ETV Bharat / bharat

সম্পর্ক মেরামতের ইঙ্গিত ফড়নবিশের, আগামীকাল দিল্লিতে সোনিয়া-শরদ কথা - মহারাষ্ট্রের বর্তমান পরিস্থিতি

সম্পর্ক মেরামতের ইঙ্গিত দিয়ে আজ শিবসেনা প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের মৃত্যুবার্ষিকীতে পৌঁছান ফড়নবিশ । এদিকে, ঘর গোছাতে আগামীকাল NCP ও কংগ্রেস বৈঠক ।

মহারাষ্ট্র
author img

By

Published : Nov 17, 2019, 6:17 PM IST

Updated : Nov 17, 2019, 11:50 PM IST

মুম্বই, 17 নভেম্বর : মুম্বই, 17 নভেম্বর : কথায় বলে, রাজনীতিতে কোনও কিছুই চিরস্থায়ী নয় ৷ গত কয়েকদিন ধরে যে ভাবে মারাঠা ভূমের রাজনীতি আবর্তিত হচ্ছে, তাতে সেই আপ্তবাক্য সত্যি বলেই প্রমাণিত হচ্ছে ৷

শিবসেনা জানিয়ে দিয়েছে আগামীকাল থেকে রাজ্যসভায় বিরোধী আসনে বসবে তারা৷ কিন্তু, দীর্ঘদিনের জোটসঙ্গী শিবসেনাকে কাছে পেতে গেরুয়া শিবিরের চেষ্টা আজ বেশ ভালোই চোখে পড়ল ৷ সাতসকালে যে ভাবে বালাসাহেব ঠাকরের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন করতে গেলেন দেবেন্দ্র ফড়নবিশরা, তাতে সমালোচকরা মুচকি হাসতেই পারেন ৷ যদিও BJP-কে এড়িয়ে গেছে শিবসেনা নেতৃত্ব ৷ ফড়নবিশ আসার আগেই শিবাজি পার্ক ছাড়েন সেনা প্রধান উদ্ধব ও তাঁর ছেলে আদিত্য ।

মারাঠা ভূমে যখন শিবসেনা-BJP-র মধ্যে মন কষাকষি চলছে, শিবসেনা যখন মুখ্যমন্ত্রিত্ব পেতে ধনুক ভাঙা পণ করে ফেলেছে, তখনই নিজেদের ঘর গোছাতে কাল বৈঠকে বসতে চলেছেন সোনিয়া-শরদরা ৷ আজ বৈঠকের কথা থাকলেও দলীয় কর্মসূচির জন্য একদিন তা পিছিয়ে দেন পাওয়ার ৷ মনে করা হচ্ছে, সোমবার দিল্লিতেই মহারাষ্ট্রের ললাটলিখন চূড়ান্ত হয়ে যাবে ৷

এই সংক্রান্ত আরও খবর : রাষ্ট্রপতি শাসনের নামে বিধায়ক কেনা বেচা করছে BJP : শিবসেনা

এই সংক্রান্ত আরও খবর : মহারাষ্ট্রে জল মাপছে কংগ্রেস-BJP, সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে শিবসেনা

25 বছরের জোটসঙ্গী শিবসেনার সঙ্গে এবারও ভোটে লড়েছিল BJP । ম্যাজিক ফিগার 145 অনায়াসেই পেরিয়ে যায় তারা । কিন্তু, মুখ্যমন্ত্রিত্বের প্রশ্নে ফাটল দেখা দেয় তাদের মধ্যে । আড়াই বছর করে মুখ্যমন্ত্রিত্ব ভাগাভাগির বিষয়ে অনড় থাকে শিবসেনা । এর মাঝেই হস্তক্ষেপ করেন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি । তিনি প্রথমে BJP, পরে শিবসেনা ও তারপর NCP-কে ডেকে পাঠালেও কেউই সরকার গঠন নিয়ে তাদের অবস্থান জানাতে পারেনি । শিবসেনা তিন দিন সময় চাইলেও, তা দিতে চাননি রাজ্যপাল ৷ আর NCP-কে দেওয়া সময় শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেন তিনি । তাতে সিলমোহর দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা । পরে তাতে সই করেন রাষ্ট্রপতি । অর্থাৎ মহারাষ্ট্রে জারি হয় রাষ্ট্রপতি শাসন ।

