হায়দরাবাদ , 21 অগাস্ট : তেলাঙ্গানায় শ্রীশৈলম জলবিদ্যুৎ কেন্দ্রে আগুন । শর্ট শার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে । ঘটনাস্থানে নয় জন বিদ্যুৎকর্মী আটকে রয়েছেন । উদ্ধারকাজ চলছে ।
শ্রীশৈলম বাঁধের তীরে অবস্থিত ওই ভূগর্ভস্থ জলবিদ্যুৎ কেন্দ্রটিতে বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ আগুন লাগে । ওইসময় 17 জন কর্মী ঘটনাস্থানে ছিলেন । তাঁদের মধ্যে 8 জনকে উদ্ধার করা গেছে । তবে বাকি নয়জন এখনও আটকে রয়েছেন । তাঁদের উদ্ধারকাজ চালাচ্ছে দমকলকর্মীরা । তবে চারিদিক ঘন কালো ধোঁয়ায় ভরে যাওয়ায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা । ইতিমধ্যেই ঘটনাস্থানে পৌঁছেছেন নগরকর্নুল জেলা কালেক্টর শারমান , মন্ত্রী জগদীশ রেড্ডি , জেনকো-র চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর প্রভাকর রাও ।
জেনকো CEO সুরেশ বলেন , "জলবিদ্যুৎ কেন্দ্রে তিনটি এমার্জেন্সি দরজা রয়েছে । এই তিনটির মধ্যে যেকোনও একটি দরজা দিয়ে আটকে পড়া কর্মীদের বের করে আনা যাবে । ধোঁয়া কমে গেলে পুরো বিষয়টা আমরা জানতে পারব । "
শ্রীশৈলম বাঁধটি কৃষ্ণা নদীর উপরে অবস্থিত যা তেলাঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের সীমানা হিসাবে কাজ করে ।