ETV Bharat / bharat

3 বছরের মধ্য়ে এক ছাতার তলায় 3 বাহিনী, ঘোষণা রাওয়াতের - বিপিন রাওয়াত

তিন বছরের মধ্যে তৈরি হবে ইন্টিগ্রেটেড মিলিটারি কমান্ড ৷ তিন সামরিক বিভাগকে মিলিয়ে একক সশস্ত্র বাহিনী তৈরির পথে ভারত ৷

Integrated Military Command
বিপিন রাওয়াত
author img

By

Published : Feb 5, 2020, 4:35 AM IST

Updated : Feb 5, 2020, 6:23 AM IST

দিল্লি, 5 ফেব্রুয়ারি : বড়সড় পরিবর্তনের মুখে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ৷ আগামী তিন বছরের মধ্যে এক ছাতার তলায় নিয়ে আসা হবে দেশের তিন সামরিক বিভাগকে ৷ চালু করা হবে ইন্টিগ্রেটেড মিলিটারি কমান্ড ৷ ঘোষণা করলেন চিফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ৷

সেনাপ্রধানের পদ থেকে অবসর নেওয়ার পর দেশের প্রথম CDS (চিফ ডিফেন্স স্টাফ) হিসেবে নিযুক্ত হয়েছেন বিপিন রাওয়াত ৷ তিন বাহিনীর প্রধান হিসেবে গতকাল তিনি সামরিক পরিকাঠামোর সবথেকে বড় পরিবর্তনের কথা ঘোষণা করেন ৷ বলেন, "CDS পদে আসার পর থেকেই আমার প্রধান লক্ষ্য হল দেশের তিন সামরিক বিভাগকে একসঙ্গে নিয়ে একক সশস্ত্র বাহিনী গঠন করা ৷"

আরও পড়ুন : সবরকম পরিস্থিতিতে ভারত প্রস্তুত, ইসলামাবাদকে হুঁশিয়ারি রাওয়াতের

তিন সামরিক বাহিনীকে এক ছাতার তলায় নিয়ে আসার সিদ্ধান্ত এক যুগান্তকারী পদক্ষেপ বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ৷ যে কোনও রকমের পরিস্থিতির জন্য যাতে সবসময় প্রস্তুত থাকা যায় সেই কারণেই এই ইন্টিগ্রেটেড মিলিটারি কমান্ড তৈরি করা হবে বলে মনে করা হচ্ছে ৷ যুদ্ধকালীন পরিস্থিতিতে সবকরম যুদ্ধের সরঞ্জাম ও সামরিক বলকে এক ছাতার তলায় পাওয়া যাবে এই কমান্ডগুলি তৈরি হয়ে গেলে ৷

বর্তমানের সামরিক পরিকাঠামো অনুযায়ী তিন বাহিনীর আলাদা আলাদা কমান্ড সেন্টার রয়েছে ৷ কখনও কোনও প্রয়োজন পড়লে একসঙ্গে নিয়ে আসা হয় বাহিনীগুলিকে ৷ তারপর শুরু হয় পরিকল্পনা ৷ এটি পদ্ধতি সময় সাপেক্ষ এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে এরও পরিবর্তন দরকার ৷ এমনটাই মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা ৷ নতুন এই ইন্টিগ্রেটেড মিলিটারি কমান্ড গঠনের সিদ্ধান্ত প্রশংসা পেয়েছে বিভিন্ন মহলে ৷

তবে ঠিক কোথায় কোথায় এই মিলিত কমান্ড গঠন করা হবে তা নিয়ে এখনও কিছু জানানো হয়নি ৷ সূত্রের খবর, উত্তরে ও পশ্চিমে পাক সীমান্তে গঠন হবে দু'টি কমান্ড ৷ চিন সীমান্তের কাছাকাছি পূর্বেও একটি কমান্ড গঠন করা হবে বলে অনুমান করছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ৷

দিল্লি, 5 ফেব্রুয়ারি : বড়সড় পরিবর্তনের মুখে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ৷ আগামী তিন বছরের মধ্যে এক ছাতার তলায় নিয়ে আসা হবে দেশের তিন সামরিক বিভাগকে ৷ চালু করা হবে ইন্টিগ্রেটেড মিলিটারি কমান্ড ৷ ঘোষণা করলেন চিফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ৷

সেনাপ্রধানের পদ থেকে অবসর নেওয়ার পর দেশের প্রথম CDS (চিফ ডিফেন্স স্টাফ) হিসেবে নিযুক্ত হয়েছেন বিপিন রাওয়াত ৷ তিন বাহিনীর প্রধান হিসেবে গতকাল তিনি সামরিক পরিকাঠামোর সবথেকে বড় পরিবর্তনের কথা ঘোষণা করেন ৷ বলেন, "CDS পদে আসার পর থেকেই আমার প্রধান লক্ষ্য হল দেশের তিন সামরিক বিভাগকে একসঙ্গে নিয়ে একক সশস্ত্র বাহিনী গঠন করা ৷"

আরও পড়ুন : সবরকম পরিস্থিতিতে ভারত প্রস্তুত, ইসলামাবাদকে হুঁশিয়ারি রাওয়াতের

তিন সামরিক বাহিনীকে এক ছাতার তলায় নিয়ে আসার সিদ্ধান্ত এক যুগান্তকারী পদক্ষেপ বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ৷ যে কোনও রকমের পরিস্থিতির জন্য যাতে সবসময় প্রস্তুত থাকা যায় সেই কারণেই এই ইন্টিগ্রেটেড মিলিটারি কমান্ড তৈরি করা হবে বলে মনে করা হচ্ছে ৷ যুদ্ধকালীন পরিস্থিতিতে সবকরম যুদ্ধের সরঞ্জাম ও সামরিক বলকে এক ছাতার তলায় পাওয়া যাবে এই কমান্ডগুলি তৈরি হয়ে গেলে ৷

বর্তমানের সামরিক পরিকাঠামো অনুযায়ী তিন বাহিনীর আলাদা আলাদা কমান্ড সেন্টার রয়েছে ৷ কখনও কোনও প্রয়োজন পড়লে একসঙ্গে নিয়ে আসা হয় বাহিনীগুলিকে ৷ তারপর শুরু হয় পরিকল্পনা ৷ এটি পদ্ধতি সময় সাপেক্ষ এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে এরও পরিবর্তন দরকার ৷ এমনটাই মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা ৷ নতুন এই ইন্টিগ্রেটেড মিলিটারি কমান্ড গঠনের সিদ্ধান্ত প্রশংসা পেয়েছে বিভিন্ন মহলে ৷

তবে ঠিক কোথায় কোথায় এই মিলিত কমান্ড গঠন করা হবে তা নিয়ে এখনও কিছু জানানো হয়নি ৷ সূত্রের খবর, উত্তরে ও পশ্চিমে পাক সীমান্তে গঠন হবে দু'টি কমান্ড ৷ চিন সীমান্তের কাছাকাছি পূর্বেও একটি কমান্ড গঠন করা হবে বলে অনুমান করছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ৷

Ranchi (Jharkhand), Feb 04 (ANI): Several people gathered at Jharkhand Chief Minister Hemant Soren's residence in Ranchi on February 04. They have submitted their applications to CM and appealed him to take steps to provide some solution to their problems. They came to meet him at his Kanke Road residence. CM assured them to solve their grievances as early as possible. Various social organisations also submitted their reports to him. CM Soren said, "I consider around 3 crore people of Jharkhand as my family member."
Last Updated : Feb 5, 2020, 6:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.