এই সংক্রান্ত আরও খবর : মহারাষ্ট্রে জারি রাষ্ট্রপতি শাসন

এই সংক্রান্ত আরও খবর : মহারাষ্ট্রে সরকার গঠনে শিবসেনাকে সমর্থন দেবে কংগ্রেস ? আজ বৈঠকে সিদ্ধান্ত

এই সংক্রান্ত আরও খবর : রাজ্যপালের সময় না দেওয়ার সিদ্ধান্ত অসাংবিধানিক, সুপ্রিম কোর্টে শিবসেনা

রাজ্যপাল তাদের সময় না দেওয়ায় প্রশ্ন তোলে শিবসেনা । যায় সুপ্রিম কোর্টে । রাজ্যপাল সরকার গড়ার ব্যাপারে তাদের সময় দেয়নি বলে অভিযোগ জানায় । এরই মধ্যে সরকার গড়ার ব্যাপারে NCP ও কংগ্রেসের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে থাকে সেনা । টানা দু'দিন এই নিয়ে শরদ পাওয়ারের বৈঠকও করেন উদ্ধব । ফোনে কথা হয় কংগ্রেসের অন্তর্বতীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গেও । যদিও পুরো বিষয়টি নিয়ে ধীরে চলার নীতি নিয়েই চলছে কংগ্রেস ও NCP । কাল সোনিয়া-পাওয়ার কথার পরই শিবসেনাকে সমর্থনের বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে । সেই বৈঠকেই ঠিক হতে পারে মহারাষ্ট্রের ভবিষ্যৎ।

মুম্বই, 17 নভেম্বর : মুম্বই, 17 নভেম্বর : কথায় বলে, রাজনীতিতে কোনও কিছুই চিরস্থায়ী নয় ৷ গত কয়েকদিন ধরে যে ভাবে মারাঠা ভূমের রাজনীতি আবর্তিত হচ্ছে, তাতে সেই আপ্তবাক্য সত্যি বলেই প্রমাণিত হচ্ছে ৷

শিবসেনা জানিয়ে দিয়েছে আগামীকাল থেকে রাজ্যসভায় বিরোধী আসনে বসবে তারা৷ কিন্তু, দীর্ঘদিনের জোটসঙ্গী শিবসেনাকে কাছে পেতে গেরুয়া শিবিরের চেষ্টা আজ বেশ ভালোই চোখে পড়ল ৷ সাতসকালে যে ভাবে বালাসাহেব ঠাকরের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন করতে গেলেন দেবেন্দ্র ফড়নবিশরা, তাতে সমালোচকরা মুচকি হাসতেই পারেন ৷ যদিও BJP-কে এড়িয়ে গেছে শিবসেনা নেতৃত্ব ৷ ফড়নবিশ আসার আগেই শিবাজি পার্ক ছাড়েন সেনা প্রধান উদ্ধব ও তাঁর ছেলে আদিত্য ।

মারাঠা ভূমে যখন শিবসেনা-BJP-র মধ্যে মন কষাকষি চলছে, শিবসেনা যখন মুখ্যমন্ত্রিত্ব পেতে ধনুক ভাঙা পণ করে ফেলেছে, তখনই নিজেদের ঘর গোছাতে কাল বৈঠকে বসতে চলেছেন সোনিয়া-শরদরা ৷ আজ বৈঠকের কথা থাকলেও দলীয় কর্মসূচির জন্য একদিন তা পিছিয়ে দেন পাওয়ার ৷ মনে করা হচ্ছে, সোমবার দিল্লিতেই মহারাষ্ট্রের ললাটলিখন চূড়ান্ত হয়ে যাবে ৷

