দিল্লি, 18 নভেম্বর : মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে টানাপোড়েন অব্যাহত ৷ বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের 25 দিন পরেও মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর কুর্সি এখনও ফাঁকা ৷ সোনিয়া গান্ধির সঙ্গে বৈঠকের আগেই খানিকটা বেসুরো ঠেকেছিল ৷ সোনিয়া গান্ধির সঙ্গে শরদ পাওারের বৈঠকের পরেও ঝুলে রইল মহারাষ্ট্রের সরকার গঠনের বিষয়টি ৷ আজ বৈঠকের আগেই NCP নেতা শরদ পাওয়ারের একটি মন্তব্য ঘিরে বিভ্রান্তি তৈরি হয় রাজনৈতিক মহলে ৷ NCP নিজস্ব রাজনীতি করবে, পাওয়ারের এই মন্তব্য ঘিরেই জল্পনার সূত্রপাত ৷ দীর্ঘদিনের 'বন্ধু' BJP-শিবসেনা কি মনোমালিন্য ভুলে ফের কাছাকাছি আসতে চলেছে? সোনিয়া গান্ধির সঙ্গে বৈঠকের ঠিক আগে এমন প্রশ্ন উঠে আসে পাওয়ারের এই মন্তব্যকে ঘিরে ৷
বৈঠকের পরেও মিলল না সমাধান ৷ সোনিয়ার সঙ্গে সাক্ষাতের পর পাওয়ার জানালেন, সরকার গঠনের জন্য আরও আলোচনা প্রয়োজন ৷
পাওয়ারের কথায়, ''মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে৷ আমি কংগ্রেস সভানেত্রীকে বলেছি বিষয়গুলি নিয়ে ৷ একে অ্যান্টনিও উপস্থিত ছিলেন সেখানে ৷ কংগ্রেস-NCP আবারও সাক্ষাৎ করবে ৷ আবারও আলোচনা করে এসে জানাবে ৷ ''
রবিবার সোনিয়া গান্ধির সঙ্গে শরদ পাওয়ারের বৈঠক স্থগিত হয়ে যায় ৷ সোমবার কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রীর সঙ্গে বৈঠকের আগে শরদ পাওয়ার জানান, তাঁদের দল নিজস্ব রাজনীতি করবে ৷ BJP ও শিবসেনাকে নিজেদের পথ বেছে নিতে হবে ৷ তার মন্তব্যের ফলে বিকল্প জোটের সরকার গঠন নিয়ে জল্পনা শুরু হয়েছে ৷ NCP-এর সঙ্গে শিবসেনার সরকার গঠনের বিষয়ে পাওয়ারকে প্রশ্ন করা হয় ৷ এর উত্তরে পাওয়ার বলেন, ''তাই নাকি'' । এরপরই শিবসেনা, কংগ্রেস ও NCP মিলে মহারাষ্ট্রে আদৌ সরকার গঠন করবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷
প্রথম থেকেই শিবসেনা ও কংগ্রেসের মধ্যে সেতুবন্ধনের কাজটি করে চলেছেন পাওয়ার ৷ সোনিয়া গান্ধির সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন তিনি ৷ সেই প্রসঙ্গে পাওয়ার বলেন, ''শিবসেনা-BJP নির্বাচনে পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে ৷ কংগ্রেস-NCP পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে ৷ নিজেদের পথ নিজেদেরই খুঁজে নিতে হবে দলগুলিকে ৷ আমাদের নিজস্ব রাজনীতি করতে হবে ৷ ''
এরপরই পাওয়ারকে প্রশ্ন করা হয়, মহারাষ্ট্রে কংগ্রেস, NCP ও শিবসেনা মিলে সরকার গঠন করছে কি না ৷ সেই প্রসঙ্গেই পাওয়ার বলেন, ''তাই নাকি?'' এরপরই শুরু জল্পনা ৷ একদিকে বাল ঠাকরের মৃত্যুবার্ষিকীতে দেবেন্দ্র ফড়নবিশের শ্রদ্ধাজ্ঞাপন করতে যাওয়ার পর মনে করা হচ্ছিল পুরোনো বন্ধুত্ব ফের ঝালিয়ে নিতে চলেছে BJP-শিবসেনা ৷ পাওয়ারের মন্তব্য কি সেই সখ্যতারই ইঙ্গিত বহন করছে? যদিও NCP নেতাদের দাবি, পাওয়ারের মনে হয়েছিল, প্রশ্নটি অন্তঃসারশূন্য ৷ তাই তিনি এমনটা বলেছেন ৷ এর মধ্যে আরও কোনও জটিলতা নেই ৷
মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে আজ সন্ধ্যায় সোনিয়ার সঙ্গে বৈঠক করতে দিল্লিতে এসেছেন শরদ পাওয়ার । সেখানে NDA-বিরোধী জোট সরকারের সম্ভাবনার কথা জানতে চাইলে পাওয়ার এমন মন্তব্য করেন ৷ প্রথম থেকেই পৃথক মতাদর্শের শিবসেনার সঙ্গে জোট গঠন নিয়ে সন্দিহান কংগ্রেস সভানেত্রী ৷ এদিকে রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, কেন্দ্র একেবারেই চায় না যে NCP-কে নিয়ে শিবসেনার সঙ্গে জোট গড়ে কংগ্রেস মহারাষ্ট্রের কুর্সির দখল নিক ৷ শুক্রবারও পাওয়ার এই জোট গঠনের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন ৷ তারপর এই মন্তব্য ৷ আজ সন্ধ্যায় কংগ্রেস সভানেত্রীর সঙ্গে বৈঠকের পর ধোঁয়াশা খানিকটা দূর হবে বলে মনে করা হয়েছিল ৷ কিন্তু পাওয়ার জানালেন, আরও আলোচনা প্রয়োজন ৷ তাই ঝুলেই রইল মহারাষ্ট্রের ভবিষ্যৎ ৷