ETV Bharat / bharat

রাত থেকে আটকে ছিল মহালক্ষ্মী এক্সপ্রেস, কপ্টার-নৌকা নিয়ে বিকেলে উদ্ধার 900 - মহালক্ষ্মী এক্সপ্রেস

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, মহালক্ষ্মী এক্সপ্রেস থেকে যাত্রীদের উদ্ধার করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, বায়ুসেনা, নৌ সেনা, সেনা ৷

পাঁচ ঘণ্টা কোমর জলে মহালক্ষ্মী এক্সপ্রেস
author img

By

Published : Jul 27, 2019, 6:56 PM IST

Updated : Jul 27, 2019, 7:02 PM IST

মুম্বই, 27 জুলাই : শুক্রবার রাতভর প্রবল বর্ষণে প্রায় জলের তলায় বাণিজ্যনগরী । রাতভর এত জোরে বৃষ্টি হয়েছে যে কয়েকশ যাত্রীসহ বদলাপুর ও ওয়াঙ্গানির মধ্যে একটি জায়গায় দাঁড়িয়ে পড়তে হয় মু্ম্বই-কোলাপুর মহালক্ষ্মী এক্সপ্রেসকে । অবশেষে কপ্টার ও বোটের সাহায্যে উদ্ধার 900 যাত্রী ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, মহালক্ষ্মী এক্সপ্রেস থেকে যাত্রীদের উদ্ধার করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, বায়ুসেনা, নৌ সেনা, সেনা ৷

রেললাইনের 2 ফুট উপর দিয়ে বইছিল উল্লাস নদীর স্রোত ৷ জনমানবহীন এলাকায় ওই এক্সপ্রেসে আটকে পড়া যাত্রীদের জল ও খাবার দিতে যান রেল পুলিশ বাহিনীর কর্মীরা । যায় মুম্বই পুলিশ । যাত্রীদের উদ্ধার করতে রওনা হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) কর্মীরাও । রেল সূত্রে খবর, প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর প্রত্যেককেই উদ্ধার করা হয়েছে ৷ যাত্রীদের মধ্যে 9 জন ছিলেন সন্তানসম্ভবা । প্রাথমিক চিকিৎসার জন্য তাঁদের কয়েক জনকে পাঠানো হয়েছে স্থানীয় হাসপাতালে । যাত্রীদের একাংশ দাবি করেছেন, প্রায় 15 ঘণ্টা তাঁরা আতঙ্কের মধ্যে সময় পার করেছেন ৷

যাত্রীদের মধ্যে আতঙ্ক দূর করতে ট্রেন থেকে নীচে নামতে বারণ করেছিল রেলমন্ত্রক ৷ প্রবল বর্ষণে কিছুই দৃশ্যমান না হওয়ায় বাতিল হয় 11টি বিমান । যে বিমানগুলির মুম্বইয়ে নামার কথা ছিল, সেগুলির গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে । ব্যাহত হয়েছে বেশ কয়েকটি এলাকায় ট্রেন চলাচলও ।

মহালক্ষ্মী এক্সপ্রেসের চাকা আটকে যাওয়ায় বিপত্তি ঘটে ৷ ফলে ওই লাইনে পর পর সার দিয়ে দাঁড়িয়ে যায় একের পর এক এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন । ফলে, ওই এলাকা ও লাগোয়া অঞ্চলগুলিতে প্রায় 12 থেকে 14 ঘণ্টার জন্য সম্পূর্ণ অকেজো হয়ে পড়ে ট্রেন চলাচল । গোটা পরিস্থিতির উপর নজর রাখতে মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ । মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, উদ্ধার হওয়া যাত্রীদের নিরাপদ জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে, বদলাপুরে আশ্রয়েরও ব্যবস্থা করা হয়েছে তাঁদের জন্য৷

এদিকে, আজও ভারী বৃষ্টি শুরু চলছে মুম্বইয়ে । মুষলধারায় বৃষ্টির জেরে বাণিজ্যনগরীর বিভিন্ন প্রান্ত জলমগ্ন । আবহাওয়া অফিসের তরফে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে । টানা বৃষ্টির জেরে কল্যাণ এলাকায় একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে ৷ এ ঘটনায় আহত হয়েছেন একজন । কয়েকদিন আগেও বৃষ্টিতে জলবন্দী হয়ে পড়েছিল মুম্বই ।

মুম্বই, 27 জুলাই : শুক্রবার রাতভর প্রবল বর্ষণে প্রায় জলের তলায় বাণিজ্যনগরী । রাতভর এত জোরে বৃষ্টি হয়েছে যে কয়েকশ যাত্রীসহ বদলাপুর ও ওয়াঙ্গানির মধ্যে একটি জায়গায় দাঁড়িয়ে পড়তে হয় মু্ম্বই-কোলাপুর মহালক্ষ্মী এক্সপ্রেসকে । অবশেষে কপ্টার ও বোটের সাহায্যে উদ্ধার 900 যাত্রী ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, মহালক্ষ্মী এক্সপ্রেস থেকে যাত্রীদের উদ্ধার করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, বায়ুসেনা, নৌ সেনা, সেনা ৷

রেললাইনের 2 ফুট উপর দিয়ে বইছিল উল্লাস নদীর স্রোত ৷ জনমানবহীন এলাকায় ওই এক্সপ্রেসে আটকে পড়া যাত্রীদের জল ও খাবার দিতে যান রেল পুলিশ বাহিনীর কর্মীরা । যায় মুম্বই পুলিশ । যাত্রীদের উদ্ধার করতে রওনা হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) কর্মীরাও । রেল সূত্রে খবর, প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর প্রত্যেককেই উদ্ধার করা হয়েছে ৷ যাত্রীদের মধ্যে 9 জন ছিলেন সন্তানসম্ভবা । প্রাথমিক চিকিৎসার জন্য তাঁদের কয়েক জনকে পাঠানো হয়েছে স্থানীয় হাসপাতালে । যাত্রীদের একাংশ দাবি করেছেন, প্রায় 15 ঘণ্টা তাঁরা আতঙ্কের মধ্যে সময় পার করেছেন ৷

যাত্রীদের মধ্যে আতঙ্ক দূর করতে ট্রেন থেকে নীচে নামতে বারণ করেছিল রেলমন্ত্রক ৷ প্রবল বর্ষণে কিছুই দৃশ্যমান না হওয়ায় বাতিল হয় 11টি বিমান । যে বিমানগুলির মুম্বইয়ে নামার কথা ছিল, সেগুলির গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে । ব্যাহত হয়েছে বেশ কয়েকটি এলাকায় ট্রেন চলাচলও ।

মহালক্ষ্মী এক্সপ্রেসের চাকা আটকে যাওয়ায় বিপত্তি ঘটে ৷ ফলে ওই লাইনে পর পর সার দিয়ে দাঁড়িয়ে যায় একের পর এক এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন । ফলে, ওই এলাকা ও লাগোয়া অঞ্চলগুলিতে প্রায় 12 থেকে 14 ঘণ্টার জন্য সম্পূর্ণ অকেজো হয়ে পড়ে ট্রেন চলাচল । গোটা পরিস্থিতির উপর নজর রাখতে মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ । মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, উদ্ধার হওয়া যাত্রীদের নিরাপদ জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে, বদলাপুরে আশ্রয়েরও ব্যবস্থা করা হয়েছে তাঁদের জন্য৷

এদিকে, আজও ভারী বৃষ্টি শুরু চলছে মুম্বইয়ে । মুষলধারায় বৃষ্টির জেরে বাণিজ্যনগরীর বিভিন্ন প্রান্ত জলমগ্ন । আবহাওয়া অফিসের তরফে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে । টানা বৃষ্টির জেরে কল্যাণ এলাকায় একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে ৷ এ ঘটনায় আহত হয়েছেন একজন । কয়েকদিন আগেও বৃষ্টিতে জলবন্দী হয়ে পড়েছিল মুম্বই ।

Onboard, July 27 (ANI): Mahalaxmi Express held up between Badlapur and Vangani due to heavy rainfall on Saturday morning. Around 700 passengers stuck in the train. Railway Protection Force and police have reached the site where the train is held up. A team of National Disaster Response Force (NDRF) arrived at the location as well. Naval helicopter also came for patrolling.

Last Updated : Jul 27, 2019, 7:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.