ETV Bharat / bharat

মধ্যপ্রদেশে স্টেট ব্যাঙ্ক থেকে নিখোঁজ 100 প্যাকেট সোনা - IPC section 409

মধ্যপ্রদেশের স্টেশন রোড এলাকার সেস্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক শাখা থেকে নিখোঁজ গেল সোনার 100টি প্যাকেট । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 13, 2020, 11:13 AM IST

শেওপুর (মধ্যপ্রদেশ), 12 মে : সেস্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক শাখা থেকে নিখোঁজ গেল সোনার 100টি প্যাকেট । ঘটনাটি মধ্যপ্রদেশের স্টেশন রোডের SBI শাখার । ঘটনার জেরে অভিযোগ দায়ের করা হয়েছে থানায় ।

এই বিষয়ে শেওপুর জেলা পুলিশ সুপার সম্রাট উপাধ্যায় জানিয়েছেন, 9 জুন ব্যাঙ্কের কর্তারা বিষয়টি লক্ষ্য করেন । সেফটি ভালব রুম থেকে প্রায় 101টি প্যাকেট ভরতি সোনা নিখোঁজ দেখেন তাঁরা । যেহেতু এই কক্ষের আসল চাবি আগেই হারিয়ে গেছিল , সেই কারণে এটা পরিষ্কার যে রুমটি নকল চাবি দিয়ে খোলা হয়েছে । এরপরই থানায় অভিযোগ জানানো হয় ।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । IPC 409 ধারায় (সরকারি কর্মচারী বা ব্যাঙ্কার,ব্যবসায়ী বা এজেন্ট দ্বারা বিশ্বাসের অমান্যতা লঙ্ঘন) বিষটির নিয়ে মামলা রজু হয়েছে । তবে নিখোঁজ সোনাগুলি উদ্ধার সম্ভব হয়নি ।

শেওপুর (মধ্যপ্রদেশ), 12 মে : সেস্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক শাখা থেকে নিখোঁজ গেল সোনার 100টি প্যাকেট । ঘটনাটি মধ্যপ্রদেশের স্টেশন রোডের SBI শাখার । ঘটনার জেরে অভিযোগ দায়ের করা হয়েছে থানায় ।

এই বিষয়ে শেওপুর জেলা পুলিশ সুপার সম্রাট উপাধ্যায় জানিয়েছেন, 9 জুন ব্যাঙ্কের কর্তারা বিষয়টি লক্ষ্য করেন । সেফটি ভালব রুম থেকে প্রায় 101টি প্যাকেট ভরতি সোনা নিখোঁজ দেখেন তাঁরা । যেহেতু এই কক্ষের আসল চাবি আগেই হারিয়ে গেছিল , সেই কারণে এটা পরিষ্কার যে রুমটি নকল চাবি দিয়ে খোলা হয়েছে । এরপরই থানায় অভিযোগ জানানো হয় ।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । IPC 409 ধারায় (সরকারি কর্মচারী বা ব্যাঙ্কার,ব্যবসায়ী বা এজেন্ট দ্বারা বিশ্বাসের অমান্যতা লঙ্ঘন) বিষটির নিয়ে মামলা রজু হয়েছে । তবে নিখোঁজ সোনাগুলি উদ্ধার সম্ভব হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.