ETV Bharat / bharat

8 মাসেই দিল্লিতে ফুটবে পদ্ম, চ্যালেঞ্জ গম্ভীরের - ATISHI

ভোটে জিতেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে একহাত নিলেন ক্রিকেটার টার্নড পলিটিশিয়ান গোতি ।

গৌতম গম্ভীর
author img

By

Published : May 24, 2019, 10:05 PM IST

দিল্লি, 24 মে : "8 মাসের মধ্যে দিল্লিতে ফুটবে পদ্ম ।" হুঙ্কার পূর্ব দিল্লির নব নির্বাচিত BJP সাংসদ গৌতম গম্ভীরের। ভোটে জিতেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে একহাত নিলেন ক্রিকেটার টার্নড পলিটিশিয়ান গোতি ।

মার্চ মাসে BJP-তে যোগ দেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার । আর রাজনৈতীক জীবনের ওপেনিংটাও করলেন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে । প্রতিপক্ষ মোটেও সহজ ছিল না। কংগ্রেসের টিকিটে লড়ছিলেন দিল্লির প্রাক্তন মন্ত্রী অরবিন্দর সিং লাভলি, এদিকে AAP-এর হয়ে ছিলেন অতিশি ।

নির্বাচনী প্রচার পর্বের শুরু থেকেই একের পর এক বিতর্ককে কেন্দ্র করে AAP নেতৃত্বের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন গৌতম । তাঁর বিরুদ্ধে আপত্তিকর প্যামফ্লেট বিলি করার অভিযোগ তুলেছিলেন AAP প্রার্থী । সেই অভিযোগ পয়েন্টের উপর দিয়ে উড়িয়ে গৌতম বলেছিলেন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন ।

ফলাফল প্রকাশ হতেই দেখা যায় 3 লাখের বেশি ব্যবধানে জিতেছেন গৌতম । এরপর AAP-এর অভিযোগের বাউন্সার ঝোড়ো ব্যাটিংয়ে উড়িয়ে দেন গৌতম । পাশাপাশি অরবিন্দ কেজরিওয়ালকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, "গত সাড়ে চার বছরে দিল্লিজুড়ে আবর্জনা ছড়িয়েছে AAP । এবার দিল্লিতে ফুটবে পদ্ম।"

দিল্লি, 24 মে : "8 মাসের মধ্যে দিল্লিতে ফুটবে পদ্ম ।" হুঙ্কার পূর্ব দিল্লির নব নির্বাচিত BJP সাংসদ গৌতম গম্ভীরের। ভোটে জিতেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে একহাত নিলেন ক্রিকেটার টার্নড পলিটিশিয়ান গোতি ।

মার্চ মাসে BJP-তে যোগ দেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার । আর রাজনৈতীক জীবনের ওপেনিংটাও করলেন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে । প্রতিপক্ষ মোটেও সহজ ছিল না। কংগ্রেসের টিকিটে লড়ছিলেন দিল্লির প্রাক্তন মন্ত্রী অরবিন্দর সিং লাভলি, এদিকে AAP-এর হয়ে ছিলেন অতিশি ।

নির্বাচনী প্রচার পর্বের শুরু থেকেই একের পর এক বিতর্ককে কেন্দ্র করে AAP নেতৃত্বের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন গৌতম । তাঁর বিরুদ্ধে আপত্তিকর প্যামফ্লেট বিলি করার অভিযোগ তুলেছিলেন AAP প্রার্থী । সেই অভিযোগ পয়েন্টের উপর দিয়ে উড়িয়ে গৌতম বলেছিলেন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন ।

ফলাফল প্রকাশ হতেই দেখা যায় 3 লাখের বেশি ব্যবধানে জিতেছেন গৌতম । এরপর AAP-এর অভিযোগের বাউন্সার ঝোড়ো ব্যাটিংয়ে উড়িয়ে দেন গৌতম । পাশাপাশি অরবিন্দ কেজরিওয়ালকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, "গত সাড়ে চার বছরে দিল্লিজুড়ে আবর্জনা ছড়িয়েছে AAP । এবার দিল্লিতে ফুটবে পদ্ম।"

Chandigarh, May 24 (ANI): Yoga Guru Baba Ramdev on Friday reacted on tremendous victory of Bharatiya Janata Party (BJP) in Lok Sabha election. He said that people believed in Narendra Modi because he delivered what he promised. "People believed in Narendra Modi because he delivered what he promised, this election is not for five years but it also decides the politics of coming 20-25 years. The foundation of schemes which PM Modi has laid, now development work will start on them," Ramdev added.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.