ETV Bharat / bharat

পুনে থেকে গ্রেপ্তার JMB জঙ্গি, উদ্ধার ISIS-র পোস্টার - terrorist

পুনে থেকে জঙ্গি সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বিহার ও মহারাষ্ট্রের অ্যান্টি টেরোরিজ়ম স্কয়্যাড(ATS)।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Mar 28, 2019, 9:40 PM IST

পুনে, 28 মার্চ : জঙ্গি সন্দেহে পুনে থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বিহার ও মহারাষ্ট্রের অ্যান্টি টেরোরিজ়ম স্কয়্যাড(ATS)। ধৃত শরিয়ত মণ্ডল বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন(JMB)-র সদস্য।

25 মার্চ বিহারের অ্যান্টি টেরোরিজ়ম স্কয়্যাড(ATS) পটনা থেকে দুই বাংলাদেশি জঙ্গিকে গ্রেপ্তার করে। ধৃত খাইরুল মণ্ডল ও আবু সুলতান বাংলাদেশের খুলনা ও চাপাতাল্লার বাসিন্দা। এদের জেরা করে উঠে আসে শরিয়তের নামে। আজ পুনেতে অভিযান চালায় বিহার ও মহারাষ্ট্রের ATS। গ্রেপ্তার করা হয় শরিয়ত মণ্ডলকে।

ধৃতের কাছে থেকে জঙ্গি সংগঠন ISIS-র পোস্টার ও বেশকিছু নথি উদ্ধার হয়েছে। আরও জানা গেছে, সে নাকি পশ্চিমবঙ্গ, কেরালা, দিল্লি ও বিহারেও গিয়েছিল।

পুনে, 28 মার্চ : জঙ্গি সন্দেহে পুনে থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বিহার ও মহারাষ্ট্রের অ্যান্টি টেরোরিজ়ম স্কয়্যাড(ATS)। ধৃত শরিয়ত মণ্ডল বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন(JMB)-র সদস্য।

25 মার্চ বিহারের অ্যান্টি টেরোরিজ়ম স্কয়্যাড(ATS) পটনা থেকে দুই বাংলাদেশি জঙ্গিকে গ্রেপ্তার করে। ধৃত খাইরুল মণ্ডল ও আবু সুলতান বাংলাদেশের খুলনা ও চাপাতাল্লার বাসিন্দা। এদের জেরা করে উঠে আসে শরিয়তের নামে। আজ পুনেতে অভিযান চালায় বিহার ও মহারাষ্ট্রের ATS। গ্রেপ্তার করা হয় শরিয়ত মণ্ডলকে।

ধৃতের কাছে থেকে জঙ্গি সংগঠন ISIS-র পোস্টার ও বেশকিছু নথি উদ্ধার হয়েছে। আরও জানা গেছে, সে নাকি পশ্চিমবঙ্গ, কেরালা, দিল্লি ও বিহারেও গিয়েছিল।

Okinawa (Japan), Mar 28 (ANI): Okinawa is one of the famous resort destinations in Japan. In 2017, the number of tourists visiting Okinawa was about 9,390,000 people that even exceeded the number of tourists in Hawaii for the first time. There are many attractions for visiting Okinawa among tourists such as enjoying nature and beach, experience culture of Okinawa. "Hotel Nikko Alivila" is located in the center of Okinawa and is blessed with abundant nature. The hotel has highest reputation around there and many tourists from oversea visit and stay. The design of the hotel is based on exotic Spanish colonial style. It offers various services such as spacious guest room all in comfortable size and variety of restaurant's food, which make guests feel welcomed. Guests can also enjoy various views of the sea. The number of couples having wedding in Okinawa is increasing. Hotel Nikko Alivila has a lot of guests for the purpose of wedding. Also, it offers arranging wedding plan. Many tourists love the romantic set and choose the location for wedding. This rental car shop "Okinawa Tourist Service" has started insurance service for the tourists who use its services. In light of the growing need for medical environment for foreign tourists visiting Japan, this insurance company provides service that allows them to do cashless transactions at affiliated hospitals for treatment cost. Generous guarantee system now attracts many travelers and 80 percent of insured are international tourists. Special hospitality in great resort attracts many tourists from oversea and contributes to boosting the popularity of destination.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.