ETV Bharat / bharat

31 মে পর্যন্ত বাড়ল মেয়াদ - corona news updates

চতুর্থ দফায় 31 মে পর্যন্ত বাড়ল লকডাউন । সংশ্লিষ্ট রাজ্য় ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির হাতে রেড জ়োন, গ্রিন জ়োন ও অরেঞ্জ জ়োন বিভাজনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷

ছবি
ছবি
author img

By

Published : May 17, 2020, 6:25 PM IST

Updated : May 18, 2020, 1:01 PM IST

দিল্লি, 17 মে : বাড়ল লকডাউনের সময়সীমা । চতুর্থ দফায় 14 দিনের জন্য অর্থাৎ 31 মে পর্যন্ত বাড়ানো হল লকডাউন। আজ কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের (NDMA) তরফে সরকারকে লকডাউন বাড়ানোর নির্দেশ দেওয়া হয় । তখনই কার্যত পরিষ্কার হয়ে যায়, চতুর্থ দফার লকডাউনের মেয়াদ বাড়তে চলেছে ৷ তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জারি করা হয় নির্দেশিকা ৷ এই দফায় কোথায় কোথায় ছাড় দেওয়া হবে, কী কী বিধিনিষেধ জারি থাকবে তা সেই নির্দেশিকায় স্পষ্ট করে দেয় কেন্দ্রীয় সরকার ৷

নির্দেশিকায় উল্লেখ, চতুর্থ দফায় রাজ্য় ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি রেড জ়োন, গ্রিন জ়োন ও অরেঞ্জ জ়োন বিভাজন করবে । এবার থেকে আর সম্পূর্ণ গৃহবন্দী থাকতে হবে না । দিনের বেলায় যাতায়াত করতে পারবে মানুষজন । চলবে আন্তঃরাজ্য বাস । জরুরি তথা চিকিৎসা পরিষেবা, নিরাপত্তা সংক্রান্ত পরিষেবা ছাড়া সমস্ত অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমানের ওঠানামা বন্ধ থাকবে । রাজ্যগুলিকেও নির্দেশিকা পাঠানো হয় কেন্দ্রীয় সরকারের তরফে ৷

  • The delineation of red, green, and orange zones will be decided by the respective State/Union Territory governments, after taking into consideration the parameters shared by the Ministry of Health and Family Welfare: Ministry of Home Affairs (MHA) https://t.co/JE02r23lTn

    — ANI (@ANI) May 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • All domestic and international air travel of passengers, except for domestic medical services, domestic air ambulance and for security purposes or purposes as permitted by Ministry of Home Affairs (MHA) to remain prohibited throughout the country. #LockDown4 https://t.co/JE02r23lTn

    — ANI (@ANI) May 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • All cinema halls, shopping malls, gymnasiums, swimming pools, entertainment parks, theatres, bars and auditoriums, assembly halls and similar places, shall continue to remain closed throughout the country till 31st May: MHA. pic.twitter.com/HBWI3WYOdl

    — ANI (@ANI) May 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নির্দেশিকায় আরও বলা হয়েছে, 60 বছরের উর্ধ্বে ও 10 বছরের নিচে কেউ বাড়ির বাইরে বের হতে পারবেন না । তবে মেট্রোরেল, শপিংমল, জিম বা বড় জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি থাকবে । বন্ধ থাকবে সমস্ত সিনেমা হল, থিয়েটার, উদ্যান, বার । স্টেডিয়াম, স্পোর্টস কমপ্লেক্স খোলা থাকবে। তবে দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে না । নিরাপত্তা সুনিশ্চিত করার স্বার্থে অফিস তথা কর্মক্ষেত্রে প্রত্যেক কর্মীদের ফোনে আরোগ্য সেতু অ্যাপ থাকতে হবে ।

প্রসঙ্গত, স্বরাষ্ট্রমন্ত্রকের এই নির্দেশিকা সামনে আসার কিছুক্ষণ আগেই NDMA-র চিঠি সামনে আসে । সরকারের সমস্ত মন্ত্রক, দপ্তর, রাজ্য সরকারগুলিকে লকডাউনের মেয়াদ বাড়ানোর নির্দেশ দেয় NDMA। চতুর্থ দফার লকডাউনের নিয়ম-নীতি কী হবে তা ঠিক করার জন্য ন্যাশনাল এগজ়িকিউটিভ কমিটিকেও একটি নির্দেশিকা দেয় NDMA।

  • National Disaster Management Authority (NDMA) also directs National Executive Committee (NEC) to issue modifications in the guidelines, as necessary keeping in view the need to open up economic activities while containing the spread of #COVID19. https://t.co/uHXVriHvoW

    — ANI (@ANI) May 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ NDMA-র তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাকেও একটি চিঠি দেওয়া হয়েছে । সেখানে বলা হয়েছে , 2005 সালের ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের 6(2) ধারার 1 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী লকডাউন বাড়ানোর ক্ষমতা রয়েছে NDMA-র । সেই ক্ষমতা বলে সরকারের সমস্ত মন্ত্রক, দপ্তর, রাজ্য সরকারগুলিকে আগামী 31 মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিচ্ছে NDMA। পাশাপাশি 2005 সালের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের 10(2) ধারার 1 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী চতুর্থ দফার লকডাউনের নতুন নির্দেশিকা তৈরির জন্য ন্যাশনাল এগজ়িকিউটিভ কমিটিকেও নির্দেশ দেওয়া হচ্ছে । দেশে ক্রমবর্ধমান সংক্রমণের কথা মাথায় রেখে এই নির্দেশিকা দেওয়া হয়েছে ৷

