ETV Bharat / bharat

354 কোটির ব্যাঙ্ক প্রতারণা, ধৃত কমল নাথের ভাগ্নে - CBI Ratul puri

ব্যাঙ্ক প্রতারণায় ধৃত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের ভাগ্নে তথা মোজ়ার বেয়ার সংস্থার প্রাক্তন এগজ়িকিউটিভ ডিরেক্টর ৷

354 কোটির ব্যাঙ্ক প্রতারণা, ধৃত কমল নাথের ভাগ্নে
author img

By

Published : Aug 20, 2019, 10:02 AM IST

Updated : Aug 20, 2019, 10:32 AM IST

দিল্লি, 20 অগাস্ট : 354 কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণায় অভিযুক্ত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের ভাগ্নে তথা মোজ়ার বেয়ার সংস্থার প্রাক্তন এগজ়িকিউটিভ ডিরেক্টর রাতুল পুরি ৷ আজ সকালে তাকে গ্রেপ্তার করে ED । একই সঙ্গে মোজ়ার বেয়ার সংস্থা এবং তার আরও চার অধিকর্তার বিরুদ্ধেও প্রতারণার অভিযোগ এনেছে CBI ৷

এই সংস্থার প্রাক্তন ও বর্তমান অধিকর্তাদের বাসভবন-সহ দিল্লির ছয় জায়গায় তল্লাশিও চালানো হয় । অভিযুক্তদের মধ্যে রয়েছেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর তথা রাতুলের বাবা দীপক পুরি এবং অধিকর্তা নীতা পুরি, সঞ্জয় জৈন এবং বিনীত শর্মা ।

এপ্রিল মাসে বেআইনি লেনদেনের অভিযোগে রাতুল ও দীপক পুরির মালিকানাধীন সব সংস্থায় তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয় । জুলাইয়ে আর্থিক তছরুপের একটি মামলায় দিল্লির আদালতে সোমবার পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিল রাতুল ৷ দিল্লির ED অফিসে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় ৷ সেখান থেকেও উধাও হয়ে যান তিনি ৷ অভিযোগ, 2009 সাল থেকেই বিভিন্ন ব্যাঙ্ককে প্রতারণা করে ঋণ নিয়েছেন তাঁরা ৷

UPA সরকারের আমলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং VVIP-দের জন্য 12টি বিলাসবহুল চপার কিনতে 2010 সালে ব্রিটিশ সংস্থা অগুস্তা ওয়েস্টল্যান্ডের সঙ্গে চুক্তি হয় । 3 হাজার 600 কোটি টাকার ওই চুক্তিতে বিপুল অঙ্কের ঘুষের লেনদেন হয়েছিল বলে অভিযোগ । যা প্রকাশ্যে আসে 2013 সালে । তাতে নাম জড়ায় রাতুল পুরির ৷ ED ও CBI এর তদন্ত করছে ৷ ধৃতের সঙ্গে কংগ্রেস নেতাদের ঘনিষ্ঠ সম্পর্কের প্রসঙ্গও উঠে আসে সেই সময় ৷

দিল্লি, 20 অগাস্ট : 354 কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণায় অভিযুক্ত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের ভাগ্নে তথা মোজ়ার বেয়ার সংস্থার প্রাক্তন এগজ়িকিউটিভ ডিরেক্টর রাতুল পুরি ৷ আজ সকালে তাকে গ্রেপ্তার করে ED । একই সঙ্গে মোজ়ার বেয়ার সংস্থা এবং তার আরও চার অধিকর্তার বিরুদ্ধেও প্রতারণার অভিযোগ এনেছে CBI ৷

এই সংস্থার প্রাক্তন ও বর্তমান অধিকর্তাদের বাসভবন-সহ দিল্লির ছয় জায়গায় তল্লাশিও চালানো হয় । অভিযুক্তদের মধ্যে রয়েছেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর তথা রাতুলের বাবা দীপক পুরি এবং অধিকর্তা নীতা পুরি, সঞ্জয় জৈন এবং বিনীত শর্মা ।

এপ্রিল মাসে বেআইনি লেনদেনের অভিযোগে রাতুল ও দীপক পুরির মালিকানাধীন সব সংস্থায় তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয় । জুলাইয়ে আর্থিক তছরুপের একটি মামলায় দিল্লির আদালতে সোমবার পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিল রাতুল ৷ দিল্লির ED অফিসে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় ৷ সেখান থেকেও উধাও হয়ে যান তিনি ৷ অভিযোগ, 2009 সাল থেকেই বিভিন্ন ব্যাঙ্ককে প্রতারণা করে ঋণ নিয়েছেন তাঁরা ৷

UPA সরকারের আমলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং VVIP-দের জন্য 12টি বিলাসবহুল চপার কিনতে 2010 সালে ব্রিটিশ সংস্থা অগুস্তা ওয়েস্টল্যান্ডের সঙ্গে চুক্তি হয় । 3 হাজার 600 কোটি টাকার ওই চুক্তিতে বিপুল অঙ্কের ঘুষের লেনদেন হয়েছিল বলে অভিযোগ । যা প্রকাশ্যে আসে 2013 সালে । তাতে নাম জড়ায় রাতুল পুরির ৷ ED ও CBI এর তদন্ত করছে ৷ ধৃতের সঙ্গে কংগ্রেস নেতাদের ঘনিষ্ঠ সম্পর্কের প্রসঙ্গও উঠে আসে সেই সময় ৷


New Delhi, Aug 20 (ANI): Congress Interim president Sonia Gandhi, former prime minister Dr Manmohan Singh, Rahul Gandhi, and Priyanka Gandhi Vadra paid tributes to former prime minister Rajiv Gandhi on August 20. Today is 75th birth anniversary of former PM Rajiv Gandhi. Meanwhile, former president Pranab Mukherjee also paid tribute to the leader.
Last Updated : Aug 20, 2019, 10:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.