ETV Bharat / bharat

রাহুল গান্ধি কংগ্রেসের কামান, আমি AK-৪৭ : সিধু - bjp

হিমাচল প্রদেশের বিলাসপুরে এক জনসভায় নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু । পাশাপাশি নরেন্দ্র মোদিকে সরাসরি বিতর্কে বসার আহ্বান জানান তিনি ।

সিধু
author img

By

Published : May 16, 2019, 11:36 AM IST

বিলাসপুর, 16 মে : "2014 সালে গঙ্গাপুত্র হিসেবে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদি । 2019-এ তিনি বিদায় নেবেন রাফালের এজেন্ট হয়ে ।" হিমাচল প্রদেশের বিলাসপুরে এক জনসভায় নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু ।

রাহুল গান্ধিকে কংগ্রেসের কামান আর নিজেকে AK-৪৭ বলে ব্যাখ্যা করেন সিধু । পাশাপাশি নরেন্দ্র মোদিকে সরাসরি বিতর্কে বসার আহ্বান জানিয়ে সিধু বলেন, "না খাউঙ্গা না খানে দুঙ্গা" - ইশুতে বিতর্ক করুক মোদি । আমি যদি হারি তবে রাজনীতি ছেড়ে দেব ।" প্রসঙ্গত, 2014 লোকসভা নির্বাচনের প্রচারে মোদি বলেছিলেন, "ক্ষমতায় এলে না আমি নিজে খাব (পড়ুন ঘুষ), না কাউকে খেতে দেব । "

জনসভা থেকে সিধু আরও বলেন, "রাহুল গান্ধি এবার কড়া টক্কর দেবেন মোদিকে । প্রতিপক্ষকে দুর্বল ভাবলে ভুল করবেন ।" উল্লেখ্য, 19 মে হিমাচল প্রদেশের চারটি লোকসভা আসনে ভোট ।

বিলাসপুর, 16 মে : "2014 সালে গঙ্গাপুত্র হিসেবে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদি । 2019-এ তিনি বিদায় নেবেন রাফালের এজেন্ট হয়ে ।" হিমাচল প্রদেশের বিলাসপুরে এক জনসভায় নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু ।

রাহুল গান্ধিকে কংগ্রেসের কামান আর নিজেকে AK-৪৭ বলে ব্যাখ্যা করেন সিধু । পাশাপাশি নরেন্দ্র মোদিকে সরাসরি বিতর্কে বসার আহ্বান জানিয়ে সিধু বলেন, "না খাউঙ্গা না খানে দুঙ্গা" - ইশুতে বিতর্ক করুক মোদি । আমি যদি হারি তবে রাজনীতি ছেড়ে দেব ।" প্রসঙ্গত, 2014 লোকসভা নির্বাচনের প্রচারে মোদি বলেছিলেন, "ক্ষমতায় এলে না আমি নিজে খাব (পড়ুন ঘুষ), না কাউকে খেতে দেব । "

জনসভা থেকে সিধু আরও বলেন, "রাহুল গান্ধি এবার কড়া টক্কর দেবেন মোদিকে । প্রতিপক্ষকে দুর্বল ভাবলে ভুল করবেন ।" উল্লেখ্য, 19 মে হিমাচল প্রদেশের চারটি লোকসভা আসনে ভোট ।

New Delhi, May 16 (ANI): Leading filmmaker Sanjay Leela Bhansali is all set to introduce his niece Sharmin Segal and Meezaan, son of Jaaved Jaaferi, in his upcoming project 'Malaal.' Taking to Twitter, film critic and trade analyst Taran Adarsh said the trailer of the film will be out on May 18. Further details of the film and the characters portrayed by the debutants have been kept under wraps for a while now. 'Malaal' is being helmed by Mangesh Hadawale, produced by Sanjay Leela Bhansali, Bhushan Kumar, Mahaveer Jain and Krishan Kumar.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.