দিল্লি, 17 মে : বাড়ল লকডাউনের সময়সীমা । চতুর্থ দফায় 14 দিনের জন্য অর্থাৎ 31 মে পর্যন্ত বাড়ানো হল লকডাউন। আজ কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের (NDMA) তরফে সরকারকে লকডাউন বাড়ানোর নির্দেশ দেওয়া হয় । তখনই কার্যত পরিষ্কার হয়ে যায়, চতুর্থ দফার লকডাউনের মেয়াদ বাড়তে চলেছে ৷ তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জারি করা হয় নির্দেশিকা ৷ এই দফায় কোথায় কোথায় ছাড় দেওয়া হবে, কী কী বিধিনিষেধ জারি থাকবে তা সেই নির্দেশিকায় স্পষ্ট করে দেয় কেন্দ্রীয় সরকার ৷

নির্দেশিকায় উল্লেখ, চতুর্থ দফায় রাজ্য় ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি রেড জ়োন, গ্রিন জ়োন ও অরেঞ্জ জ়োন বিভাজন করবে । এবার থেকে আর সম্পূর্ণ গৃহবন্দী থাকতে হবে না । দিনের বেলায় যাতায়াত করতে পারবে মানুষজন । চলবে আন্তঃরাজ্য বাস । জরুরি তথা চিকিৎসা পরিষেবা, নিরাপত্তা সংক্রান্ত পরিষেবা ছাড়া সমস্ত অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমানের ওঠানামা বন্ধ থাকবে । রাজ্যগুলিকেও নির্দেশিকা পাঠানো হয় কেন্দ্রীয় সরকারের তরফে ৷

  • The delineation of red, green, and orange zones will be decided by the respective State/Union Territory governments, after taking into consideration the parameters shared by the Ministry of Health and Family Welfare: Ministry of Home Affairs (MHA) https://t.co/JE02r23lTn

    — ANI (@ANI) May 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • All domestic and international air travel of passengers, except for domestic medical services, domestic air ambulance and for security purposes or purposes as permitted by Ministry of Home Affairs (MHA) to remain prohibited throughout the country. #LockDown4 https://t.co/JE02r23lTn

    — ANI (@ANI) May 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • All cinema halls, shopping malls, gymnasiums, swimming pools, entertainment parks, theatres, bars and auditoriums, assembly halls and similar places, shall continue to remain closed throughout the country till 31st May: MHA. pic.twitter.com/HBWI3WYOdl

    — ANI (@ANI) May 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নির্দেশিকায় আরও বলা হয়েছে, 60 বছরের উর্ধ্বে ও 10 বছরের নিচে কেউ বাড়ির বাইরে বের হতে পারবেন না । তবে মেট্রোরেল, শপিংমল, জিম বা বড় জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি থাকবে । বন্ধ থাকবে সমস্ত সিনেমা হল, থিয়েটার, উদ্যান, বার । স্টেডিয়াম, স্পোর্টস কমপ্লেক্স খোলা থাকবে। তবে দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে না । নিরাপত্তা সুনিশ্চিত করার স্বার্থে অফিস তথা কর্মক্ষেত্রে প্রত্যেক কর্মীদের ফোনে আরোগ্য সেতু অ্যাপ থাকতে হবে ।

প্রসঙ্গত, স্বরাষ্ট্রমন্ত্রকের এই নির্দেশিকা সামনে আসার কিছুক্ষণ আগেই NDMA-র চিঠি সামনে আসে । সরকারের সমস্ত মন্ত্রক, দপ্তর, রাজ্য সরকারগুলিকে লকডাউনের মেয়াদ বাড়ানোর নির্দেশ দেয় NDMA। চতুর্থ দফার লকডাউনের নিয়ম-নীতি কী হবে তা ঠিক করার জন্য ন্যাশনাল এগজ়িকিউটিভ কমিটিকেও একটি নির্দেশিকা দেয় NDMA।

  • National Disaster Management Authority (NDMA) also directs National Executive Committee (NEC) to issue modifications in the guidelines, as necessary keeping in view the need to open up economic activities while containing the spread of #COVID19. https://t.co/uHXVriHvoW

    — ANI (@ANI) May 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ NDMA-র তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাকেও একটি চিঠি দেওয়া হয়েছে । সেখানে বলা হয়েছে , 2005 সালের ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের 6(2) ধারার 1 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী লকডাউন বাড়ানোর ক্ষমতা রয়েছে NDMA-র । সেই ক্ষমতা বলে সরকারের সমস্ত মন্ত্রক, দপ্তর, রাজ্য সরকারগুলিকে আগামী 31 মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিচ্ছে NDMA। পাশাপাশি 2005 সালের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের 10(2) ধারার 1 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী চতুর্থ দফার লকডাউনের নতুন নির্দেশিকা তৈরির জন্য ন্যাশনাল এগজ়িকিউটিভ কমিটিকেও নির্দেশ দেওয়া হচ্ছে । দেশে ক্রমবর্ধমান সংক্রমণের কথা মাথায় রেখে এই নির্দেশিকা দেওয়া হয়েছে ৷

Last Updated : May 18, 2020, 1:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.