এই সংক্রান্ত আরও খবর : রাষ্ট্রপতি শাসনের নামে বিধায়ক কেনা বেচা করছে BJP : শিবসেনা

এই সংক্রান্ত আরও খবর : মহারাষ্ট্রে জল মাপছে কংগ্রেস-BJP, সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে শিবসেনা

25 বছরের জোটসঙ্গী শিবসেনার সঙ্গে এবারও ভোটে লড়েছিল BJP । ম্যাজিক ফিগার 145 অনায়াসেই পেরিয়ে যায় তারা । কিন্তু, মুখ্যমন্ত্রিত্বের প্রশ্নে ফাটল দেখা দেয় তাদের মধ্যে । আড়াই বছর করে মুখ্যমন্ত্রিত্ব ভাগাভাগির বিষয়ে অনড় থাকে শিবসেনা । এর মাঝেই হস্তক্ষেপ করেন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি । তিনি প্রথমে BJP, পরে শিবসেনা ও তারপর NCP-কে ডেকে পাঠালেও কেউই সরকার গঠন নিয়ে তাদের অবস্থান জানাতে পারেনি । শিবসেনা তিন দিন সময় চাইলেও, তা দিতে চাননি রাজ্যপাল ৷ আর NCP-কে দেওয়া সময় শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেন তিনি । তাতে সিলমোহর দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা । পরে তাতে সই করেন রাষ্ট্রপতি । অর্থাৎ মহারাষ্ট্রে জারি হয় রাষ্ট্রপতি শাসন ।

এই সংক্রান্ত আরও খবর : মহারাষ্ট্রে জারি রাষ্ট্রপতি শাসন

এই সংক্রান্ত আরও খবর : মহারাষ্ট্রে সরকার গঠনে শিবসেনাকে সমর্থন দেবে কংগ্রেস ? আজ বৈঠকে সিদ্ধান্ত

এই সংক্রান্ত আরও খবর : রাজ্যপালের সময় না দেওয়ার সিদ্ধান্ত অসাংবিধানিক, সুপ্রিম কোর্টে শিবসেনা

রাজ্যপাল তাদের সময় না দেওয়ায় প্রশ্ন তোলে শিবসেনা । যায় সুপ্রিম কোর্টে । রাজ্যপাল সরকার গড়ার ব্যাপারে তাদের সময় দেয়নি বলে অভিযোগ জানায় । এরই মধ্যে সরকার গড়ার ব্যাপারে NCP ও কংগ্রেসের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে থাকে সেনা । টানা দু'দিন এই নিয়ে শরদ পাওয়ারের বৈঠকও করেন উদ্ধব । ফোনে কথা হয় কংগ্রেসের অন্তর্বতীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গেও । যদিও পুরো বিষয়টি নিয়ে ধীরে চলার নীতি নিয়েই চলছে কংগ্রেস ও NCP । কাল সোনিয়া-পাওয়ার কথার পরই শিবসেনাকে সমর্থনের বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে । সেই বৈঠকেই ঠিক হতে পারে মহারাষ্ট্রের ভবিষ্যৎ।

New Delhi, Nov 17 (ANI): Union Home Minister Amit Shah arrived for the all-party meeting in Delhi on Nov 17. Union Ministers Thawarchand Gehlot and Arjun Ram Meghwal also arrived for the meeting. BSP MP Satish Chandra Mishra, TMC MP Derek O'Brien arrived for meeting. LJP MP Chirag Paswan and Congress MP Adhir Ranjan Chowdhury also joined. All-party meeting was called by Union Parliamentary Affairs Minister Pralhad Joshi, ahead of winter session of Parliament. It is underway at the Parliament Library Building.
Last Updated : Nov 17, 2019, 11:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.