দিল্লি, 20 অগাস্ট : 354 কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণায় অভিযুক্ত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের ভাগ্নে তথা মোজ়ার বেয়ার সংস্থার প্রাক্তন এগজ়িকিউটিভ ডিরেক্টর রাতুল পুরি ৷ আজ সকালে তাকে গ্রেপ্তার করে ED । একই সঙ্গে মোজ়ার বেয়ার সংস্থা এবং তার আরও চার অধিকর্তার বিরুদ্ধেও প্রতারণার অভিযোগ এনেছে CBI ৷
এই সংস্থার প্রাক্তন ও বর্তমান অধিকর্তাদের বাসভবন-সহ দিল্লির ছয় জায়গায় তল্লাশিও চালানো হয় । অভিযুক্তদের মধ্যে রয়েছেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর তথা রাতুলের বাবা দীপক পুরি এবং অধিকর্তা নীতা পুরি, সঞ্জয় জৈন এবং বিনীত শর্মা ।
এপ্রিল মাসে বেআইনি লেনদেনের অভিযোগে রাতুল ও দীপক পুরির মালিকানাধীন সব সংস্থায় তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয় । জুলাইয়ে আর্থিক তছরুপের একটি মামলায় দিল্লির আদালতে সোমবার পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিল রাতুল ৷ দিল্লির ED অফিসে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় ৷ সেখান থেকেও উধাও হয়ে যান তিনি ৷ অভিযোগ, 2009 সাল থেকেই বিভিন্ন ব্যাঙ্ককে প্রতারণা করে ঋণ নিয়েছেন তাঁরা ৷
UPA সরকারের আমলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং VVIP-দের জন্য 12টি বিলাসবহুল চপার কিনতে 2010 সালে ব্রিটিশ সংস্থা অগুস্তা ওয়েস্টল্যান্ডের সঙ্গে চুক্তি হয় । 3 হাজার 600 কোটি টাকার ওই চুক্তিতে বিপুল অঙ্কের ঘুষের লেনদেন হয়েছিল বলে অভিযোগ । যা প্রকাশ্যে আসে 2013 সালে । তাতে নাম জড়ায় রাতুল পুরির ৷ ED ও CBI এর তদন্ত করছে ৷ ধৃতের সঙ্গে কংগ্রেস নেতাদের ঘনিষ্ঠ সম্পর্কের প্রসঙ্গও উঠে আসে সেই সময় ৷