ETV Bharat / bharat

সংকট সমাধানে বুদ্ধের পথই ভরসা মোদির

author img

By

Published : Jul 4, 2020, 4:22 PM IST

আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে আন্তর্জাতিক বুদ্ধিস্ট কনফাডেরেশন আজ উদযাপন করে । সেই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ । দেশের উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রীও । বলেন, "বুদ্ধের আদর্শ, তাঁর নীতি অতীতেও প্রাসঙ্গিক ছিল । আজও সেই আদর্শ একইভাবে প্রাসঙ্গিক ।"

modi
modi

দিল্লি, 4জুলাই : দেশবাসীকে গুরু পূর্ণিমারশুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ বিশ্ব কঠিন সমস্যার মুখোমুখি ।গৌতম বুদ্ধের নীতি এবং আদর্শ সেই সমস্যা সমাধানের পথ দেখাতে পারে । শুভেচ্ছাবার্তা জানিয়ে দেশবাসীর উদ্দেশে আজ এইকথা বলেন প্রধানমন্ত্রী । বুদ্ধের আদর্শ, নীতির কথা স্মরণ করলেন ।

গুরু পূর্ণিমা নামেও পরিচিত আষাঢ়ীপূর্ণিমা । মোদি বলেন, " প্রত্যেককে গুরু পূর্ণিমার শুভেচ্ছা জানাই আজ গুরুদের স্মরণের দিন। যাঁরা আমাদের জ্ঞানের আলোকে প্রসারিত করেছেন । "

গৌতম বুদ্ধের দেখানো পথে সমাজের মঙ্গলহয়েছে । দেশের মঙ্গল হয়েছে । আজ বিশ্ব অনেক কঠিন চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করছে। এই সময়ে গৌতম বুদ্ধের নীতি পথ দেখাবে বলে জানান প্রধানমন্ত্রী ।

প্যানডেমিক পরিস্থিতিতে গৌতম বুদ্ধেরদেখানো পথ স্মরণ করেন নরেন্দ্র মোদি । বিশ্বের এই কঠিন পরিস্থিতিতে বুদ্ধের নীতিদেশকে পথ দেখাতে পারে । আজও একইভাবে প্রাসঙ্গিক বুদ্ধ । মোদি বলেন,"বিশ্বঅনেক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি । বুদ্ধের নীতি থেকে সেই সব চ্যালেঞ্জের সমাধানকরতে পারবে । তাঁর আদর্শ, তাঁরনীতি অতীতেও প্রাসঙ্গিক ছিল । আজও সেই আদর্শ একইভাবে প্রাসঙ্গিক । এবং ভবিষ্যতেওবুদ্ধের আদর্শ প্রাসঙ্গিক থাকবে । "

গুরু পূর্ণিমার অন্যতম গুরুত্বসহানুভূতি এবং দয়া । সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর সংযোজন, বুদ্ধের শিক্ষা সহজভাবে ভাবতে শেখায়এবং কাজ করতে শেখায় ।

আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে আন্তর্জাতিকবুদ্ধিস্ট কনফাডেরেশন আজ উদযাপন করে । সেই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাষ্ট্রপতিরামনাথ কোভিন্দ ।

সংকট সমাধানে বুদ্ধের পথই ভরসা মোদির

দিল্লি, 4জুলাই : দেশবাসীকে গুরু পূর্ণিমারশুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ বিশ্ব কঠিন সমস্যার মুখোমুখি ।গৌতম বুদ্ধের নীতি এবং আদর্শ সেই সমস্যা সমাধানের পথ দেখাতে পারে । শুভেচ্ছাবার্তা জানিয়ে দেশবাসীর উদ্দেশে আজ এইকথা বলেন প্রধানমন্ত্রী । বুদ্ধের আদর্শ, নীতির কথা স্মরণ করলেন ।

গুরু পূর্ণিমা নামেও পরিচিত আষাঢ়ীপূর্ণিমা । মোদি বলেন, " প্রত্যেককে গুরু পূর্ণিমার শুভেচ্ছা জানাই আজ গুরুদের স্মরণের দিন। যাঁরা আমাদের জ্ঞানের আলোকে প্রসারিত করেছেন । "

গৌতম বুদ্ধের দেখানো পথে সমাজের মঙ্গলহয়েছে । দেশের মঙ্গল হয়েছে । আজ বিশ্ব অনেক কঠিন চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করছে। এই সময়ে গৌতম বুদ্ধের নীতি পথ দেখাবে বলে জানান প্রধানমন্ত্রী ।

প্যানডেমিক পরিস্থিতিতে গৌতম বুদ্ধেরদেখানো পথ স্মরণ করেন নরেন্দ্র মোদি । বিশ্বের এই কঠিন পরিস্থিতিতে বুদ্ধের নীতিদেশকে পথ দেখাতে পারে । আজও একইভাবে প্রাসঙ্গিক বুদ্ধ । মোদি বলেন,"বিশ্বঅনেক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি । বুদ্ধের নীতি থেকে সেই সব চ্যালেঞ্জের সমাধানকরতে পারবে । তাঁর আদর্শ, তাঁরনীতি অতীতেও প্রাসঙ্গিক ছিল । আজও সেই আদর্শ একইভাবে প্রাসঙ্গিক । এবং ভবিষ্যতেওবুদ্ধের আদর্শ প্রাসঙ্গিক থাকবে । "

গুরু পূর্ণিমার অন্যতম গুরুত্বসহানুভূতি এবং দয়া । সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর সংযোজন, বুদ্ধের শিক্ষা সহজভাবে ভাবতে শেখায়এবং কাজ করতে শেখায় ।

আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে আন্তর্জাতিকবুদ্ধিস্ট কনফাডেরেশন আজ উদযাপন করে । সেই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাষ্ট্রপতিরামনাথ কোভিন্দ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.