ETV Bharat / bharat

চাঁদের কক্ষপথে চন্দ্রযান 2

চাঁদের কক্ষপথে পৌঁছাল চন্দ্রযান 2 ৷ আজ সকাল 9 টা 2 মিনিটে পৌঁছায় চন্দ্রযান ৷

author img

By

Published : Aug 20, 2019, 10:35 AM IST

Updated : Aug 20, 2019, 12:08 PM IST

ফাইল ফোটো

দিল্লি, 20 অগাস্ট : চাঁদের কক্ষপথে পৌঁছাল চন্দ্রযান 2 ৷ আজ সকাল 9 টা 2 মিনিটে পৌঁছায় ৷ চাঁদের মাটিতে নামবে 7 সেপ্টেম্বর ৷

মহাকাশে 28 দিন কাটিয়ে সফলভাবে চাঁদের কক্ষপথে পৌঁছাল চন্দ্রযান 2 ৷ এই যাত্রাপথ পুরো অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল ৷ কারণ প্রত্যাশার থেকে বেশি গতিবেগ থাকলে মহাশূন্যে হারিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল ৷ অন্যদিকে, গতি যদি কম হত সেক্ষেত্রে চাঁদের কক্ষপথে আছড়ে পড়ার সম্ভাবনাও ছিল ৷ তবে সঠিক গতিবেগ বজায় রেখে শেষমেশ কক্ষপথে পৌঁছাল চন্দ্রযান ৷

আজ সাংবাদিক বৈঠকে ISRO-র চিফ কে শিবান বলেন, "দ্বিতীয় বড় ঘটনাটি ঘটবে 2 সেপ্টেম্বর ৷ সেদিন ল্যান্ডারটি কক্ষপথ থেকে আলাদা হয়ে যাবে ৷ 3 সেপ্টেম্বর একটি 3 সেকেন্ডের ছোটো পরীক্ষা রয়েছে যার মাধ্যমে আমরা ল্যান্ডারটি ঠিকঠাক কাজ করছে কি না তা সুনিশ্চিত করব ৷"

আজ ISRO তাদের ওয়েবসাইটে জানায়, এখনও কিছু কক্ষপথের উপর কাজ করা হবে ৷ যার মাধ্যমে চন্দ্রপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার দূরে শেষ কক্ষপথে পৌঁছাবে চন্দ্রযান ৷ তারপর ল্যান্ডারটি কক্ষপথ থেকে আলাদা হয়ে যাবে ৷ পরে চাঁদের চারপাশে 100 x 30 কিলোমিটার কক্ষপথে প্রবেশ করবে ।

এই বিষয়ে, ISRO-র স্যাটেলাইট সেন্টারের প্রাক্তন ডিরেক্টর ডঃ আন্নাদুরাই বলেন, এই দৃশ্য খানিকটা এই রকম যে, ঘণ্টায় প্রায় 3,600 কিলোমিটার বেগে এক মহিলা নাচছেন ৷ তাঁর কাছে গোলাপফুল হাতে যাচ্ছেন এক ভদ্রলোক ৷ তবে পাশের দরজায় নয় ৷ দূরত্ব প্রায় 3.84 লাখ কিলোমিটার ৷"

শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে 22 জুলাই দুপুর 2টা 43 মিনিট নাগাদ উৎক্ষেপণ করা হয় চন্দ্রযান-2 ৷ 1000 কোটি টাকা ব্যয়ে তৈরি এই প্রকল্প ৷ এই অভিযানের মূল কান্ডারি দেশের দুই মহিলা বিজ্ঞানী ৷ প্রক্লপ অধিকর্তা মুথাইয়া বনিতা ও উৎক্ষেপণের অভিযান অধিকর্তা (মিশন ডিরেক্টর) ঋতু কারিঢাল ৷ এমন কী চন্দ্রাভিযানের গোটা দলের মধ্যে 30 জনই মহিলা ৷ 6 সেপ্টেম্বর চাঁদে অবতরণ করবে বিক্রম নামে চন্দ্রযানের ল্যান্ডার অংশটি । হিসাব অনুযায়ী, রওনা দেওয়ার 54 দিন পরে চাঁদে পৌঁছানোর কথা চন্দ্রযানটির । ISRO সূত্রের খবর, উৎক্ষেপণের প্রায় দেড় মাস পর সেপ্টেম্বরে (5 গভীর রাত ও 6 ভোর রাতের মধ্যে) চাঁদের পিঠে পা ছোঁয়াবে ল্যান্ডার ‘বিক্রম’। নামার সঙ্গে সঙ্গেই সেই ল্যান্ডার থেকে বেরিয়ে আসবে খুবই ছোটো একটি রোভার ‘প্রজ্ঞান’। যার ওজন মাত্র 20 কিলোগ্রাম । আর চন্দ্রযান-2-এর সার্বিক ওজন 3 হাজার 850 কিলোগ্রাম । ল্যান্ডারটি নেমে আসার সময় চন্দ্রযান-2-এর অরবিটারটি চাঁদের পিঠ (লুনার সারফেস) থেকে থাকবে মাত্র 100 কিলোমিটার উপরে ।

