিয়ো

দিল্লি, 26 এপ্রিল : কোরোনা ইশুতে কেন্দ্র-রাজ্য টানাপোড়েন অব্যাহত ৷ এবার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ৷ " মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেভাবে কোরোনা পরিস্থিতি পরিচালনা করছেন ৷ তা অত্যন্ত লজ্জাজনক ৷ তিনি কেন্দ্রের কাছে কোরোনার মোকাবিলায় সাহায্য চাইছেন ৷ তবে তিনি কোরোনার জেরে পশ্চিমবঙ্গের পরিস্থিতি সম্পর্কে মিথ্যা কথা বলেছেন ৷ " বললেন BJP নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ৷ আজ তিনি বলেন, মুখ্যমন্ত্রী রাজ্যের কোরোনার পরিস্থিতি গোপন করতে চাইছেন ৷

বাবুল সুপ্রিয় বলেন, "অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা একসঙ্গে কাজ করছেন ৷ কেন্দ্রকে সহযোগিতা করছেন যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই লকডাউন ওঠানো যায় ৷ সেখানে এ রাজ্যের ডাক্তারদেরও কোরোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা বাড়ছে ৷ তিনি অভিযোগ করেন, তৃণমূল সরকার কেন্দ্রীয় প্রতিনিধি দলকে হেনস্থা করেছে ৷ "

তিনি আরও বলেন, তৃণমূল নেতা ডেরেক ও'ব্রায়নেরকে কেন্দ্রের প্রতিনিধি টিমের বিরুদ্ধে "জঘন্য" মন্তব্য করেছেন ৷ ডেরেক ও'ব্রায়ন বলেছিলেন, কেন্দ্রের প্রতিনিধিরা রাজ্যে পরিদর্শনে এসে বাংলায় রাজনৈতিক ভাইরাস নিয়ে এসেছে ৷ এর প্রেক্ষিতে বাবুল বলেন, " তিনি কেমন সাংসদ যে এই জাতীয় বক্তব্য পেশ করে ৷ লোকেরা তাঁকে ডেরেক নো ব্রেন বলে, তার কারণ আছে । "

দিল্লি, 26 এপ্রিল : কোরোনা ইশুতে কেন্দ্র-রাজ্য টানাপোড়েন অব্যাহত ৷ এবার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ৷ " মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেভাবে কোরোনা পরিস্থিতি পরিচালনা করছেন ৷ তা অত্যন্ত লজ্জাজনক ৷ তিনি কেন্দ্রের কাছে কোরোনার মোকাবিলায় সাহায্য চাইছেন ৷ তবে তিনি কোরোনার জেরে পশ্চিমবঙ্গের পরিস্থিতি সম্পর্কে মিথ্যা কথা বলেছেন ৷ " বললেন BJP নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ৷ আজ তিনি বলেন, মুখ্যমন্ত্রী রাজ্যের কোরোনার পরিস্থিতি গোপন করতে চাইছেন ৷

বাবুল সুপ্রিয় বলেন, "অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা একসঙ্গে কাজ করছেন ৷ কেন্দ্রকে সহযোগিতা করছেন যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই লকডাউন ওঠানো যায় ৷ সেখানে এ রাজ্যের ডাক্তারদেরও কোরোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা বাড়ছে ৷ তিনি অভিযোগ করেন, তৃণমূল সরকার কেন্দ্রীয় প্রতিনিধি দলকে হেনস্থা করেছে ৷ "

তিনি আরও বলেন, তৃণমূল নেতা ডেরেক ও'ব্রায়নেরকে কেন্দ্রের প্রতিনিধি টিমের বিরুদ্ধে "জঘন্য" মন্তব্য করেছেন ৷ ডেরেক ও'ব্রায়ন বলেছিলেন, কেন্দ্রের প্রতিনিধিরা রাজ্যে পরিদর্শনে এসে বাংলায় রাজনৈতিক ভাইরাস নিয়ে এসেছে ৷ এর প্রেক্ষিতে বাবুল বলেন, " তিনি কেমন সাংসদ যে এই জাতীয় বক্তব্য পেশ করে ৷ লোকেরা তাঁকে ডেরেক নো ব্রেন বলে, তার কারণ আছে । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.