ETV Bharat / bharat

মহারাষ্ট্রে ONGC-র প্ল্যান্টে আগুন, মৃত 4 - massive fire broke out

নভি মুম্বইয়ের উড়ানের ONGC-র গ্যাস কমপ্লেক্সের প্ল্যান্টে আগুন । দমকল, JNPT, নভি মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।

ongc-তে আগুন
author img

By

Published : Sep 3, 2019, 9:39 AM IST

Updated : Sep 3, 2019, 1:11 PM IST

মুম্বই, 3 সেপ্টেম্বর : মহারাষ্ট্রের ONGC(ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন)-এর প্ল্যান্টে ভয়াবহ আগুন । চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে । প্রায় চার ঘণ্টা পর JNPT(জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট), নভি মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।

আজ সকাল সাতটা নাগাদ নভি মুম্বইয়ের উড়ানের ONGC-র গ্যাস কমপ্লেক্সের প্ল্যান্টে আগুন লাগে । দমকলের সঙ্গে আগুন নেভানোয় হাত লাগায় JNPT, নভি মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন । গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ ।

উড়ানের ONGC-র গ্যাস কমপ্লেক্সের প্ল্যান্টে আগুন

কী ভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি ।

মুম্বই, 3 সেপ্টেম্বর : মহারাষ্ট্রের ONGC(ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন)-এর প্ল্যান্টে ভয়াবহ আগুন । চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে । প্রায় চার ঘণ্টা পর JNPT(জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট), নভি মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।

আজ সকাল সাতটা নাগাদ নভি মুম্বইয়ের উড়ানের ONGC-র গ্যাস কমপ্লেক্সের প্ল্যান্টে আগুন লাগে । দমকলের সঙ্গে আগুন নেভানোয় হাত লাগায় JNPT, নভি মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন । গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ ।

উড়ানের ONGC-র গ্যাস কমপ্লেক্সের প্ল্যান্টে আগুন

কী ভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি ।

New Delhi, Sep 03 (ANI): Two people lost their lives while two others were injured when the driver of a dumper truck lost control and ran over auto and pedestrians near India Gate on Man Singh Road in the wee hours of Tuesday. The dumper first hit the driver and then went on crushing into the autos and pedestrians standing near the footpath. Police have arrested the driver of the heavy vehicle. Further details are awaited.
Last Updated : Sep 3, 2019, 1:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.