চন্দ্রযান-2 পাঠানোর উদ্দেশ্য, চাঁদের পিঠের বালিকণায় মিশে রয়েছে কোন কোন মৌল ও খনিজ পদার্থ আর তা রয়েছে কী পরিমাণে, তা জানা। সেই মৌল বা খনিজগুলি নিষ্কাশনের যোগ্য কি না, তা যাচাই করা। যে স্বপ্নটা প্রথম দেখেছিলেন ভারতের প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম ।এর আগে চাঁদের মাটি ছুঁয়েছিল আর তিনটি দেশ। রাশিয়া (সাবেক সোভিয়েত ইউনিয়ন), অ্যামেরিকা ও চিনের পরেই তালিকায় ভারত থাকবে চার নম্বরে ।

দিল্লি, 20 অগাস্ট : চাঁদের কক্ষপথে পৌঁছাল চন্দ্রযান 2 ৷ আজ সকাল 9 টা 2 মিনিটে পৌঁছায় ৷ চাঁদের মাটিতে নামবে 7 সেপ্টেম্বর ৷

মহাকাশে 28 দিন কাটিয়ে সফলভাবে চাঁদের কক্ষপথে পৌঁছাল চন্দ্রযান 2 ৷ এই যাত্রাপথ পুরো অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল ৷ কারণ প্রত্যাশার থেকে বেশি গতিবেগ থাকলে মহাশূন্যে হারিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল ৷ অন্যদিকে, গতি যদি কম হত সেক্ষেত্রে চাঁদের কক্ষপথে আছড়ে পড়ার সম্ভাবনাও ছিল ৷ তবে সঠিক গতিবেগ বজায় রেখে শেষমেশ কক্ষপথে পৌঁছাল চন্দ্রযান ৷

আজ সাংবাদিক বৈঠকে ISRO-র চিফ কে শিবান বলেন, "দ্বিতীয় বড় ঘটনাটি ঘটবে 2 সেপ্টেম্বর ৷ সেদিন ল্যান্ডারটি কক্ষপথ থেকে আলাদা হয়ে যাবে ৷ 3 সেপ্টেম্বর একটি 3 সেকেন্ডের ছোটো পরীক্ষা রয়েছে যার মাধ্যমে আমরা ল্যান্ডারটি ঠিকঠাক কাজ করছে কি না তা সুনিশ্চিত করব ৷"

আজ ISRO তাদের ওয়েবসাইটে জানায়, এখনও কিছু কক্ষপথের উপর কাজ করা হবে ৷ যার মাধ্যমে চন্দ্রপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার দূরে শেষ কক্ষপথে পৌঁছাবে চন্দ্রযান ৷ তারপর ল্যান্ডারটি কক্ষপথ থেকে আলাদা হয়ে যাবে ৷ পরে চাঁদের চারপাশে 100 x 30 কিলোমিটার কক্ষপথে প্রবেশ করবে ।

এই বিষয়ে, ISRO-র স্যাটেলাইট সেন্টারের প্রাক্তন ডিরেক্টর ডঃ আন্নাদুরাই বলেন, এই দৃশ্য খানিকটা এই রকম যে, ঘণ্টায় প্রায় 3,600 কিলোমিটার বেগে এক মহিলা নাচছেন ৷ তাঁর কাছে গোলাপফুল হাতে যাচ্ছেন এক ভদ্রলোক ৷ তবে পাশের দরজায় নয় ৷ দূরত্ব প্রায় 3.84 লাখ কিলোমিটার ৷"

শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে 22 জুলাই দুপুর 2টা 43 মিনিট নাগাদ উৎক্ষেপণ করা হয় চন্দ্রযান-2 ৷ 1000 কোটি টাকা ব্যয়ে তৈরি এই প্রকল্প ৷ এই অভিযানের মূল কান্ডারি দেশের দুই মহিলা বিজ্ঞানী ৷ প্রক্লপ অধিকর্তা মুথাইয়া বনিতা ও উৎক্ষেপণের অভিযান অধিকর্তা (মিশন ডিরেক্টর) ঋতু কারিঢাল ৷ এমন কী চন্দ্রাভিযানের গোটা দলের মধ্যে 30 জনই মহিলা ৷ 6 সেপ্টেম্বর চাঁদে অবতরণ করবে বিক্রম নামে চন্দ্রযানের ল্যান্ডার অংশটি । হিসাব অনুযায়ী, রওনা দেওয়ার 54 দিন পরে চাঁদে পৌঁছানোর কথা চন্দ্রযানটির । ISRO সূত্রের খবর, উৎক্ষেপণের প্রায় দেড় মাস পর সেপ্টেম্বরে (5 গভীর রাত ও 6 ভোর রাতের মধ্যে) চাঁদের পিঠে পা ছোঁয়াবে ল্যান্ডার ‘বিক্রম’। নামার সঙ্গে সঙ্গেই সেই ল্যান্ডার থেকে বেরিয়ে আসবে খুবই ছোটো একটি রোভার ‘প্রজ্ঞান’। যার ওজন মাত্র 20 কিলোগ্রাম । আর চন্দ্রযান-2-এর সার্বিক ওজন 3 হাজার 850 কিলোগ্রাম । ল্যান্ডারটি নেমে আসার সময় চন্দ্রযান-2-এর অরবিটারটি চাঁদের পিঠ (লুনার সারফেস) থেকে থাকবে মাত্র 100 কিলোমিটার উপরে ।

চন্দ্রযান-2 পাঠানোর উদ্দেশ্য, চাঁদের পিঠের বালিকণায় মিশে রয়েছে কোন কোন মৌল ও খনিজ পদার্থ আর তা রয়েছে কী পরিমাণে, তা জানা। সেই মৌল বা খনিজগুলি নিষ্কাশনের যোগ্য কি না, তা যাচাই করা। যে স্বপ্নটা প্রথম দেখেছিলেন ভারতের প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম ।এর আগে চাঁদের মাটি ছুঁয়েছিল আর তিনটি দেশ। রাশিয়া (সাবেক সোভিয়েত ইউনিয়ন), অ্যামেরিকা ও চিনের পরেই তালিকায় ভারত থাকবে চার নম্বরে ।

Mumbai, Aug 20 (ANI): Legendary music director-composer Khayyam famed for his compositions in films like 'Kabhie Kabhie' and 'Umrao Jaan' breathed his last at the age of 92 at a hospital in Mumbai on August 19. He breathed his last at 9:30 pm at the Intensive Care Unit (ICU) of Sujay Hospital in Mumbai's Juhu area where he was in critical condition after being admitted with age-related illness a few days ago. Tributes started to pour in as soon as news of the musician's demise came in. Lyricist and famous poet Javed Akhtar, Singer Sonu Nigam and Music Composer Salim went to the hospital where he was admitted to pay him their last respect. Calling his demise "saddening", Prime Minister Narendra Modi took to Twitter to extend his heartfelt condolences and express grief over the music icon's death. Mohammed Zahur 'Khayyam' Hashmi, popularly known as Khayyam, began his career in music from the city of Ludhiana at the age of 17. He got his first big break in blockbuster 'Umrao Jaan' through which he made his permanent place in Bollywood industry. The musician was honoured with 'Padma Bhushan' award in 2011 and was bestowed the Sangeet Natak Akademi Award in 2007. He won National Award, and also a Filmfare Award, besides a few other tributes for composing music for the movie.
Last Updated : Aug 20, 2019, 12:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.