ETV Bharat / bharat

মুখ্যমন্ত্রীর বাসভবনের সাড়ে 7 লাখ টাকা জলের বিল বকেয়া - mumbai

ফড়ণবিশের সরকারি বাসভবন "বর্ষা"-কে ডিফল্টার ঘোষণা করেছে বৃহন্মুম্বই পৌরনিগম (BMC) । ফড়ণবিশের এই বাসভবনের প্রায় সাড়ে সাত লাখ টাকার জলের বিল বাকি রয়েছে ।

ফড়ণবিশ
author img

By

Published : Jun 24, 2019, 9:13 PM IST

মুম্বই, 24 জুন : বিধানসভা নির্বাচনের আগে অস্বস্তিকর পরিস্থিতিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ । ফড়ণবিশের সরকারি বাসভবন "বর্ষা"-কে ডিফল্টার ঘোষণা করেছে বৃহন্মুম্বই পৌরনিগম (BMC) । ফড়ণবিশের এই বাসভবনের প্রায় সাড়ে সাত লাখ টাকার জলের বিল বাকি রয়েছে । যার জেরে তাঁর বাসভবনকে ডিফল্টার ঘোষণা করা হয়েছে বলে জানা গিয়েছে ।

তবে শুধু মুখ্যমন্ত্রীই নন, রাজ্য সরকারের মোট 18 জন মন্ত্রীর বাসভবনকে ডিফল্টার ঘোষণা করা হয়েছে । এই তালিকায় সুধীর মুনগানতিওয়ার, বিনোদ তাওড়ে, পঙ্কজা মুন্ডে, একনাথ শিন্ডে এবং রামদাস কদমের মতো মন্ত্রীরাও রয়েছেন ।

এক RTI-র মাধ্যমে এই সকল মন্ত্রীদের বাসভবনের জলের বিল বকেয়ার বিষয়টি প্রকাশ্যে এসেছে । জানা গেছে, মহারাষ্ট্রে সরকারি বাসভবনগুলো থেকেই BMC জলের বিল বাবদ প্রায় 8 কোটি টাকা পায় । RTI থেকে জানা গেছে, 2001 সাল থেকে বিভিন্ন সরকারি বাসভবনগুলোর জলের বিল মেটানো হয়নি ।

মুম্বই, 24 জুন : বিধানসভা নির্বাচনের আগে অস্বস্তিকর পরিস্থিতিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ । ফড়ণবিশের সরকারি বাসভবন "বর্ষা"-কে ডিফল্টার ঘোষণা করেছে বৃহন্মুম্বই পৌরনিগম (BMC) । ফড়ণবিশের এই বাসভবনের প্রায় সাড়ে সাত লাখ টাকার জলের বিল বাকি রয়েছে । যার জেরে তাঁর বাসভবনকে ডিফল্টার ঘোষণা করা হয়েছে বলে জানা গিয়েছে ।

তবে শুধু মুখ্যমন্ত্রীই নন, রাজ্য সরকারের মোট 18 জন মন্ত্রীর বাসভবনকে ডিফল্টার ঘোষণা করা হয়েছে । এই তালিকায় সুধীর মুনগানতিওয়ার, বিনোদ তাওড়ে, পঙ্কজা মুন্ডে, একনাথ শিন্ডে এবং রামদাস কদমের মতো মন্ত্রীরাও রয়েছেন ।

এক RTI-র মাধ্যমে এই সকল মন্ত্রীদের বাসভবনের জলের বিল বকেয়ার বিষয়টি প্রকাশ্যে এসেছে । জানা গেছে, মহারাষ্ট্রে সরকারি বাসভবনগুলো থেকেই BMC জলের বিল বাবদ প্রায় 8 কোটি টাকা পায় । RTI থেকে জানা গেছে, 2001 সাল থেকে বিভিন্ন সরকারি বাসভবনগুলোর জলের বিল মেটানো হয়নি ।

Chennai (Tamil Nadu), Jun 24 (ANI): Dravida Munnetra Kazhagam (DMK) held protest in Chepauk area of Chennai. The protest is being staged against the Tamil Nadu government over acute water crisis in the city. DMK president MK Stalin led the demonstration in which he was seen carrying a pot in his hands. The protesters waved DMK flags and held bright plastic pots to make a vivid display of the protest. The protest took place in the wake of the scarce water supply in the southern state of Tamil Nadu. This water crisis seems to be a pressuring issue in the neighboring state as well.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.