দিল্লি, 5 ফেব্রুয়ারি : বড়সড় পরিবর্তনের মুখে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ৷ আগামী তিন বছরের মধ্যে এক ছাতার তলায় নিয়ে আসা হবে দেশের তিন সামরিক বিভাগকে ৷ চালু করা হবে ইন্টিগ্রেটেড মিলিটারি কমান্ড ৷ ঘোষণা করলেন চিফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ৷
সেনাপ্রধানের পদ থেকে অবসর নেওয়ার পর দেশের প্রথম CDS (চিফ ডিফেন্স স্টাফ) হিসেবে নিযুক্ত হয়েছেন বিপিন রাওয়াত ৷ তিন বাহিনীর প্রধান হিসেবে গতকাল তিনি সামরিক পরিকাঠামোর সবথেকে বড় পরিবর্তনের কথা ঘোষণা করেন ৷ বলেন, "CDS পদে আসার পর থেকেই আমার প্রধান লক্ষ্য হল দেশের তিন সামরিক বিভাগকে একসঙ্গে নিয়ে একক সশস্ত্র বাহিনী গঠন করা ৷"
আরও পড়ুন : সবরকম পরিস্থিতিতে ভারত প্রস্তুত, ইসলামাবাদকে হুঁশিয়ারি রাওয়াতের
তিন সামরিক বাহিনীকে এক ছাতার তলায় নিয়ে আসার সিদ্ধান্ত এক যুগান্তকারী পদক্ষেপ বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ৷ যে কোনও রকমের পরিস্থিতির জন্য যাতে সবসময় প্রস্তুত থাকা যায় সেই কারণেই এই ইন্টিগ্রেটেড মিলিটারি কমান্ড তৈরি করা হবে বলে মনে করা হচ্ছে ৷ যুদ্ধকালীন পরিস্থিতিতে সবকরম যুদ্ধের সরঞ্জাম ও সামরিক বলকে এক ছাতার তলায় পাওয়া যাবে এই কমান্ডগুলি তৈরি হয়ে গেলে ৷
বর্তমানের সামরিক পরিকাঠামো অনুযায়ী তিন বাহিনীর আলাদা আলাদা কমান্ড সেন্টার রয়েছে ৷ কখনও কোনও প্রয়োজন পড়লে একসঙ্গে নিয়ে আসা হয় বাহিনীগুলিকে ৷ তারপর শুরু হয় পরিকল্পনা ৷ এটি পদ্ধতি সময় সাপেক্ষ এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে এরও পরিবর্তন দরকার ৷ এমনটাই মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা ৷ নতুন এই ইন্টিগ্রেটেড মিলিটারি কমান্ড গঠনের সিদ্ধান্ত প্রশংসা পেয়েছে বিভিন্ন মহলে ৷
তবে ঠিক কোথায় কোথায় এই মিলিত কমান্ড গঠন করা হবে তা নিয়ে এখনও কিছু জানানো হয়নি ৷ সূত্রের খবর, উত্তরে ও পশ্চিমে পাক সীমান্তে গঠন হবে দু'টি কমান্ড ৷ চিন সীমান্তের কাছাকাছি পূর্বেও একটি কমান্ড গঠন করা হবে বলে অনুমান করছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ৷