মুম্বই, 3 সেপ্টেম্বর : মহারাষ্ট্রের ONGC(ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন)-এর প্ল্যান্টে ভয়াবহ আগুন । চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে । প্রায় চার ঘণ্টা পর JNPT(জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট), নভি মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।
আজ সকাল সাতটা নাগাদ নভি মুম্বইয়ের উড়ানের ONGC-র গ্যাস কমপ্লেক্সের প্ল্যান্টে আগুন লাগে । দমকলের সঙ্গে আগুন নেভানোয় হাত লাগায় JNPT, নভি মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন । গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ ।
কী ভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি ।