ETV Bharat / bharat

মহারাষ্ট্রে আদিবাসী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

author img

By

Published : Oct 25, 2020, 12:55 PM IST

বছর ষোলোর ওই কিশোরী গবাদি পশু নিয়ে মাঠে গিয়েছিল ৷ সেই সময় অভিযুক্ত ব্য়ক্তি তাকে ঝোপের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ৷

maha-teenaged-tribal-girl-raped-in-palghar
মহারাষ্ট্রে আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ

পালঘর(মহারাষ্ট্র), 25 অক্টোবর : পালঘরে আদিবাসী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল ৷ এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির 376 ধারায় ধর্ষণ এবং POCSO আইনে মামলা রুজু করা হয়েছে ৷ এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি ৷

21 অক্টোবর মহারাষ্ট্রের পালঘর জেলার মানোরে এই ঘটনাটি ঘটে ৷ পুলিশ সূত্রে খবর, বছর ষোলোর ওই কিশোরী গবাদি পশু মাঠে নিয়ে গিয়েছিল ৷ সেই সময় অভিযুক্ত ব্য়ক্তি তাকে ঝোপের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ৷ শুক্রবার কিশোরীর অভিযোগের ভিত্তিতে পুলিশ FIR দায়ের করে তদন্ত শুরু করেছে ৷

এদিকে নাগপুরে দুই বোনকে খেলনা বন্দুক দেখিয়ে অপহরণের চেষ্টায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আম্বাজারি থানার পুলিশ ৷ জানা গিয়েছে, শনিবার দুই বোন শপিং মল থেকে কেনাকাটা করে গাড়িতে এসে বসে ৷ তখনই রোশন খান্ডেকার নামে ওই অভিযুক্ত একটি বন্দুক নিয়ে গাড়িতে ঢোকে ৷ এরপর তাঁদের জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ৷ তবে, দু’জনে চিৎকার শুরু করলে রোশন পালিয়ে যায় ৷ পরে ধানতোলি থানায় আত্মসমর্পণ করে সে ৷

পালঘর(মহারাষ্ট্র), 25 অক্টোবর : পালঘরে আদিবাসী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল ৷ এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির 376 ধারায় ধর্ষণ এবং POCSO আইনে মামলা রুজু করা হয়েছে ৷ এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি ৷

21 অক্টোবর মহারাষ্ট্রের পালঘর জেলার মানোরে এই ঘটনাটি ঘটে ৷ পুলিশ সূত্রে খবর, বছর ষোলোর ওই কিশোরী গবাদি পশু মাঠে নিয়ে গিয়েছিল ৷ সেই সময় অভিযুক্ত ব্য়ক্তি তাকে ঝোপের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ৷ শুক্রবার কিশোরীর অভিযোগের ভিত্তিতে পুলিশ FIR দায়ের করে তদন্ত শুরু করেছে ৷

এদিকে নাগপুরে দুই বোনকে খেলনা বন্দুক দেখিয়ে অপহরণের চেষ্টায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আম্বাজারি থানার পুলিশ ৷ জানা গিয়েছে, শনিবার দুই বোন শপিং মল থেকে কেনাকাটা করে গাড়িতে এসে বসে ৷ তখনই রোশন খান্ডেকার নামে ওই অভিযুক্ত একটি বন্দুক নিয়ে গাড়িতে ঢোকে ৷ এরপর তাঁদের জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ৷ তবে, দু’জনে চিৎকার শুরু করলে রোশন পালিয়ে যায় ৷ পরে ধানতোলি থানায় আত্মসমর্পণ করে সে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.