ETV Bharat / bharat

4 রাজ্য থেকে আগতদের কোরোনা পরীক্ষা বাধ্যতামূলক করল মহারাষ্ট্র - Covid Report Must for travelling Maharashtra

দিল্লি, গুজরাত, রাজস্থান ও গোয়া থেকে মহারাষ্ট্রে আগত প্রত্যেক যাত্রীর জন্য RT-PCR পরীক্ষা বাধ্যতামূলক করল মহারাষ্ট্র সরকার । প্রত্যেকের কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হতে হবে ।

Maharashtra COVID 19 cases
প্রতীকী ছবি
author img

By

Published : Nov 23, 2020, 10:47 PM IST

মুম্বই, 23 নভেম্বর : কোরোনার প্রাদুর্ভাবের পর থেকে লাগামছাড়াভাবে কোরোনার সংক্রমণ বাড়তে শুরু করেছিল মহারাষ্ট্রে । যদিও এখন তা অনেকটাই নিয়ন্ত্রণে । এরই মধ্যে নতুন গাইডলাইন প্রকাশ করল মহারাষ্ট্র সরকার । দিল্লি, গুজরাত, রাজস্থান ও গোয়া থেকে মহারাষ্ট্রে আগত প্রত্যেক যাত্রীর জন্য RT-PCR পরীক্ষা বাধ্যতামূলক করল মহারাষ্ট্র সরকার । প্রত্যেকের কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হতে হবে ।

ট্রেনে বা বিমানে উভয় পথেই আগত যাত্রীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে । ট্রেনে বা বিমানে ওঠার আগে যাত্রীদের কোরোনা নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে । বিমানের ক্ষেত্রে অবতরণের 72 ঘণ্টা পরীক্ষা করাতে হবে । ট্রেনের ক্ষেত্রে যাত্রীদের 96 ঘণ্টা আগে পরীক্ষা করাতে হবে । যে সমস্ত ট্রেনগুলি এই সমস্ত রাজ্যগুলির অন্তর্গত কোনও স্টেশনে থামবে, সেই সব ট্রেনের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে ।

যে যাত্রীরা বিমানবন্দরে পৌঁছানোর আগে পরীক্ষা করাবেন না, তাঁদের জন্য বিমানবন্দরেই কোরোনা পরীক্ষার বিশেষ কেন্দ্র থাকবে । সেখানে নিজ খরচে যাত্রীদের কোরোনা পরীক্ষা করাতে হবে । আর ট্রেনযাত্রীদের ক্ষেত্রে যদি কেউ আগে থেকে পরীক্ষা না করান, তবে গন্তব্য স্টেশনে পৌঁছানোর পর যাত্রীদের কোনও উপসর্গ আছে কি না তা দেখা হবে । যদি উপসর্গ থাকে তবে ব়্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করানো হবে ।

মুম্বই, 23 নভেম্বর : কোরোনার প্রাদুর্ভাবের পর থেকে লাগামছাড়াভাবে কোরোনার সংক্রমণ বাড়তে শুরু করেছিল মহারাষ্ট্রে । যদিও এখন তা অনেকটাই নিয়ন্ত্রণে । এরই মধ্যে নতুন গাইডলাইন প্রকাশ করল মহারাষ্ট্র সরকার । দিল্লি, গুজরাত, রাজস্থান ও গোয়া থেকে মহারাষ্ট্রে আগত প্রত্যেক যাত্রীর জন্য RT-PCR পরীক্ষা বাধ্যতামূলক করল মহারাষ্ট্র সরকার । প্রত্যেকের কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হতে হবে ।

ট্রেনে বা বিমানে উভয় পথেই আগত যাত্রীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে । ট্রেনে বা বিমানে ওঠার আগে যাত্রীদের কোরোনা নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে । বিমানের ক্ষেত্রে অবতরণের 72 ঘণ্টা পরীক্ষা করাতে হবে । ট্রেনের ক্ষেত্রে যাত্রীদের 96 ঘণ্টা আগে পরীক্ষা করাতে হবে । যে সমস্ত ট্রেনগুলি এই সমস্ত রাজ্যগুলির অন্তর্গত কোনও স্টেশনে থামবে, সেই সব ট্রেনের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে ।

যে যাত্রীরা বিমানবন্দরে পৌঁছানোর আগে পরীক্ষা করাবেন না, তাঁদের জন্য বিমানবন্দরেই কোরোনা পরীক্ষার বিশেষ কেন্দ্র থাকবে । সেখানে নিজ খরচে যাত্রীদের কোরোনা পরীক্ষা করাতে হবে । আর ট্রেনযাত্রীদের ক্ষেত্রে যদি কেউ আগে থেকে পরীক্ষা না করান, তবে গন্তব্য স্টেশনে পৌঁছানোর পর যাত্রীদের কোনও উপসর্গ আছে কি না তা দেখা হবে । যদি উপসর্গ থাকে তবে ব়্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করানো হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.